শ্রীলংকায় বোরখা নিষিদ্ধ হওয়ায় অনেকে অবাক হয়েছেন। কিন্তু জেনে রাখা ভালো শ্রী লঙ্কা একমাত্র দেশ নয় যেখানে বোরখা নিষিদ্ধ। বিশ্বের অন্তত ২৭ টি দেশে বোরখা আংশিক বা পূনাঙ্গ ভাবে নিষিদ্ধ।
উইকিপিডিয়ার তথ্য অনুসারে, বিশ্বের ৮ টি মুসলিম দেশে বোরখা নিষিদ্ধ। এই ৮ টি মুসলিম দেশের প্রত্যেকটি দেশের মুসলিম জনসংখ্যা প্রায় ১০০% এর কাছাকাছি।
আরো দেখুনঃ ভারতে (আংশিক ভাবে) নিষিদ্ধ হলো বোরখা !
বোরখা নিষিদ্ধ দেশগুলো হচ্ছে -
ফ্রান্স, ডেনমার্ক,জার্মানি,বেলজিয়াম,অস্ট্রিয়ায়,নরওয়ে,বুলগেরিয়া,লুক্সেমবার্গ,ইটালি,স্পেন,সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, শাদ, গ্যাবন, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র,ক্যামেরুন,
তাজিকিস্তান, লাটভিয়া,কসোভো,তিউনিশিয়া, মরোক্কো,আজারবাইজান,তুরস্ক,সিরিয়া, আলজেরিয়া, চীন এবং শ্রীলংকা। এর মধ্যে আলজেরিয়া সর্বশেষ মুসলিম দেশ যেখানে বোরখা নিষিদ্ধ।এর মধ্যে কিছু কিছু দেশে বোরখা শুধু নিষিদ্ধ নয়। বোরখা পরলে জেল ও জরিমানার ব্যবস্থা আছে। উইকিপিডিয়ার তথ্য অনুসারে বোরখা নিষিদ্ধ করা মুসলিম দেশগুলো হচ্ছে -
1.
তিউনিশিয়া: এই দেশে মোট জনসংখ্যার ৯৮% মুসলমান। 1981 সাল থেকে বোরখা নিষিদ্ধ !
|
Photo: Wiki |
2. কসোভো:এই দেশে মোট জনসংখ্যার ৯৬% মুসলমান। এই দেশে ২009 সাল থেকে
বোরখা নিষিদ্ধ !
|
Photo: Wiki |
3. আজারবাইজান : এই দেশে মোট জনসংখ্যার ৯৭.৪% মুসলমান। ২010 সাল থেকে
বোরখা নিষিদ্ধ !
|
Photo: Wiki |
4. তাজিকিস্তান : তাজিকিস্তানের মোট জনসংখ্যার ৯৭% মুসলমান। এখানেও বোরখা নিষিদ্ধ।
|
Photo: Wiki |
আরো দেখুনঃ শ্রীলংকাকে অনুসরণ করে সারা বিশ্বে বোরখা নিষিদ্ধ হওয়া উচিৎঃ তসলিমা নাসরিন
5. মরোক্কো : মরোক্কোর মোট জনসংখ্যার ৯৮.৯% মুসলমান। মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ হয় সত্ত্বেও এখানে বোরখা নিষিদ্ধ।
|
Photo: Wiki |
6. আলজেরিয়া :2010 সালে পিউ গবেষণা অনুযায়ী আলজেরিয়ার মোট জনসংখ্যার 97.9% মুসলমান। এখানে সম্পূর্ণ ভাবে বোরখা নিষিদ্ধ।
|
Photo: Wiki |
7. তুরস্ক: এই দেশে মোট জনসংখ্যার ৯৯.৪% মুসলমান।
এই মুসলমান-সংখ্যাগরিষ্ঠ
দেশে পাবলিক স্কুল এবং বিশ্ববিদ্যালয় বা সরকারি ভবনগুলিতে হিজাব নিষিদ্ধ !
|
Photo: Wiki |
8. সিরিয়া : এই দেশে মোট জনসংখ্যার ৮৭% মুসলমান। এখানকার
বিশ্ববিদ্যালয়ে জুলাই 2010 থেকে মুখোমুখি পর্দা নিষিদ্ধ করেছে।
|
Photo: Wiki |
এ ছাড়া মুসলিম দেশ কাজাকিস্থান বোরখা নিষিদ্ধের প্রক্রিয়ার মধ্যে আছে।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।