বিশ্বের সবচেয়ে সুন্দর ২০ টি হিন্দু মন্দির ! - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Saturday, January 5, 2019

বিশ্বের সবচেয়ে সুন্দর ২০ টি হিন্দু মন্দির !


Sri Meenakshi Temple, Madurai, Tamil Naru, India.
১. শ্রী মীনাক্ষী মন্দির , মাদুরাই , ভারত।
তামিল নাড়ুতে অবস্থিত মন্দিরটির বার্ষিক আয় ১ মিলিয়ন US ডলার। প্রতিদিন বিশ হাজার মানুষ মন্দিরটি দর্শন করে।


Ramanathaswamy Temple, Tamil Naru, India

২. রামনাথ স্বামী মন্দির, তামিলনাড়ু , ভারত।
মন্দিরটিকে বলা হয় দক্ষিণের বেনারস।
এই মন্দির ১০০০টি পিলার আছে যা নির্মাণ শিল্পে  বিশ্বের যে কোন আর্কিটেচারকে হার মানিয়েছে।বছরে কয়েক মিলিয়ন দর্শনার্থী মন্দিরটি দর্শন করেন। মহাশিব রাত্রির সময় সবচেয়ে ভিড় হয়।
Swaminarayan Akshardham, New Delhi

৩. অক্ষরধাম মন্দির, নিউ দিল্লী ,ভারত।
মন্দিরটিতে আছে চোখ ধাঁধানো ২০০ প্রতিমা।
BAPS Shri Swaminarayan Mandir, Robbinsville, New Jersey, USA
৪. BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দির, রবিন্সভিল, নিউ জার্সি, আমেরিকা।
মন্দিরটি ১৬০ একর জমির উপর অবস্থিত এবং ১৩০০০ এর বেশি ইতালিয়ান মার্বেল পাথর দিয়ে তৈরী।

আরো দেখুনঃ বালি দ্বীপে(ইন্দোনেশিয়া) অবস্থিত সুন্দর সুন্দর মন্দির সমূহঃ
Shri Swaminarayan Mandir, London, UK
৫. শ্রী স্বামীনারায়ণ মন্দির, লন্ডন। 
মন্দিরটি ৫,০০০ টন ইতালিয়ান , ইন্ডিয়ান এবং বুলগেরিয়ান লাইমস্টোন দিয়ে তৈরী। দিয়ালী সবচেয়ে জাকজমক ভাবে পালিত হয়।
Sri Lakshmi Narayani Golden Temple, Vellore, India 
৬.  শ্রী লক্ষী নারায়ণী স্বর্ণ মন্দির, ভেল্লোর, ভারত।
মন্দিরটিতে  ১৫০০ কেজি পিউর স্বর্ণ প্রতিমা ও অন্যান্য সামগ্রী আছে যা অমৃতস্বরের স্বর্ণ মন্দিরের ডাবল।

Prambanan Hindu Temple, Java, Indonesia

৭. ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত
ইন্দোনেশিয়ার প্রাম্বানান মন্দির !
লোকেশন : জাভা, ইন্দোনেশিয়া
নির্মান সাল : ৮৫০ CE
এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় হিন্দু মন্দির এবং দক্ষিন-পূর্ব এশিয়ার বড় মন্দির গুলোর একটি। এই প্রাম্বানান মন্দিরে একসাথে ২৪০ টি মন্দির আছে যা সনাতন ধর্মের ঐতিয্য বহন করছে।


Arul Mihu Navasakthi Vinayagar Temple, Victoria,Seychelles
৮. আরুল মিহু নবশক্তি বিনায়াগার মন্দির, ভিক্টোরিয়া, সেইছেলেস (Seychelles).
ভারত মহাসাগরের আফ্রিকা উপকূলে  সেইছেলেস নামক ছোট্ট দেশের এই মন্দিরটির নির্মাণ শিল্প বহু দর্শনার্থীর মন কাড়ে।

Koneswaram Temple, Sri Lanka

৯. কনেশ্বরাম মন্দির, শ্রীলংকা
এটি মূলত শিব মন্দির। মন্দিরটি ২০০ বছরের বেশি পুরানো। এই মন্দিরে রাবণের প্রতিমাও আছে।


Laxminarayan Temple, Birla, India
১০. লক্ষীনারায়ণ মন্দির, বিড়ালা, ভারত।
মন্দিরটি সর্ববর্ণের জন্য মহাত্মা গান্ধী উদ্বোধন করেন।

Ganga Talao Temple, Mauritius.
১১. গঙ্গাতলা মন্দির , মরিশাস
১০৮ ফুট উঁচু দূর্গা প্রতিমাসহ শিব ও অন্যান্য প্রতিমা রয়েছে। এই দ্বীপটি মন্দিরের জন্য বিখ্যাত। এখানে কয়েকটি মনোরম মন্দির রয়েছে।
এটি বিশ্বের সবচেয়ে উঁচু দূর্গা প্রতিমা।
নির্মান সাল : ২০১৭

আরো দেখুনঃ মরিশাস বিশ্বের কাছে হিন্দুদের গর্বিত করেছে !
Virupaksha Temple, India

১২. ভীরূপাক্ষ মন্দির , কর্ণাটক, ভারত।
মন্দিটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত
এটি ৪৫০ বছরের বেশি পুরানো। মন্দিরটি মুসলমান শাসকরা ধ্বংস করে। পরে পুনঃনির্মান করা হয়।
Jagannath Temple Puri, India
১৩. জগন্নাথ মন্দির , পুরী, ওড়িষ্যা, ভারত।
মন্দিরটি উন্মুক্ত হয় ১১৬১ সালে। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর। যেখানে থেকে একসাথে ১ লক্ষ মানুষ প্রসাদ বিতরণ করা সম্ভব।

Ankor Wat, Cambodia.
 ১৪. অঙ্কর ওয়াট , কম্বোডিয়া।
এটি ছিল একসময় বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির।
মন্দিটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃত

Kanchi Kailasanathar Temple, India
১৫.  কাঞ্চি কৈলাসনাথের মন্দির , ভারত
কাঞ্চিকে বলা হয় মন্দিরের শহর। এখানে রয়েছে ১০০০ মন্দির যা প্রথম শতাব্দীতে পাল আমলে নির্মিত হয়।

Sri Maha Mariamman Temple, Bangkok.
১৬.  শ্রী মহা ম্যারিয়াম্মান মন্দির , ব্যাঙ্কক
থাইল্যান্ডের রাজধনীতে অবস্থিত এই হিন্দু মন্দিরটি সবার কাছে খুবই দৃষ্টি নন্দন।

Annamalaiyar Temple, Tamil Naru, India
 ১৭. আন্নামালাইয়ার মন্দির, তামিল নাড়ু, ভারত।
মন্দিরটি ভারতের সবচেয়ে বড় মন্দির কমপ্লেক্সের একটি। পাহাড়ের কল ঘেঁষে মন্দিরকে খুব সুন্দর দেখায়। এটি ৬০ হেক্টর জমিতে অবস্থিত এবং মন্দির টাওয়ারের উচ্চতা ৬৬ মিটার।

Tanah Lot , Indonesia
১৮. তানাহ লট, বালি ইন্দোনেশিয়া
এটি ১৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে সাগরের বিশাল পাথর খন্ডের উওপর নির্মিত একটি মন্দির।
প্রতি বছর কয়েক মিলিয়ন মানুষ মন্দিরটি দর্শন করে।

New Vrindaban Temple, West Virginia, U.S.A.
১৯. নব বৃন্দাবন, পশ্চিম ভার্জিনিয়া, আমেরিকা।
ইস্কন নির্মিত মন্দিরটি ভারতের বৃন্দাবনের মতো করে গড়ে  তোলা হয়েছে। দেখতে অনেক সুন্দর। ওয়াশিন্টন পোস্ট মন্দিরটিকে স্বর্গের সাথে তুলনা করেছে।


Arulmigu Sri Rajakaliamman Glass Temple, Tebrau, Malaysia
২০.  আরুলমিগা শ্রী রাজাকালিয়াম্মান গ্লাস মন্দির, তীব্রাউ, মালয়েশিয়া।
মন্দিরটি বিশ্বের একমাত্র গ্লাস মন্দির যার ৯০% বিশ্বের বিভিন্ন দেশের দামি দামি মোজাইক কাছ দিয়ে তৈরী।
World's most beautiful Hindu Temples with English description on Caption.
সূত্রঃ গুগল, উইকিপিডিয়া, ডেইলি টেলিগ্রাফ

7 comments:

  1. Replies
    1. ধন্যবাদ।আপনাদের ভাল লাগার জন্য আমার এই প্রচেষ্টা।

      Delete
  2. অতিব সুন্দর!জয় হোক সনাতন।

    ReplyDelete

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box