গত কয়েক দিন আগে শ্রীলংকায় খ্রিস্টানের ইস্টার সানডে তে গির্জায় জঙ্গি হামলা ছিল ইতিহাসের সবচেয়ে বর্বরতম হামলা। এই হামলায় নারী শিশু বৃদ্ধ বৃদ্ধা সহ এ পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামী সন্ত্রাসবাদী গ্রুপ আইএস। এই হামলার ভিডিওতে দেখা গেছে হামলা করার পর কয়েক জন জঙ্গি বোরখা পরে পালিয়ে যায়। বোরখার সাথে জঙ্গিবাদের সূত্র ধরে শ্রীলঙ্কা সেদেশে বোরকা নিষিদ্ধ করেছে। গত সোমবার থেকে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। শুধু তাই নয়, মুখ ঢাকা কোনও পোশাক পরা যাবে না বলে গতকাল রবিবার ডিক্রি জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট।
আরো দেখুনঃ বিশ্বের যেসব মুসলিম দেশে বোরখা নিষিদ্ধ !
বোরখা পুনাঙ্গ নিষিদ্ধ করা সর্বশেষ দেশ হলো শ্রীলংকা। শুধু শ্রী লঙ্কা নয় পৃথিবীর অন্তত ২৭ টি দেশে বোরখা নিষিদ্ধ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় ফ্রান্স প্রথম কোনো ইউরোপীয় দেশ যেখানে ২০১১ সালে জনসমক্ষে নিকাব পরা নিষিদ্ধ করা হয়।
আরো দেখুনঃ বিশ্বের যেসব মুসলিম দেশে বোরখা নিষিদ্ধ !
বোরখা পুনাঙ্গ নিষিদ্ধ করা সর্বশেষ দেশ হলো শ্রীলংকা। শুধু শ্রী লঙ্কা নয় পৃথিবীর অন্তত ২৭ টি দেশে বোরখা নিষিদ্ধ। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় ফ্রান্স প্রথম কোনো ইউরোপীয় দেশ যেখানে ২০১১ সালে জনসমক্ষে নিকাব পরা নিষিদ্ধ করা হয়।
photo: AP |
বোরখা নিষিদ্ধ দেশগুলো হচ্ছে ফ্রান্স, ডেনমার্ক,জার্মানি,বেলজিয়াম,অস্ট্রিয়ায়,নরওয়ে,বুলগেরিয়া,লুক্সেমবার্গ,ইটালি,স্পেন,সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, শাদ, গ্যাবন, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র,ক্যামেরুন,কাজাকিস্থান, লাটভিয়া,কসোভো,তিউনিশিয়া, মরোক্কো,আজারবাইজান,তুরস্ক,সিরিয়া, আলজেরিয়া, চীন এবং শ্রীলংকা।
এর মধ্যে আলজেরিয়া সর্বশেষ মুসলিম দেশ যেখানে বোরখা নিষিদ্ধ।এর মধ্যে কিছু কিছু দেশে বোরখা শুধু নিষিদ্ধ নয়। বোরখা পরলে জেল ও জরিমানার ব্যবস্থা আছে। আরবি সংবাদপত্র আশরাক আল-আওসাতের মতে, একজন ইসলামপন্থী সাংসদ এই নিষেধাজ্ঞাটিকে "ইসলামের যুদ্ধ" বলে বর্ণনা করেছেন। ডেনমার্কে হিজাব নিকাব বা বোরখা পড়লে ১৫৬ ডলার জরিমানা দিতে হয়। উইকিপিডিয়ার তথ্য অনুসারে বোরখা নিষিদ্ধ করা মুসলিম দেশগুলো হচ্ছে কসোভো (২009 সাল থেকে), আজারবাইজান (২010 সাল থেকে), তিউনিশিয়া (1981 সাল থেকে, আংশিকভাবে ২011 সালে উত্থাপিত),তাজিকিস্তান. মরোক্কো, আলজেরিয়া এবং তুরস্ক (ধীরে ধীরে উত্থাপিত) মুসলমান-সংখ্যাগরিষ্ঠ দেশ যা পাবলিক স্কুল এবং বিশ্ববিদ্যালয় বা সরকারি ভবনগুলিতে হিজাব নিষিদ্ধ করেছে, সিরিয়া জুলাই 2010 থেকে বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি পর্দা নিষিদ্ধ করেছে। এ ছাড়া মুসলিম দেশ কাজাকিস্থান বোরখা নিষিদ্ধের প্রক্রিয়ার মধ্যে আছে।
কথা হচ্ছে তিউনিশিয়ার মতো মুসলিম দেশে ১৯৮১ সাল থেকে বোরখা নিষিদ্ধ। বিশ্বের অন্তত ২৭ টি দেশে বোরখা আংশিক বা পূনাঙ্গভাবে নিষিদ্ধ। বিশ্বের ৮ টি মুসলিম দেশে বোরখা নিষিদ্ধ।এই ৮টি মুসলিম দেশের প্রত্যেকটি দেশের মুসলিম জনসংখ্যা প্রায় ১০০% এর কাছাকাছি। প্রশ্ন হচ্ছে বিশ্বের ৮ টি মুসলিম দেশে এমনকটি পার্শ্ববর্তী শ্রীলংকায় বোরখা নিষিদ্ধ হতে পারলে ভারতে নয় কেন ?
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।