আমাদের অনেকের বিদেশী মুদ্রা সংগ্রহ করার শখ থাকে। এটি একটি ডিজিটাল সংগ্রহ।
পৃথিবীতে বর্তমানে ৮টি দেশে মুদ্রা হিসেবে রুপির চলন রয়েছে :
১. ভারত (India)
রুপি একটি সংস্কৃত শব্দ। এসেছে সংস্কৃত রুপা (rūpya) শব্দ থেকে যার অর্থ রুপার পয়সা। ভারতে প্রথম রুপির প্রচলন হয় শের শাহ সুরির আমলে (১৫৪০ - ১৫৪৫ সালে)।
১ ভারতীয় রুপি = ১০০ পয়সা।
২. নেপাল (Nepal)
নেপালে রুপি নেপালি রুপি নামে পরিচিত। ১ নেপালি রুপি = ১০০ পয়সা
৩. শ্রীলংকা (Sri Lanka)
শ্রীলংকায় রুপি শ্রীলংকান রুপি নামে পরিচিত। ১ শ্রীলংকান রুপি = ১০০ সেন্ট।
শ্রীলংকান রুপির সম্মুখ অংশ। শ্রীলংকান রুপির পশ্চাদ অংশ।
৪. ইন্দোনেশিয়া (Indonesia)
ইন্দোনেশিয়ায় রুপি ইন্দোনেশিয়ান রূপিয়া(Indonesian Rupiah) নামে পরিচিত। ১ ইন্দোনেশিয়ান রূপিয়া = ১০০ সেন। ইন্দোনেশিয়ায় একটি মুসলিম দেশ হলেও তাদের পূর্ববর্তী ইতিহাসের অংশ হিসেবে সেখানকার রুপিয়াতে ভগবান রাম, গণেশসহ আরো কিছু হিন্দু দেবতার ছবি রয়েছে।
৫. মরিশাস ( Mauritius)
মরিশাসে রুপি মরিশাস রূপি নামে পরিচিত। ১ মরিশাস রূপি = ১০০ সেন্ট।
মরিশাস ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকা মহাদেশের একটি হিন্দু মেজরিটি দেশ। এটি লোকমুখে ছোট ভারত নামে পরিচিত।
৬. পাকিস্তান ( Pakistan)
পাকিস্তানে রুপি পাকিস্তানী রূপি নামে পরিচিত। ১ পাকিস্তানী রূপি = ১০০ পয়সা।
উল্লেখ্য দেশভাগের পর পরই পাকিস্তানে রুপির প্রচলন হয়। প্রথম দিকে ভারতীয় রুপির উপর পাকিস্তান সিল মেরে চালানো হয়। এর পর রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছাপানো রুপি চালানো হয় এক বছর। এর পর পাকিস্তান তার নিজস্ব রুপি প্রচলন করে।
৭. মালদ্বীপ (Maldives)
মালদ্বীপে রুপি মালদ্বীপ রূপিয়া(Maldives Rufiyaa) নামে পরিচিত। ১ মালদ্বীপ রূপিয়া = ১০০ ল্যারি।
মালদ্বীপ রূপিয়ার সম্মুখ অংশ।
মালদ্বীপ রূপিয়ার পশ্চাদ অংশ।
৮. সেছেলেস (Seychelles)
আফ্রিকার দেশ সেছেলেস (Seychelles) এ রুপির প্রচলন রয়েছে। এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি ছোট্ট দেশ। এখানে মাত্র ৪% হিন্দু রয়েছে। জানা যায় মরিশাস থেকে মানুষ সেখানে গিয়ে বসতি স্থাপন করেন। তাই তারা মুদ্রার নাম রাখেন রুপি।সেছেলেসে রুপি সেছেলেস রুপি(Seychelles Rupee) নামে পরিচিত। ১ সেছেলেস রুপি = ১০০ সেন্ট ।
*** বাংলাদেশ বা বাঙালির কাছে রুপি টাকা নামে পরিচিত যা সংস্কৃত শব্দ ট্যাংকা (tanka) থেকে এসেছে। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় টাকা নামে পরিচত। উড়িষ্যায় এখনো সংস্কৃত শব্দ ট্যাংকা (tanka) নামে পরিচিত।
*** এছাড়া জিম্বাবুয়ে, নেপাল, ভুটানে ভারতীয় রুপি অফিসিয়াল লেনদেন (legal tender) রয়েছে। অর্থাৎ এসব দেশে আপনি ভারতীয় রুপি নিয়ে গেলে আপনাকে মানি এক্সচেঞ্জ করা লাগবে না।
*** আফগানিস্তান, বার্মা, সোমালিয়া, তিব্বত, ট্রুসিয়াল স্টেটস (Trucial States)/ গলফ স্টেটস ( আমিরাত ও কাতার), বৃটিশ পূর্ব আফ্রিকা, জার্মান পূর্ব আফ্রিকা, পর্তুগীজ অধিকৃত ভারত, ফ্রান্স অধিকৃত ভারত, আরব্য উপসাগরীয় দেশ( সৌদি, কুয়েত, ওমান, ইয়েমেন, বাহরান), সাবেক মেসোপটেমিয়া( ইরাক, সিরিয়া, তুরস্ক), মোজাম্বিক অর্থাৎ সমগ্র বৃটিশ ইন্ডিয়ায় রুপির প্রচলন ছিল। সময় ও ভৌগোলিক অবস্থানের পরিবর্তনের সাথে সাথে তা পরিবর্তিত হয়ে যায়। কাতারে এখনো মানুষ রিয়ালকে রুপি বলে। বলা হয়ে থাকে ব্রিটিশ সম্রাজ্য এতো বড় ছিল যে সেখানে কখনো সূর্য্য অস্ত যেত না। অর্থাৎ ভারতীয় রুপির সূর্য্য অস্ত যেত না।
তিব্বতীয় রুপি :
আফগান রুপি :
১. ভারত (India)
রুপি একটি সংস্কৃত শব্দ। এসেছে সংস্কৃত রুপা (rūpya) শব্দ থেকে যার অর্থ রুপার পয়সা। ভারতে প্রথম রুপির প্রচলন হয় শের শাহ সুরির আমলে (১৫৪০ - ১৫৪৫ সালে)।
১ ভারতীয় রুপি = ১০০ পয়সা।
২. নেপাল (Nepal)
নেপালে রুপি নেপালি রুপি নামে পরিচিত। ১ নেপালি রুপি = ১০০ পয়সা
৩. শ্রীলংকা (Sri Lanka)
শ্রীলংকায় রুপি শ্রীলংকান রুপি নামে পরিচিত। ১ শ্রীলংকান রুপি = ১০০ সেন্ট।
শ্রীলংকান রুপির সম্মুখ অংশ। শ্রীলংকান রুপির পশ্চাদ অংশ।
৪. ইন্দোনেশিয়া (Indonesia)
ইন্দোনেশিয়ায় রুপি ইন্দোনেশিয়ান রূপিয়া(Indonesian Rupiah) নামে পরিচিত। ১ ইন্দোনেশিয়ান রূপিয়া = ১০০ সেন। ইন্দোনেশিয়ায় একটি মুসলিম দেশ হলেও তাদের পূর্ববর্তী ইতিহাসের অংশ হিসেবে সেখানকার রুপিয়াতে ভগবান রাম, গণেশসহ আরো কিছু হিন্দু দেবতার ছবি রয়েছে।
৫. মরিশাস ( Mauritius)
মরিশাসে রুপি মরিশাস রূপি নামে পরিচিত। ১ মরিশাস রূপি = ১০০ সেন্ট।
মরিশাস ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকা মহাদেশের একটি হিন্দু মেজরিটি দেশ। এটি লোকমুখে ছোট ভারত নামে পরিচিত।
৬. পাকিস্তান ( Pakistan)
পাকিস্তানে রুপি পাকিস্তানী রূপি নামে পরিচিত। ১ পাকিস্তানী রূপি = ১০০ পয়সা।
উল্লেখ্য দেশভাগের পর পরই পাকিস্তানে রুপির প্রচলন হয়। প্রথম দিকে ভারতীয় রুপির উপর পাকিস্তান সিল মেরে চালানো হয়। এর পর রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছাপানো রুপি চালানো হয় এক বছর। এর পর পাকিস্তান তার নিজস্ব রুপি প্রচলন করে।
৭. মালদ্বীপ (Maldives)
মালদ্বীপে রুপি মালদ্বীপ রূপিয়া(Maldives Rufiyaa) নামে পরিচিত। ১ মালদ্বীপ রূপিয়া = ১০০ ল্যারি।
মালদ্বীপ রূপিয়ার সম্মুখ অংশ।
মালদ্বীপ রূপিয়ার পশ্চাদ অংশ।
৮. সেছেলেস (Seychelles)
আফ্রিকার দেশ সেছেলেস (Seychelles) এ রুপির প্রচলন রয়েছে। এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি ছোট্ট দেশ। এখানে মাত্র ৪% হিন্দু রয়েছে। জানা যায় মরিশাস থেকে মানুষ সেখানে গিয়ে বসতি স্থাপন করেন। তাই তারা মুদ্রার নাম রাখেন রুপি।সেছেলেসে রুপি সেছেলেস রুপি(Seychelles Rupee) নামে পরিচিত। ১ সেছেলেস রুপি = ১০০ সেন্ট ।
*** বাংলাদেশ বা বাঙালির কাছে রুপি টাকা নামে পরিচিত যা সংস্কৃত শব্দ ট্যাংকা (tanka) থেকে এসেছে। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় টাকা নামে পরিচত। উড়িষ্যায় এখনো সংস্কৃত শব্দ ট্যাংকা (tanka) নামে পরিচিত।
*** এছাড়া জিম্বাবুয়ে, নেপাল, ভুটানে ভারতীয় রুপি অফিসিয়াল লেনদেন (legal tender) রয়েছে। অর্থাৎ এসব দেশে আপনি ভারতীয় রুপি নিয়ে গেলে আপনাকে মানি এক্সচেঞ্জ করা লাগবে না।
*** আফগানিস্তান, বার্মা, সোমালিয়া, তিব্বত, ট্রুসিয়াল স্টেটস (Trucial States)/ গলফ স্টেটস ( আমিরাত ও কাতার), বৃটিশ পূর্ব আফ্রিকা, জার্মান পূর্ব আফ্রিকা, পর্তুগীজ অধিকৃত ভারত, ফ্রান্স অধিকৃত ভারত, আরব্য উপসাগরীয় দেশ( সৌদি, কুয়েত, ওমান, ইয়েমেন, বাহরান), সাবেক মেসোপটেমিয়া( ইরাক, সিরিয়া, তুরস্ক), মোজাম্বিক অর্থাৎ সমগ্র বৃটিশ ইন্ডিয়ায় রুপির প্রচলন ছিল। সময় ও ভৌগোলিক অবস্থানের পরিবর্তনের সাথে সাথে তা পরিবর্তিত হয়ে যায়। কাতারে এখনো মানুষ রিয়ালকে রুপি বলে। বলা হয়ে থাকে ব্রিটিশ সম্রাজ্য এতো বড় ছিল যে সেখানে কখনো সূর্য্য অস্ত যেত না। অর্থাৎ ভারতীয় রুপির সূর্য্য অস্ত যেত না।
তিব্বতীয় রুপি :
আফগান রুপি :
বার্মার রুপি :
গলফ রুপি :
সোমালীয় রুপি :
সিলন( পূর্ববর্তী শ্রীলংকা)রুপি :
বৃটিশ পূর্ব আফ্রিকা রুপি :
পর্তুগীজ অধিকৃত ভারতীয় রুপি :
ফ্রান্স অধিকৃত ভারতীয় রুপি :
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।