মন চলো ঘুরে আসি সমুদ্র সৈকতে ভরপুর আন্দামান থেকে। - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Wednesday, December 5, 2018

demo-image

মন চলো ঘুরে আসি সমুদ্র সৈকতে ভরপুর আন্দামান থেকে।

 
 একসময় বাঙালীকে ঘর কুনো বলা হতো। কিন্তু গত দুই দশকে বাঙালীর ব্যাপক পরিবর্তন ঘটেছে। এখন এক কোটির বেশি বাঙালি বিশ্বের বিভিন্ন থেকে বসবাস করেন কর্মসংস্থানের জন্য। বিশ্বের এমন কোন দেশ নেই যেখানে বাঙালি নেই। এতে করে বাঙালিরা আগের চেয়ে অনেক বেশি অর্থনৈতিক ভাবে শক্তিশালী। আমাদের মন শহরের চার দেওয়ালের মধ্যে বন্ধি থাকতে চায়না। মন চাই ঘুরতে। অপূর্ব সুন্দর এই পৃথিবীটাকে দেখতে। বাংলায় খুব বেশি ভ্রমণ ব্লগ নেই। তাই আমি লেখা শুরু করলাম। আজ আপনাদের নিজে যাবো বঙ্গোপসাগরের গভীরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামান ও নিকোবর অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। যারা সাগর ভালোবাসে সমুদ্র সৈকত ভালোবাসে তাদের জন্য এটি একটি হটস্পট। সেই সাথে থাকছে পাহাড়, আগ্নেয়গিরি, জাদুঘর, পার্ক, একুরিয়াম, ওয়াটারস্পোর্টস সহ আরো অনেক কিছুর সুযোগ। এখানে বিভিন্ন জাতি ও উপজাতির বাস। সবচেয়ে মজার ব্যাপার হলো বাঙালিরা এখানে সংখ্যাগুরু। এখানকার জনসংখ্যার মোট ৩০% লোক বাংলায় কথা বলে। দ্বীপপুঞ্জটি কোলকাতা হতে ৭৫০ মাইল দূরে, বার্মা হতে ১২০ মাইল এবং ইন্দোনেশিয়া (জাভা ও সুমাত্রা) হতে মাত্র ৯৩ মাইল দূরে অবস্থিত। এখানকার আবহাওয়া চমৎকার। সারা বছরই প্রায় বাসন্তী আবহাওয়া থাকে। যার দরুন সারা বিশ্বের মানুষের কাছে একটি প্রধান চয়েস। রিপোর্ট অনুযায়ী প্রতি বছর প্রায় ৩ লক্ষ মানুষ ভ্রমণের জন্য এখানে আসেন।এই দ্বীপপুঞ্জকে বলা হয় "এশিয়ান হাওয়াই" অথবা "এশিয়ান বাহামা"! বাঙালি প্রধান হওয়ায় এখানে এসে বাঙালি খাবার নিয়ে কোন চিন্তা নেই। বাঙালী রেস্টুরেন্ট বা বাঙ্গালী আবাসিক হোটেল রয়েছে প্রচুর। আছে অনেক ৫ ষ্টার হোটেল। জেনে যেয়ে যাক এখানকার বাঙালিদের ইতিহাস। এখানকার বাঙ্গালীদের অধিকাংশ এসেছেন
বাংলাদেশ থেকে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রচুর হিন্দু শরণার্থী তৎকালীন বৃহত্তর খুলনা, যশোহর, ফরিদপুর বরিশাল হতে আন্দামানে গিয়ে বসতি গড়ে। এখন তারা সেখানে স্টাবিলিস। প্রশাসনের সব জায়গায় বাঙালি আধিপত্য। এখানে যেতে হলে বাংলাদেশ থেকে সম্ভবত কোন ট্রাভেল এজেন্সী নেই। কিন্তু কোলকাতা হতে অনেক ট্রাভেল এজেন্সী আছে। মাত্র ১২ থেকে ২৫ হাজার ভারতীয় রুপি খরচ করে ৭ থেকে ১২ দিন ভ্রমণ করা যায়। 
  আসুন ছবিতে (বিস্তারিত বর্ণনাসহ) দেখি আন্দামান ও না নিকোবর দ্বীপপুঞ্জ।

1501752134_Elephant-_Beach%25283%2529.PNG

এলিপ্যান্ট বীচ (Elephant Beach): পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: 40 কিঃমিঃ

1523265985_Vanuatu_Tanna_20Island_Turquoise_20water_20on_20lava_20beach_dreamstime_13dec13.jpg.jpg

 Stewart Island Beach: পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: 40 কিঃমিঃ

Guitar-Beach

 গিটার দ্বীপ সৈকত (Guitar Island Beach) : পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: 90 কিঃমিঃ

1487851886_Radhanagar_Beach.jpg

Radhanagar Beach

 
Radhanagar-Beach-Andaman

Radhanagar Beach

রাধানগর সমুদ্র সৈকত  (Radhanagar Beach): 

 পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: 40 কিঃমিঃ

আরো পড়ুন : বিশ্বের সেরা ৫০ সৈকতের তালিকায় আন্দামানের রাধানগর! 

1503400798_s.PNG

Laxmanpur Beach:

অবস্থানঃ  নীল আইল্যান্ড 
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: 36 কিঃমিঃ

 
1487852119_Corbyn%2527s_Cove_Beach.jpg

কার্বন কেভ সমুদ্রসৈকত (Corbyn's Cove Beach) : 

 পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: 7 কিঃমিঃ

Scuba-Diving-Andaman

হ্যাভলক বিচ (Havelock Beach): পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: 40 কিঃমিঃ

1501752496_Amkunj_-Beach%25283%2529.PNG

 

আমকুঞ্জ বীচ (Amkunj Beach): 

অবস্থানঃ  রানাঘাট,  নর্থ আন্দামান
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: ১৫৬ কিঃমিঃ 
এন্ট্রি ফী: ফ্রী 
North-Bay-Beach

Sea Walking at North Bay Beach

 
1501753120_North_-Bay_-Island%25284%2529.PNG

নর্থ বে বীচ (North Bay Island):  

পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব:৮ কিঃমিঃ
 সাগরের তলদেশ উপভোগ করার দারুন সুযোগ।

1488201568_Kalapathar_beach.jpg
কালা পাথর বীচ (Kala Pathar Beach): পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: 67 কিঃমিঃ

 
Elephant-Safari-Mount-Harriet

Mount Harriet and Madhuban

 
1496151008_Trek-in-Madhuban.jpg

Mount Harriet and Madhuban

মধুবন (Madhuban):

অবস্থানঃ পোর্ট ব্লেয়ার
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: ৪০ কিঃমিঃ
পাখি দেখা, হাইকিং, উডল্যান্ড, এডভেন্সার, হাতির পিঠে চড়া, সমুদ্র সৈকত।

 
Banana-Ride

Rajiv Gandhi Water Sports Complex:

 অবস্থানঃ পোর্ট ব্লেয়ার
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: ২১ কিঃমিঃ
খোলা থাকে:  ২৪ ঘন্টা
বাচ্চাসহ বিশাল ফ্যামিলি ফানের সুযোগ !

 

 
1503401270_s.PNG
Joggers Park:

 অবস্থানঃ ভি আই পি রোড,পোর্ট ব্লেয়ার
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব:কাছাকাছি

1496150428_Trek-Mount_Harriet_-12.jpg

Mount Harriet National Park:

অবস্থানঃ পোর্ট ব্লেয়ার
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: ৪০ কিঃমিঃ
পাখি দেখা, হাইকিং,এডভেন্সার, হাতির প্রাচুর্য,হরিণ, সাফারি পার্ক। 

 
1501814521_Mahatma-_Gandhi-_Marine_-National_-Park.PNG

(Mahatma Gandhi Marine National Park):

 অবস্থানঃ Wandoor,পোর্ট ব্লেয়ার
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব:২৮ কিঃমিঃ
খোলা থাকে: ০৮:৩০ সকাল থেকে সকাল ১০:৩০ মধ্যে ফেরি ধরতে হবে
এন্ট্রি ফী: Rs ২০০ (পারমিট লাগবে)

 
1487853792_Mud_Volcanoes__Diglipur.JPG

কর্দমাক্ত ভোলাকনো (Mud Volcanoes):

 পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: ১৩৮ কিঃমিঃ হতে ৩০০ কিঃমিঃ এর মধ্যে অবস্থিত। এখানে ২৫ টির মতো কর্দমাক্ত আগ্নেয়গিরি আছে।

 
Cellular-Jail-Top-View
 অবস্থানঃ পোর্ট ব্লেয়ার
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব:৩.৮ কিঃমিঃ
খোলা থাকে: ০৯: সকাল থেকে বিকাল ০৪:৩০ পর্যন্ত
এন্ট্রি ফী: ৩০, ক্যামেরা: ২০০ ভিডিওঃ ১০০০

 রাজনৈতিক বন্ধিশালা- জেল। ভারতের স্বাধীতনা আন্দোলনের সব নেতাদের ধরে নিয়ে এখানে নির্যাতন করা হতো। কথিত আছে এখানে গেলে আর ফিরে সম্ভবনা কম থাকতো।

 
1487853591_Samudrika_Marine_Museum.jpg
Samudrika Marine Museum:

 অবস্থানঃ পোর্ট ব্লেয়ার
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: ৫ কিঃমিঃ  
 খোলা থাকে: ০৯:০০ সকাল থেকে বিকাল ০: পর্যন্ত
এন্ট্রি ফী: Rs 10

1503406032_s.PNG

Science Centre:

 অবস্থানঃ পোর্ট ব্লেয়ার
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: ৫ কিঃমিঃ
খোলা থাকে: ১০:০০ সকাল থেকে বিকাল ০৫:৩০ পর্যন্ত

 

1503406108_s.PNG
অবস্থানঃ পোর্ট ব্লেয়ার

পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: ৬ কিঃমিঃ 
খোলা থাকে: ১০:০০ সকাল থেকে বিকাল ০২:০০ পর্যন্ত 

 

1501756351_Kalapani_-Museum%25282%2529.PNG

Kalapani Museum: 

 অবস্থানঃ পোর্ট ব্লেয়ার
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: ৬.২ কিঃমিঃ
খোলা থাকে: ০৯:০০ সকাল থেকে বিকাল ০৭:০০ পর্যন্ত

1503405977_s.PNG

Anthropological Museum: 

 অবস্থানঃ পোর্ট ব্লেয়ার
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: ৫ কিঃমিঃ  
 খোলা থাকে: ০৯:০০ সকাল থেকে বিকাল ০৪:৩০ পর্যন্ত
এন্ট্রি ফী: Rs ২০

 
1501755497_Sippighat-_Farm.PNG

Sippighat Farm: 

অবস্থানঃ পোর্টব্লেয়ার
 পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: 14কিঃমিঃ 
 খোলা থাকে: সকাল 09:00 থেকে বিকাল 01:00  পর্যন্ত
এন্ট্রি ফী: ফ্রী 
হর্টিকালটার গার্ডেন - উদ্ভিদ প্রেমীদের জন্য এক্সসাইটিং।
Limestone Caves:   
অবস্থানঃ Baratang Island
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: 100 কিঃমিঃ 
 পাহাড়ের গুহার মধ্যে হেটে হেটে লাইম স্টোন দেখার দারুন সুযোগ।

1496147429_Rowing-through-the-mangroves-1.jpg.jpg

  Mangrove Creek:

 পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: ১০০ কিঃমিঃ
ম্যানগ্রোভ ফরেস্ট, পাখির প্রাচুর্য, বিচিত্র প্রজাতির কচ্ছপ,বোট রাইড, সাফারি পার্ক। 

 
1471339994_Prensa-Guatemala-2015_2.jpg

Rubber Plantations Visit:

 অবস্থানঃ পোর্ট ব্লেয়ার
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: ২১ কিঃমিঃ
রবার বাগান থেকে রবার এনে কিভাবে রবার প্রস্তুত করা হয় তা দেখার এক অপূর্ব সুযোগ।

 
1503405843_s.PNG

Chatham Saw Mill:

 অবস্থানঃ পোর্ট ব্লেয়ার
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: ৬ কিঃমিঃ
খোলা থাকে: ০৯:০০ সকাল থেকে বিকাল ০৪:৩০ পর্যন্ত ২৪ ঘন্টা
এন্ট্রি ফী: ৪০
দ্বিতীয় মহাযুদ্ধের জাপানি বোমা সাইট দেখার সুযোগ।

 
1501755191_Murugan-_Temple.PNG

(Murugan Temple):

 অবস্থানঃ শাদীপুর, পোর্টব্লেয়ার।
পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে দূরত্ব: 3.2
কিঃমিঃ
 খোলা থাকে: ??
এন্ট্রি ফী:
ফ্রী

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *