মোংলায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা : সাতজন আহত - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Saturday, April 25, 2020

মোংলায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা : সাতজন আহত

খুলনা অফিসঃ মোংলায় বসতভিটা থেকে উচ্ছেদ করতে সংখ্যালঘু একটি হিন্দু পরিবারকে সদস্যদের মেরে জখম করেছে কতিপয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের গোলেরডাঙ্গা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এসময় সন্তান সম্ভবা এক গৃহবধু ও শিশুসহ ৫জন জখম হয়েছে। তাদের এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। এব্যাপাওে থানায় অভিযোগ দেয়া হয়েছে
স্থানীয় ইউপি সদস্য ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, চিলা ইউনিয়নের গোলেরডাঙ্গা গ্রামের অসহায় একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের বসতভিটার উপর কুনজর পড়ে পার্শবর্তী বাঁশতলা গ্রামের প্রভাবশালী আঃ ছালামের। তিনি দীর্ঘদিন যাবত ওই জমি তার আয়াত্বে নেয়ার জন্য প্রতিবেশীদের যোগসাজসে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে আসছিলো। শুক্রবার সকালে অনিল বালা ও তার পরিবারের লোকজন বসত বাড়ীর সীমানা ঘিরতে গেলে প্রবাবশালী আঃ ছালামসহ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে অসহায় অনিল বালার পরিবারের উপর হামলা চালায়। এতে অন্তঃসত্তা গৃহবধু সুমিতা বালা, অনিল বালা, মায়া বালা, সরলা গোলদার, শিশু পুটু গোলদার ও শংকর গোলদারসহ ৭জন গুরুতর আহত হয়েছে। এসময় তাদেও চিৎকারের এলাকবাসী ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে অন্তঃসত্তা গৃহবধু সুমিতা বালা ও অনিল বালার অবস্থা গুরুতর বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। হামলার ঘটনার পর পরই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মোংলা থানা পুলিশ।

দুপুরে গৃহবধুর স্বামী ধনপতি বালা বাদী হয়ে বাঁশতলা এলাকার প্রভাবশালী আঃ ছালামসহ ১১জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তবে এখনও অভিযুক্ত কেউ আটক হয়নি। এব্যাপারে মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গির হোসেন জানান, হিন্দু সম্প্রদয়ের উপর হামলার ঘটনার শোনার সাথে সাথে সেখানে যাওয়া হয়েছে এবং হামলার শিকার পরিবারের পক্ষ থেকে মামলা রুজুর প্রস্তুতি চলছে। সন্ত্রাসী হামলার ঘটনায় আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় এ কর্মকর্তা।
তথ্যসূত্রঃ যুগবার্তা

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box