আপনি কি বাংলাদেশী হিন্দু ? - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Tuesday, December 18, 2018

demo-image

আপনি কি বাংলাদেশী হিন্দু ?


14203397_517719601685891_7485251939968900226_n

আপনি কি বাংলাদেশী হিন্দু ??
যদি এর উত্তর Yes হয় তবে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই।
  আরো দেখুনঃ ২০১৬ সালে বাংলাদেশে হিন্দু নির্যাতন ও নিধনের তালিকা !

১। আপনি কি আপনার স্বজাতির উন্নয়নের জন্য কিছু করেছেন?
২।আপনি কি কখনো বাংলাদেশে ঘটে যাওয়া হিন্দুদের উপর হামলার প্রতিবাদ করেছেন?
৩।আপনি কি কখনো বাংলাদেশে ঘটে যাওয়া হিন্দু আক্রমণের


নিন্দা জানিয়েছেন?
৪।আপনি কি কখনো হিন্দুদের উপর হামলা বন্ধের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন?
৫।আপনি কি কখনো নির্যাতিত,নিপীড়িত হিন্দুর পাশে দাঁড়িয়েছেন?ওদের সাহায্য করেছেন?
৬।আপনি কি কখনো আপনার স্বজাতি ভবিষ্যৎ নিয়ে ভেবেছেন?
৭।কখনো কি ক্ষুদ্রতর ব্যাক্তিস্বার্থের পরিবর্তে বৃহৎ স্বার্থ নিয়ে ভেবেছেন?
৮।কখনো হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা উসকানির প্রতিবাদ করেছেন?
আরো দেখুনঃ হিন্দু নির্যাতনে আওয়ামীলীগের লাভ-ক্ষতির হিসাব এবং হিন্দুদের করণীয়
এখন হয়ত আপনার অযুহাত আসতে পারে,
"দাদা,আমরা সংখ্যালঘু,আমরা ভীতু।কিবা করার আছে!"
বা আপনি বলতে পারেন আপনি দরিদ্র বা মধ্যবিত্ত!"

তাহলে আপনাকে আরো কিছু প্রশ্ন করি,
১। মানলাম আপনি রাস্তায় নেমে হিন্দু নির্যাতনের প্রতিবাদ বা নিন্দা করতে ভয় পান! তবে কখনো ফেসবুকে হিন্দুদের উপর প্রতিনিয়ত হামলা বা নির্যাতনের প্রতিবাদ বা নিন্দা করেছেন কি??
২।আপনি হিন্দুবিদ্বেষ প্রচারকারী লোকের সামনাসামনি হতে ভয় পান! তবে কখনো ফেসবুকে হিন্দুবিদ্বেষী,উসকানিমূলক পেজ বা আইডিতে রিপোর্ট করেছেন কি?
৩।আপনি গরীব বা মধ্যবিত্ত কখনো আপনার থেকেও দরিদ্র লোককে এক না দুবেলা খাইয়েছেন কি? ওদের সাধ্যমত সাহায্য করেছেন কি?
৪।আপনি কি ভূয়া হিন্দুবিদ্বেষী উসকানি দেখলেও তাতে রিপোর্ট না করে হাত গুটিয়ে চুপটি করে বসে থাকেন?

যদি এইসকল প্রশ্নের উত্তর "না!!!!!!!!!!!" হয়।

তবে আমি আপনাকে বলবো আপনি কোন আশায় বাংলাদেশের মত দেশে সংখ্যালঘু হয়েও নিরাপদে বসবাস করতে চান??

পাপ, পাপী সব জায়গাতেই আছে।অন্যায়ের সাথে লড়াই করতে হয়। অন্যায়কে নিরবে সহ্য করলে অন্যায় প্রশ্রয় পায়।আর অন্যায়কে প্রশ্রয় দেয়ার পাপ কিন্ত আপনারই!!!!

আর পাপ বাপকেও ছাড়ে না।

আর আমাদের সনাতন ধর্ম আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দেয় তা সে অন্যায়কারী যেই হোক না কেন।

একটা কথা মনে রাখবেন আজ আপনার পাশের বাড়িতে আগুন লাগলে কাল আপনার বাড়িতেও লাগতে পারে।

তাই সময় থাকতে সচেতন হোন।
নিজের জন্য,আপনার পরিবারের জন্য।
আপনার পূর্বপুরুষের ভিটেমাটিতে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য।

আপনি হয়তো পালিয়ে বাঁচার কথা ভাবতে,পারেন!

দাদা,কত পালাবেন??আজজ এই দেশ কাল ওই দেশ!পরশু ওই এলাকা এরপর??
এরপর কোথায়??

আপনার মত ক্ষুদ্র স্বার্থান্বেষী হিন্দুরা ভারতের পশ্চিমবঙ্গেও মার খায়!তা দেগঙ্গা ও ক্যানিং এর ঘটনা এর জলজ্যান্ত প্রমাণ।কাশ্মীরের হিন্দুরাও প্রাণ বাঁচাতে আজ দিল্লীতে উদ্বাস্তু, গৃহহীন।
  এভাবে পালাতে পালাতে কোথায় যাবেন?
শেষে দেখববেন সমুদ্রে ঝাঝাপ দেয়া ছাড়া আর কোন পথ থাকবে না।
তাই বলছি সময় থাকতে সচেতন হোন।
সকল হিন্দু হামলা ও হিন্দু নির্যাতনের প্রতিবাদ করুন,হিন্দুবিদ্বেষীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান নির্যাতিত বা আক্রান্ত হিন্দুদের সাহায্যে এগিয়ে আসুন।
আর যদি তা না পারেন তবে অন্তত ফেসবুকে প্রতিবাদ বা নিন্দা করুন।হিন্দুবিদ্বেষী পেজ বা আইডিতে রিপোর্ট করুন।
আরো দেখুনঃ দেশভাগ ও পূর্ববঙ্গকে হিন্দুশূন্য করার প্ল্যান : এখনো চলছে বাংলাদেশে গুজব ছড়িয়ে ও উসকানি দিয়ে হিন্দুনিধনের মাধ্যমে !
আর কোন হিন্দুকে নিরবে চোখের জল ফেলতে দেবো না।
আর কোন হিন্দুর আর্তচিৎকারকে স্তব্ধ হতে দেবো না।
আর কোন হিন্দুকে ভিটেমাটি হারা হয়ে দেশত্যাগী হতে দেবো না।
আর কোন হিন্দুকে নীরবে নির্যাতিত হতে দেবো না।

আওয়াজ উঠাও।যার যার অবস্থান থেকে আওয়াজ উঠাবো,প্রতিবাদ করবো।

এগুলোই হোক সকল বাংলাদেশী হিন্দুর প্রতিজ্ঞা।

প্রচুর পরিমাণে শেয়ার করুন। সকলকে সচেতন করুন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *