ঢাকা স্বামীবাগ ইসকন মন্দিরে করোনা ভাইরাসে আক্রান্ত ৩৬ জন সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন ইসকন ঢাকার অধ্যক্ষ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।
মঙ্গলবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে অধ্যক্ষ বলেন, ’করোনায় আক্রান্ত কারোরই শারীরিক পরিস্থিতি গুরুতর নয়,বরং তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ইতোমধ্যে তাদের আইসোলশনে রাখা হয়েছে এবং স্বাস্থবিধি মেনে আইসিডিডিআরবি-এর নির্দেশনা অনুযায়ী হোম ট্রিটম্যান্ট করা হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর আমাদের সার্বিক সহযোগিতা করেছেন।’
আক্রান্তদের অবস্থা জানতে অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করছেন। এ জন্য সবাইকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
আক্রান্তদের অবস্থা জানতে অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করছেন। এ জন্য সবাইকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
অধ্যক্ষ বলেন,’মন্দিরের আবাসিক ভক্তগণ সর্বদাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলেছেন এবং মন্দিরের নিয়মিত প্রার্থনায় ভক্তদের সমবেত হওয়ার ব্যাপারে প্রশাসনের নির্দেশ যথাযথভাবে মান্য করা হচ্ছে।’
এছাড়া,সরকার ঘোষিত লকডাউনের পূর্বেই গত ২২ মার্চ ২০২০ থেকে মন্দিরটি ভেতর থেকে তালাবদ্ধ করা হয়। তখন থেকে মন্দিরে বহিরাগত দর্শনাথীদের প্রবেশ এবং আবাসিক ভক্তদের মন্দির হতে বহিগমন সম্পূর্ণরুপে বন্ধ করে দেওয়া হয়। এত সুরক্ষিত থাকার পরেও মন্দিরের ভক্তদের মাঝে কীভাবে কোভিড-১৯ সংক্রমিত হলো আমাদের অজানা ।
একই সাথে অধ্যক্ষ, সুস্থতা কামনায় যারা প্রার্থনা করছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
yurtdışı kargo
ReplyDeleteresimli magnet
instagram takipçi satın al
yurtdışı kargo
sms onay
dijital kartvizit
dijital kartvizit
https://nobetci-eczane.org/
VH6U