মরিসাসবাসীর কাছে অত্যন্ত স্পেশাল। এদিকে হিন্দুদের জন্মস্থান ভারতে যখন দূর্গা প্রতিমা বিসর্জন নিয়ে, কালী পুজোয় বাজি ফুটানোই কোর্টের নিষেধাজ্ঞা রাম নির্মাণে বিতর্ক চরমে ঠিক সেইসময় মরিশাস দেখিয়ে দিলো বিশ্বের সব চেয়ে বড় দূর্গা প্রতিমার (স্থায়ী) শুভ উদ্ভোধন করে।
আরো দেখুনঃ পশ্চিমবঙ্গের সবচেয়ে দর্শনীয় ১০টি মন্দির!
এই বৃহৎ প্রতিমাটি স্থাপন করা হয়েছে গঙ্গা তলা (Ganga Talao) নামক লেকের তীরে।
Video Courtesy : TéléPlus
গঙ্গা তলা প্রথম আবিষ্কার করেন একজন পন্ডিত ১৮৮৭ সালে।এটি দেখতে অনেকটা গঙ্গা নদীর মতো হওয়ায় তিনি ভারতের পবিত্র গঙ্গার নামে এটির নামকরণ করেন।
আরো দেখুনঃ পৃথিবীর যেসব দেশে ভারতীয় রুপির প্রচলন রয়েছে
খুব জাকজমকের সাথে এই দূর্গা মায়ের গ্রান্ড ওপেনিং করা হয়।উপস্থিত ছিল বিশ্বের বড় বড় সব মিডিয়া। শত শত বছর আগে ভারত থেকে অভিবাসী হওয়া এই হিন্দুরা ভারতকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে স্থান করে নিল বিশ্বের বুকে এক অনন্য সুন্দর প্রতিভার।
তারা ভারতকে জানান দিলো হে ভারত, তোমাদের যখন দূর্গামাকে বিসর্জনে বাধা আমরা তখন বিশ্বের সবচেয়ে বড় দূর্গা মায়ের অধিকারী! মিডিয়ার সাথে এক সাক্ষাৎকারে মন্দিরের কোঅর্ডিনেটর শ্রীভীচক (Bheechock) বলেছেন তিনি এই প্রতিমার জন্য গিনেচ বুকে স্থান পাওয়ার জন্য আবেদন করছেন এবং গিনেচ বুকে স্থান পাওয়ার জন্য জন্য কতৃপক্ষ খুব আশাবাদী। তাই আপনার পরবর্তী ভিসিট হোক মরিশাস এবং ভুলবেন না মন্দিরের ভূস্বর্গ গঙ্গা তলাকে !
অসাধাৰণ ।
ReplyDeleteবহুত ভালো লাগলো ।
ধন্যবাদ। আশা করি আরো ভালো পোস্ট উপহার দিতে পারবো।
Deleteআমি মনে করি প্রত্যেক ভারতবাসীর এই পোস্টটি পড়া ও শেয়ার করা উচিত।
ReplyDeleteদারুণ প্রচেষ্টা
ReplyDeleteআপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ। নিয়মিত ব্লগ ভিসিট করুন ~ বিভিন্ন বিষয়ে আপডেটেড থাকুন।
DeleteGreat post. Love it. Please post more like this. Thank you.
ReplyDeleteNot done by a good artist, statue's doesn't have realistic feel.
ReplyDeleteআপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ। নিয়মিত ব্লগ ভিসিট করুন ~ বিভিন্ন বিষয়ে আপডেটেড থাকুন।
Deleteখুব ভালো লাগলো দেখে
ReplyDeleteআপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ। নিয়মিত ব্লগ ভিসিট করুন ~ বিভিন্ন বিষয়ে আপডেটেড থাকুন।
DeleteThey are real Hindu! Salut!
ReplyDeleteসত্যিই মন্দিরগুলো দেখার মতো।
ReplyDeleteজয় দূর্গা মা !
ReplyDeleteহর হর মহাদেব !
ReplyDeleteসাগরের উপর মন্দিরগুলো অপূর্ব সুন্দর দৃশ্যের অবতারণা করেছে।
ReplyDeleteজীবনে একবার হলেও যেতে চাই ওখানে।
ReplyDeleteসবই ভগবানের ইচ্ছা।
ReplyDeleteহিন্দু ধর্ম সত্য ও শান্তিপূর্ণ।
ReplyDeleteইন্ডিয়ার চেয়ে মরিশাস এগিয়ে! বাহঃ! ভারত ভোট ব্যাংকের জন্য মুসলিম চোষনে ব্যস্ত।
ReplyDeleteBeautiful
ReplyDelete