আজ পর্যন্ত বাংলাদেশে কোন মন্দির ভাঙ্গার বিচার হয়নি। বিচার হয়না প্রতিমা ভাঙ্গার। পূজার আগে ধুমধামে চলে "প্রতিমা ভাঙ্গার উত্সব" !দেশের সর্বোচ্চ নিরাপদ স্থান - জাতীয় সংসদে স্বরসতী পূজা করার নিরাপত্তা দিতে পারে না সরকার ! প্রতিটি পুজার আগে দেশ জুড়ে প্রস্তুতি চলে "প্রতিমা ভাঙ্গার উৎসব" এর ! কিন্তু এই হিন্দুরাই গড়ে দিয়েছে মুসলমানদের জাতীয় মসজিদের সৌন্দর্য। শুনে অবাক হবেন যে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মুকাররম এর দক্ষিন গেটের ফোয়ারা ও ভিতরকার লাইটিং এর স্থপতি শিল্পী নিতুন কুণ্ডু ! এছাড়াও তিনি নিন্মোক্ত ভাস্কর্য ও শিল্পকর্ম এর স্থপতি শিল্পী :
1. সার্ক ফোয়ারা, ঢাকা (১৯৯৩)
2. প্যান প্যাসেফিক, সোনারগাঁও হোটেলের সামনে অবস্থিত।
3. শাবাশ বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (১৯৯২)
সাবাস বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় |
4. কদমফুল ফোয়ারা, পররাষ্ট্র মন্ত্রণালয়
5. মুর্যাল (পিতল), পাকিস্তান এয়ারলাইন অফিস, হোটেল শেরাটন, ঢাকা
6. ম্যুরাল (তেল রং) জনতা ব্যাংক, ঢাকা
7. ম্যুরাল (কাঠ, লোহা, পিতল) মধুমিতা সিনেমা হল, ঢাকা
8. সাম্পান, ঐতিহ্যবাহী নৌকার প্রতীক, চট্টগ্রাম বিমানবন্দর (২০০১)
শিল্পী নিতুন কুণ্ডু |
তোরা দু’টো মেরেছিস, তাতে কি আমি তো রাগ করিনি ভাই হয়তো সে সময় কোন ঝামেলার কারনে মাথা ঠিক ছিলো না কখনো তো আমাদের সৌহার্দ্য ভাবে ব্যাত্যয় ঘটেনি
ReplyDelete