তাজমহল সম্পর্কে কিছু ইন্টারেষ্টিং ফ্যাক্ট। - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Saturday, December 15, 2018

demo-image

তাজমহল সম্পর্কে কিছু ইন্টারেষ্টিং ফ্যাক্ট।



image
তাজমহলে বেড়াতে যেতে চান ?
দেখে নিন তাজমহল সম্পর্কে কিছু ফ্যাক্ট।

১. তাজমহল বিশ্বের ৭ টি ওয়ান্ডারের একটি।
২. তাজমহল ভারতের আগ্রায় যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত। স্থাপত্যটি ৪২ একর জমিতে উপর অবস্থিত। 
৩. সম্রাট শাহজাহান তার স্ত্রীদের মধ্যে তৃতীয় স্ত্রী মমতাজের নামে তাজমহল উৎস্বর্গ করেছিলেন।
মমতাজ তার ১৪তম সন্তান জন্মদানের সময় মারা যান। 
৪. ঐ আমলে তাজমহল তৈরী করতে খরচ হয়েছিল ৩০ মিলিয়ন

ভারতীয় রুপি। তাজমহল ২৪৩.৫ ফুট উঁচু।
http+_mashable.com_wp-content_uploads_2015_11_AP_0903130102

৫. প্রতি বছর ৮ মিলিয়ন মানুষ তাজমহল ভিসিট করে।
 আরো পড়ুন : সমুদ্র সৈকতের স্বর্গরাজ্য আন্দামান
৬. তাজমহলের বাথরুম ব্যবহারে কোন বিদেশীকে টাকা দিতে হয়না। কিন্তু ইন্ডিয়ানদের দিতে হয়।
৭. তাজমহলের ৫০০ মিটারের মধ্যে যেকোন গাড়ি নিয়ে যাওয়া নিষিদ্ধ।
৮. ২০,০০০ শ্রমিকের কষ্ঠের ফসল তাজমহল। কথিত আছে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণের পর সকল শ্রমিকের হাত কেটে দিয়েছিলেন যাতে আর কেউ তাজমহল বানাতে না পারে।   
 আরো দেখুন: মন্দিরের শহর বালি। 

Color-of-tajmahal

৯. সূর্য্যের আলোর সাথে তাল মিলিয়ে তাজমহলের রঙ পরিবর্তন হয়।
 আরো দেখুন: মরিশাস বিশ্বের কাছে হিন্দুদের গর্বিত করেছে।

১০. তাজমহলে কিছু রুম আছে যার দরজা সবসময় বন্ধ থাকে।  সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হয় না।
_101825284_2sorcar

১১. বিশ্ববিখ্যাত জাদুসম্রাট পিসি সরকার ২০০০ সালের ৮ই নভেম্বর ২ মিনিটের জন্য তাজমহল ভস্ম করে দিয়েছিলেন।সেই দুই মিনিট কেউ তাজমহল দেখতে পায়নি।
drone-over-Taj-Mahal

১২. ২০১৬ সালের ১২ই নভেম্বর তাজমহলের উপর ড্রোন উড়ানোর দায়ে একজন আমেরিকানের জেল হয়।
১৩. তাজমহল তৈরির মালপত্র পরিবহনে ১,০০০টি হাতি ব্যবহৃরিত হয়েছিল।
১৪. দ্বিতীয় যুদ্ধের সময় ধ্বংসের হাত থেকে বাঁচাতে তাজমহল ঢেকে দেয়া হয়েছিল।
 আরো দেখুন: ভালোবাসার অপূর্ব নিদর্শন তাজমহল।
১৫. তাজমহলে ব্যবহৃত শ্বেতপাথর রাজস্থান থেকে আনা হয়েছিল। 
১৬. নামাজের জন্য শুক্রবার তাজমহল বন্ধ থাকে।
Mud-therapy-is-used-to-keep-the-Taj-Mahal-White

১৭. তাজমহলকে সাদা দেখতে কাদা ব্যবহৃত হয়।
১৮. তাজমহল ভূমিকম্প হতে প্রোটেক্টেড।
১৯. তাজমহল তৈরী করতে ২০ বছর সময় লেগেছিলো (১৬৩২ - ১৬৫৩)।
২০. তাজমহল তৈরির পর ১৬৫৮ সালে সম্রাট শাহজানকে গৃহবন্ধী করে রেখেছিলেন তারই পুত্র আওরঙ্গজেব।
তখন শাহজাহান জানলা দিয়ে তাজমহল দেখতেন।
আরো দেখুন: এন্টার্টিকা সম্পর্কে কিছু ইন্টারেষ্টিং তথ্য।
wideView




অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *