আওয়ামীলীগ আমলে ছাড়া পেয়ে হুমকি দিচ্ছে পূর্ণিমা শীলের ধর্ষকেরা ! - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Tuesday, December 18, 2018

demo-image

আওয়ামীলীগ আমলে ছাড়া পেয়ে হুমকি দিচ্ছে পূর্ণিমা শীলের ধর্ষকেরা !


38454828_2160443610869455_9085194946008317952_n
একাত্তরের ঘাতক দালাল নিমূর্ল কমিটির শাহরিয়ার কবীরের সাথে পূর্ণিমা শীল।
প্রিয় বন্ধুরা, পূর্ণিমা শীলের কথা নিশ্চয় মনে আছে ? ১৭ বছর আগে ধর্ষিত হওয়া পূর্ণিমার কান্না আজো থামেনি। বিএনপি আমলে ধর্ষিত হয় শিশু পূর্ণিমা। ১ জন মুসলিম নামের নরপশু মায়ের সামনে পূর্ণিমাকে ধর্ষণ করে। পূর্ণিমার মা হাতজোড় করে বলেন,
 "বাবারা তোমরা এক এক করে আসো। আমার বাচ্চা মেয়েটি  মরে যাবে"। 
তবুও ক্ষমা করেনি নরপশুরা। আজ আওয়ামীলীগ সেই ধর্ষকদের মুক্তি দিয়েছে ! একবার ভাবুনতো যে পূর্ণিমাকে নিয়ে আওয়ামীলীগ সারা বিশ্বে রাজনীতি করলো ক্ষমতায় আসলো তারাই সেই পূর্ণিমা ধর্ষকদের মুক্তি দিলো। জাতভাই বলে কথা। আমরা ভুলে যায়নি রামু, দিনাজপুর, যশোরের মালোপাড়া, সাতক্ষীরা, নাসিরনগর, রংপুর, বরিশাল। সবই আওয়ামীলীগ আমলে ঘটেছে। কেন ঘটেছে জানতে হলে ফিরে যেতে হবে ইতিহাসে। এই সেই আওয়ামীলীগ যার পূর্ব  নাম ছিল "আওয়ামী মুসলিম লীগ"! হিন্দু ভোটের আশায় মুসলিম শব্দটি বাদ দিয়ে হয়েছে আওয়ামীলীগ। বঙ্গবন্ধু যাকে হিন্দুরা দেবতার মতো ভালোবাসে তিনি  ১৯৭২ সালে রমনা কালী মন্দির বুলজোড়ার দিয়ে গুড়িয়ে দিয়েছিলেন। রমনা মন্দিরের শতশত বিঘা জমি ঢাকা ক্লাবকে দান করেছিলেন যা আজো ফিরে পায়নি হিন্দুরা।  রমনা মন্দির ভেঙে রমনা পার্ক করেছিলেন। আজকের রমনা পার্ক হিন্দুদের রমনা মন্দিরের জায়গা। শেখ মুজিব রমনা মন্দিরে পূজা নিষিদ্ধ করেছিলেন। 

ফলে বাংলাদেশের হিন্দুরা শুধু মন্দির হারালো না, হারালো মন্দিরের জায়গাটিও যেখানে তারা হাজার বছর ধরে পূজা-অর্চনা করে আসছিলো। (রেফ: দৈনিক বাংলা, ডিসেম্বর ২৭, ১৯৭২)



২০০৬ সালে বিএনপি সরকার প্রধান বেগমখালেদাজিয়া মন্দিরটি পুনঃনির্মাণের ঘোষণা দেন।  বিএনপি ধোয়া তুলসী পাতা নয়। তাদের আমলে যথেষ্ট হয়েছে। কিন্তু ভুলে যাবেন না আপনাদের ৯৯% ভোট পড়ে নৌকায়। বিএনপির কাছে আর কি আশা করবেন ? বাংলাদেশে নির্বাচন মানে মুসলমানদের উৎসব আর হিন্দুদের কান্নার রোল। পূর্ণিমা শীলের ধর্ষকেরা আওয়ামীলীগ আমলে ছাড়া পেয়ে ঘুরে দাঁড়ানো পূর্ণিমাকে হুমকি দিচ্ছে ! '৭১ টিভির ক্যামেরার সামনে কান্নায় ভেঙ্গে পড়লেন পূর্ণিমা শীল । এ কোন মঘের মুল্লুকে বাস করেছি আমরা ?
48363935_2251884098392072_1920120470330408960_n
শিশুকালে গণধর্ষিত হওয়া পূর্ণিমা কেবল মাত্র ঘুরে দাঁড়াতে শিখেছিলেন।। ধর্ষকরা জেল থেকে ছাড়া পেয়ে তাকে হুমকি দিতে শুরু করেছে।

 পশ্চিমবঙ্গের মুসলমানদের আমি শ্ৰদ্ধা করি। তাদের আছে একতাবোধ।আছে ভাতৃত্ব্য বোধ। তারা জানে কিভাবে পরিবর্তিত সমাজের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে হয়। কংগ্রেস ভারতের স্বাধীনতার দাবিদার হলে তারা তাদের গোলামী করেনি। তাদের কাছ থেকে ন্যায্য অধিকার আদায় করে নিয়েছে। কংগ্রেস পতনের পর দীর্ঘ বাম আমলে তারা পেয়েছে পূর্ণ অধিকার। আর তিন যুগের বাম শাসন পতনের মূল চাবিকাঠি ছিল মুসলমানরা। মমতার কাছ থেকে তারা পাচ্ছে অধিকারের চেয়ে বেশি কিছু। তাই  বাংলাদেশের  হিন্দুদের বলবো জানুন -শিখুন -বেঁচে থাকুন। ভুলে যাবেন না, আওয়ামীলীগ আমলেই পটুয়াখালীতে হিন্দু মা-মেয়েকে রাতভর ধর্ষণ করেছিল আওয়ামীলীগ নেতা। 


আসুন সবাই মিলে পূর্ণিমার পাশে দাঁড়ায়।  সে আমাদেরই বোন। পূর্ণিমা শীল একজন বীরঙ্গনা !  তাই হিন্দুদের বলবো একতাবদ্ধ হোন। দল বা মার্ক দেখে নয় স্বার্থ দেখে ভোট দিন। নিজ জন্মভূমিতে টিকে থাকুন। 


পূর্ণিমা শীলের আর্তনাদ দেখুনঃ


Video Courtesy: '৭১ টিভি এবং সনাতন টিভি

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *