রোহিঙ্গাদের হাতে খুন বাংলাদেশি কৃষক! মানবতা দেখানোর উপহার পাচ্ছে বাংলাদেশ! - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Saturday, May 2, 2020

demo-image

রোহিঙ্গাদের হাতে খুন বাংলাদেশি কৃষক! মানবতা দেখানোর উপহার পাচ্ছে বাংলাদেশ!

কক্সবাজারের উপকূলীয় শরণার্থী শিবিরগুলোতে বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। ইয়াবা, মানব পাচার ও হাটবাজার নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরে একাধিক রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। বাড়ছে হামলা ও সংঘর্ষের ঘটনা। চলছে অস্ত্রের মহড়াও।


দিন যত যাচ্ছে ততই অবনতির দিকে যাচ্ছে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩২টি রোহিঙ্গা শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি। মানবতার দোহাই দিয়ে যাদের আশ্রয় দিয়েছে স্থানীয় বাসিন্দারা, সেসব রোহিঙ্গারাই এখন তাদের কাছে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। ইয়াবা পাচার, ডাকাতি-চুরি ও হত্যাসহ বিভিন্ন অপরাধে গত দুই বছরে চার শতাধিকের বেশি মামলা হয়েছে। এসব মামলার আসামি হাজারো রোহিঙ্গা। এমন পরিস্থিতিতে পরবর্তী দিনগুলো নিয়ে শঙ্কিত স্থানীয়রা।


ঠিক এর ই মাঝে আবার খুনের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। গত ১ লা মে, কক্সবাজারের স্থানীয় এক কৃষকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় রোহিংগা ক্যাম্পগুলোর কিছু দূরেই। স্থানীয়দের ধারনা ও বিবৃতি অনুসারে, রোহিংগাদের সাথে মতবিরীধের জেরেই তাকে খুন করা হয়েছে।সবাই অই কৃষকে জালাল বলেই ডাকতো, তবে আপাতত সেই কৃষকের পুরো নাম জানা যায়নি। বিজিবির হাতে সেই দেহ হস্তান্তর করা হয়েছে এবং কক্সবাজারের পুলিশ জানিয়েছে তারা এই খুনের তদন্তে একটি কেস ফাইল করবে।
FB_IMG_1588395016507

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *