এই সংবাদটি এখন টক্ অফ দ্যা টাউন। কিন্তু লক ডাউন ঘোষণার সাথে সাথে মন্দির বন্ধ হওয়ার পরও কিভাবে ৩১ জন আক্রান্ত হলো ? আসুন জানা যাক ...
কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে বন্ধ পুরান ঢাকার স্বামীবাগের ইসকন মন্দিরের ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার আইইডিসিআর থেকে ওই মন্দিরের ৩১ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে বলে গেন্ডারিয়া থানার ওসি মো. সাজু মিয়া জানিয়েছেন।
আরো দেখুনঃ বৃটেনে লকডাউনের সময় গৃহহীনদের জন্য ফ্রী খাবার সরবরাহ করছে ইস্কন
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে যখন নতুন এই ভাইরাসের রোগী পাওয়া গেছে তখন থেকেই ওই মন্দিরে বাইরে থেকে যাতায়াত বন্ধ করা হয়েছে। কেউ বাইরে থেকে ঢুকত না। এত সতর্ক থাকার পরও কেন যে এতজন আক্রান্ত হল বুঝতেছি না।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওই মন্দিরে বাইরের কোনো লোক নেই। পুরোহিত, ভক্ত ও কর্মচারী মিলে শতাধিক মানুষ মন্দিরে বসবাস করেন।
আরো দেখুনঃ হেলথ কেয়ার হিরোদের জন্য আমেরিকায় ইস্কনের ফ্রী "কৃষ্ণ লাঞ্চ"!
“যেহেতু আগের থেকেই ওই মন্দিরে কেউ প্রবেশ করত না, এখনও করে না। লকডাউন আগের থেকেই ছিল।”
মন্দিরের সেবকরা শুরু থেকেই লোকডাউন মেনে চলেন।
ইস্কন ভক্তদের সাথে কথা বলে জানা যাচ্ছে ঢাকার ইস্কন মন্দিরের ভক্তরা দুঃস্থদের জন্য প্রচুর ত্রাণ বিতরণ করেন। ধারণা করা হচ্ছে সেখান থেকে তারা করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। ধর্ম বর্ণ নি:বিশেষে সকলকে সর্বোচ্চে সতর্কতা অবলম্বন করার জন্য তারা অনুরোধ করেছেন। পজিটিভ হওয়ার পর ইস্কন সেবকরা প্রসাশন ও মেডিকেল টিমকে পুরোপুরি সাহায্য করছেন এবং তাদের ফলো আপ মেনে চলছেন।
গেন্ডারিয়া থানা এলাকায় এখন পর্যন্ত ৫৫ জন নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন তিনজন।
শনিবার সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯৮ জন। এ রোগে মৃত্যু হয়েছে ১৪০ জনের।
আরো দেখুনঃ লকডাউনে ইসকন হাঙ্গেরী গরীবদের ফ্রী খাবার এবং মাস্ক দিচ্ছে (ভিডিও)
(bdnews24 অনুসারে )
Sunday, April 26, 2020
ঢাকার ইস্কন মন্দিরে যেভাবে ৩১ জন করোনা আক্রান্ত হলো
Tags
# COVID19
# ইস্কন
# বাংলাদেশ
# হেলথ টিপস
Share This
About UHC Report
হেলথ টিপস
Subscribe to:
Post Comments (Atom)
অন্যান্য
Post Bottom Ad
Author Details
সত্য ও সঠিক ইনফর্মেশনে সম্মৃদ্ধ একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম।বিশ্বব্যাপী হিন্দুর গৌরব তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।