হাজী মোহাম্মদ আনোয়ার শেখ: যৌবনে ঘৃণা থেকে হিন্দু খুন করে পরে হিন্দু ধর্ম গ্রহণ করেন - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Thursday, March 7, 2019

হাজী মোহাম্মদ আনোয়ার শেখ: যৌবনে ঘৃণা থেকে হিন্দু খুন করে পরে হিন্দু ধর্ম গ্রহণ করেন



 মোহাম্মদ আনোয়ার শেখ বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হজের দিন জন্মগ্রহণ করায়  বাবা তার নামে হাজী জুড়ে দেন।
আরো দেখুনঃ বেদ পড়ে মসজিদের ইমাম এখন হিন্দু পন্ডিত !

জন্মসুত্রে পাকিস্তানী মোহাম্মদ আনোয়ার শেখ সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।ছোট বেলায় তিনি মায়ের সাথে প্রতিদিন কোরান পড়তেন  এবং কোরানের শিক্ষাকে তার জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেন। দেশ ভাগের সময় তিনি  ছিলেন বয়সে  তরুণ। তখন তিনি জিহাদী মতবাদে উৎসাহিত হয়ে  এবং তার পিতা মিলে এক শিখ পরিবারকে নির্মম ভাবে হত্যা করেন। পরে যুবক বয়সে তিনি একাই আরো এক শিখকে হত্যা করেন। তিনি ছিলেন প্রচন্ড ধার্মিক।  এর পর তিনি ব্রিটেনে পাড়ি জমান। ব্রিটেনে গিয়ে তার মধ্যে আমূল পরিবর্তন আসে। তিনি তার কৃত কর্মের জন্য প্রচন্ড অনুশোচনা করেন।ইসলামের প্রতি বিশ্রদ্ধ হয়ে পড়েন।
 আরো দেখুনঃ পাকিস্তানের এমপি আলতাফ হুসেইন সনাতন ধর্ম গ্রহন করলেন!
 তিনি ইসলাম ও বাস্তবতা সম্পর্কে ব্যাপক পড়াশুনা শুরু করেন। তিনি কিছু প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন। যার উত্তর তিনি ইসলামী কোন গ্রন্থে খুঁজে পেলেন না।  এর পর তিনি হিন্দু ধর্ম সম্পর্কে পড়াশুনা শুরু করেন। হিন্দু ধর্মের উপর ব্যাপক জ্ঞান অর্জন করার পর  তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন।ব্রিটেনে ব্যবসা দিয়ে জীবন শুরু করলেও পরে তিনি লেখা-লেখি শুরু করেন। তিনি উর্দু, ফার্সি ও ইংরেজি ভাষায় অনেক গ্রন্থ লিখেছেন। তার গ্রন্থ গুলো বিশ্বব্যপী খুব প্রসংশিত হয় এবং ইসলামী বিশ্বে আলোচনা ঝড় তলে। তার পরিবর্তিত নাম অনুরুদ্ধ জ্ঞান শিখা ( Aniruddha Gyan Shikha) ! তিনি বিশ্বাস করতেন ইসলাম বিশ্ব মানবতার জন্য বিরাট হুমকি। তিনি ইসলামের সমালোচনাকারী হিসেবে ব্যাপক পরিচিতি পান বিশ্বব্যাপী। এজন্য  ১৯৯৫ সালে পাকিস্থান এই লেখকের মৃতুদন্ড ঘোষণা করে। মৃত্যুদণ্ড ঘোষণার পর তিনি আর পাকিস্তানে ফিরে আসেন নি।  ২০০৬ সালের ২৫ শে নভেম্বর এই লেখক ব্রিটেনে পরলোক গমন করেন।
 আরো দেখুনঃ জাহ্নবী হ্যারিসন: পিতা খ্রিষ্টান যাজক,মেয়ে বৈষ্ণবী!
তার বিখ্যাত কয়েকটি গ্রন্থ :
This is Jihad
Islam: The Arab National Movement
Islam: Sex and Violence
Islam and Human Rights
Faith and Deception
Taxation and Liberty

হিন্দু ধর্ম কি গ্রহণ করা যায়? গ্রহণ করা গেলে গ্রহণের পদ্ধতি কি?
আরো দেখুনঃ আশিস খানঃ একজন সফল সংগীত শিল্পীর ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহন
তার বিখ্যাত কয়েকটি উক্তি :
"সুন্নি ইসলাম মানবতার জন্য বিরাট হুমকি। "
"মুসলমানরা কোন সমস্যা নয়, সমস্যা হলো ইসলাম।"
"মহম্মদ (ইসলামের নবী ) নিজেই একজন সন্ত্রাসী।"
"মানব সভ্যতায় যতো ধর্মের উদ্ভভ হয়েছে ইসলাম তার মধ্যে সবচেয়ে বেশি (ভায়োলেন্ট) উগ্র ও অসহিষ্ণু।".সত্যতা যাচাইয়ের জন্য নিচের লিংক গুলো দেখুন।
হাজি মোহাম্মদ আনোয়ার শেখ সম্পর্কে আরো জানতে ক্লিক করুন।
লেখক মোহাম্মদ আনোয়ার শেখ 

Born Haji Mohammad, he was born into a devout Sunni Muslim family of Kashmiri Pundit ancestry embraced Hinduism.
 আরো দেখুনঃ ফিলিস্তিনী যোদ্ধা যেভাবে হিন্দু পন্ডিত হলেন

1 comment:

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box