Monday, May 4, 2020

Home
COVID19
ইস্কন
বাংলাদেশ
হিন্দু মন্দির
ফের টেস্টে ঢাকার ইস্কন মন্দিরের ৩৬ জনের ৩৫ জনই করোনা নেগেটিভ।
ফের টেস্টে ঢাকার ইস্কন মন্দিরের ৩৬ জনের ৩৫ জনই করোনা নেগেটিভ।
রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে অবস্থানরত পুলিশের এক এএসআই, পুরোহিত ও সেবায়েতসহ ৩৬ জনের মধ্যে কয়েকজনের সর্দি কাশি দেখা দিলে কর্তৃপক্ষ সবারই পরীক্ষা করায়। এতে ২৪ এপ্রিল প্রথম পরীক্ষায় সবারই করোনা পজিটিভ এসেছে। ফলে পরের দিন ২৫ এপ্রিল মন্দিরটি লকডাউন করা হয়। কিন্তু আজ অবিশ্বাস্য হলেও সত্যি ফের ৩৬ জনকে করোনা টেস্ট করানো হলে একজন ব্যতীত বাকি ৩৫ জনেরই করোনা নেগেটিভ আসে। প্রথম টেস্টে সবারই পজেটিভ আসাতে যেমনটা আতঙ্ক দেখা দিয়েছিল। ঠিক দ্বিতীয় টেস্টে ৩৫ জনের করোনা নেগেটিভ আসাতেই সবারই মাঝে এক ধরণের উৎফুল্লতা বিরাজ করছে।
এ নিয়ে মন্দিরটির অধ্যক্ষ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী আলোড়ন নিউজকে জানান, স্থানীয় প্রশাসন , স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতা, আক্রান্তদের সুস্থতা কামনায় ভক্তবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ প্রভুর কাছে প্রার্থনা করার মধ্য দিয়ে দ্বিতীয় টেস্টে বড় ধরনের সুসংবাদ পেয়েছে। ইতোমধ্যে আপনারা অবহিত হয়েছেন যে, ইসকন স্বামীবাগ মন্দিরের ৩৬ জন আবাসিক ভক্তের প্রথমবার কোভিড-১৯ পজেটিভ আসলেও দ্বিতীয়বার ৩৫ জনের করোনা নেগেটিভ এবং ১ জনের করোনা পজেটিভ ধরা পড়ে।তবে করোনা পজেটিভ আসা ভক্তের শারীরিক পরিস্থিতি গুরুতর নয়, বরং দ্রুত সুস্থ হয়ে উঠতেছে। ইতোমধ্যে তাকে আইসোলশনে রাখা হয়েছে এবং স্বাস্থবিধি মেনে আইসিডিডিআরবি-এর নির্দেশনা অনুযায়ী হোম ট্রিটম্যান্ট করা হচ্ছে।
ভক্তদের উদ্দেশ্য তিনি বলেন, মন্দিরের আবাসিক ভক্তগন সর্বদাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলেছেন এবং মন্দিরের নিয়মিত প্রার্থনায় ভক্তদের সমবেত হওয়ার ব্যাপারে প্রশাসনের নির্দেশ যথাযথভাবে মান্য করা হচ্ছে। তাছাড়া সরকার ঘোষিত লকডাউনের পূর্বেই তথা গত ২২ মার্চ ২০২০ থেকে মন্দিরটি ভেতর থেকে তালাবদ্ধ করা হয়। তখন থেকে মন্দিরে বহিরাগত দর্শনাথীদের প্রবেশ এবং আবাসিক ভক্তদের মন্দির হতে বহিগমন সম্পূর্ণরুপে বন্ধ করে দেওয়া হয়। এত সুরক্ষিত থাকার পরেও মন্দিরের ভক্তদের মাঝে কীভাবে কোভিড-১৯ সংক্রমিত হলো আমাদের অজানা । তাই, আমরা সকলের কাছে এ বার্তা পৌচ্ছাতে চাই যে, আপনারা উদ্বিগ্ন হবেন না ।মন্দিরের ভক্তদের শারীরিক অবস্থা অবগত হওয়ার জন্য ভক্ত ও শুভাকাঙক্ষীগণের অনেকে উদ্বিগ্ন হয়ে আমাদের ফোন করছেন । ভক্তদের চিকিৎসা বা বিভিন্ন কারণে ব্যস্ত থাকার কারণে আমরা হয়ত ফোনে যথাযথভাবে সাড়া দানে সক্ষম হইনি। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু মন্দিরের ভক্তগন সার্বিক পরিস্থিতি বা চিকিৎসাদি নিয়ে ব্যস্ত, তাই এ অবস্থায় ফোন দিয়ে তাদের মানসিক বিচ্যুতি না করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। আমরা জানতে পেরেছি যে, আমাদের সুস্থতা কামনায় অনেকে প্রার্থনা করছেন । সেজন্য আমরা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। সকলের সার্বিক সুস্থতা কামনা করি । হরে কৃষ্ণ।
উল্লেখ্য, লকডাউনের মধ্যে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যহত। রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ৯ হাজার ৪৫৫ জনে দাঁড়িয়েছে । মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৭ জন।
এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০৬৩ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৬৫ জনকে। এ নিয়ে মোট আইসোলেশনে নেয়া হয় ১৬৩৭ জনকে।
Tags
# COVID19
# ইস্কন
# বাংলাদেশ
# হিন্দু মন্দির
Share This

About UHC Report
হিন্দু মন্দির
Tags:
COVID19,
ইস্কন,
বাংলাদেশ,
হিন্দু মন্দির
Subscribe to:
Post Comments (Atom)
অন্যান্য
Post Bottom Ad
Author Details
সত্য ও সঠিক ইনফর্মেশনে সম্মৃদ্ধ একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম।বিশ্বব্যাপী হিন্দুর গৌরব তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।