একদিনে ৮ কোটি দর্শক:টেলিভিশনে বিশ্বের সবচেয়ে দেখা অনুষ্ঠান এখন রামায়ণ ! - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Saturday, May 2, 2020

demo-image

একদিনে ৮ কোটি দর্শক:টেলিভিশনে বিশ্বের সবচেয়ে দেখা অনুষ্ঠান এখন রামায়ণ !

টেলিভিশন পর্দায় প্রত্যাবর্তনেও রেকর্ড রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ধারাবাহিকের। দর্শক সংখ্যার বিচারে সারা বিশ্বেরই যাবতীয় নজির ভেঙেচুরে দিল এই পৌরাণিক ধারাবাহিক। সারা বিশ্বে সবচেয়ে বেশি দর্শক যে বিনোদনমূলক ধারাবাহিক দেখেছেন, তা হল দূরদর্শনের পর্দায় পুণঃসম্প্রচারিত এই ‘রামায়ণ’।
192490-gurmeet-choudhary-vijay-bhatia-ankit-arora-and-debina-bonnerjee


নয়াদিল্লি: টেলিভিশন পর্দায় প্রত্যাবর্তনেও রেকর্ড রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ধারাবাহিকের। দর্শক সংখ্যার বিচারে সারা বিশ্বেরই যাবতীয় নজির ভেঙেচুরে দিল এই পৌরাণিক ধারাবাহিক। সারা বিশ্বে সবচেয়ে বেশি দর্শক যে বিনোদনমূলক ধারাবাহিক দেখেছেন, তা হল দূরদর্শনের পর্দায় পুণঃসম্প্রচারিত এই ‘রামায়ণ’। শুধুমাত্র ১৬ এপ্রিল একদিনে এই সিরিয়ালের দর্শক সংখ্যা ছিল ৭.৭ কোটি।
ভারতের অন্যতম বিখ্যাত টিভি অনুষ্ঠান রামায়ণ প্রথমবার সম্প্রচারিত হয়েছিল ১৯৮৭-তে। আর এখন ২০২০-তে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে এই শো। সারা বিশ্বের ক্ষেত্রেই যা একটা রেকর্ড।৩৩ বছর আগের একটি সিরিয়াল যে কত জনপ্রিয় হতে পারে এটিই তার প্রমান।
ট্যুইটারে দূরদর্শনের ঘোষণা অনুযায়ী, ১৬ এপ্রিল দর্শকসংখ্যার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ‘রামায়ণ’ এবং ওইদিন দর্শকসংখ্যা ছিল ৭.৭ কোটি। দর্শকসংখ্যার এই রেকর্ডই প্রমাণ করে এই টেলি সিরিয়ালের জনপ্রিয়তা কতটা।
প্রায় ৩৩ বছর পর ছোটপর্দায় ফিরে এভাবেই দাপট দেখাচ্ছে রামায়ণ। করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। দেশের বেশিরভাগ মানুষই এক মাসের বেশি গৃহবন্দি। এই গৃহবন্দি মানুষদের কথা ভেবেই গত ২৮ মার্চ থেকে এই সিরিয়াল পুণঃসম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এই সিরিয়াল এত বেশি দর্শক দেখছেন যে, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বিএআরসি)-র তথ্য অনুযায়ী, দূরদর্শনও হয়ে উঠেছে সবচেয়ে বেশি দেখা চ্যানেল।
Ramayan+Scripts+New+Worldwide+Record+Becomes+Most+Watched+Show+_+%25E0%25A6%25A6%25E0%25A7%2582%25E0%25A6%25B0%25E0%25A6%25A6%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25B6%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%25AA%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A6%25BE%25E0%25A7%259F+%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B0%25E0%25A6%25A4%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%25AC%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25A4%25E0%25A6%25A8%25E0%25A7%2587+%25E0%25A6%25A6%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25B6%25E0%25A6%2595+%25E0%25A6%25B8%25E0%25A6%2582%25E0%25A6%2596%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%25B0+%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%259A%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%2587+%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25B6%25E0%25A7%258D%25E0%25A6%25AC%25E0%25A7%2587+%25E0%25A6%25B8%25E0%25A6%25AE%25E0%25A6%25B8%25E0%25A7%258D%25E0%25A6%25A4+%25E0%25A6%25B0%25E0%25A7%2587%25E0%25A6%2595%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25A1+%25E0%25A6%25AD%25E0%25A7%2587%25E0%25A6%2599%25E0%25A7%2587+%25E0%25A6%25A6%25E0%25A6%25BF%25E0%25A6%25B2+%25E2%2580%2598%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A7%259F%25E0%25A6%25A3%25E2%2580%2599+-+Google+Chrome+5_2_2020+8_18_43+AM

এই সিরিয়াল প্রথমবার দূরদর্শনের পর্দায় এসেছিল ১৯৮৭-র জানুয়ারিতে এবং চলেছিল ১৯৮৮-র ৩১ জুলাই পর্যন্ত। তখন প্রতি রবিবার সকাল সাড়ে নয়টা থেকে সম্প্রচারিত হত। এখন অবশ্য প্রত্যেকদিন দুবার করে সম্প্রচারিত হচ্ছে।


উল্লেখ্য, ৮০-র দশকের শেষদিকে সম্প্রচারের সময় এই সিরিয়ালের দর্শক সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি ছিল বলে দাবি। আর সেই সময় খুব বেশি লোকের বাড়িতে টিভি সেট ছিল না। প্রতিবেশীদের বাড়িতে গিয়েই দেখতেন তাঁরা।
সূত্রঃ আনন্দ বাজার

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *