পাকিস্তানের ত্রাণ না পাওয়া হিন্দুদের সাহায্যে এগিয়ে এলেন প্রবাসী বাঙালি হিন্দুরা। - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Friday, April 17, 2020

demo-image

পাকিস্তানের ত্রাণ না পাওয়া হিন্দুদের সাহায্যে এগিয়ে এলেন প্রবাসী বাঙালি হিন্দুরা।

আপনারা শুনেছেন করোনা মহামারীর সময়ে পাকিস্তানে হিন্দুদের ত্রাণ  দেয়া হচ্ছে না। অবশেষে এগিয়ে এলেন আমেরিকার প্রবাসী হিন্দুরা।
এই প্রথম এমনটা হল যে, পাকিস্তানের_হিন্দুরাও আপনাদের সাহায্য পাচ্ছেন!
 আরো দেখুনঃ "হিন্দু বলে আমাদের রেশন দেয়া হচ্ছে না" - অভিযোগ পাকিস্তানী হিন্দুদের।
Screenshot+%25287%2529

আরো দেখুনঃ "হয় ইসলাম গ্রহণ করো নতুবা ভারতে চলে যাও" - হুমকী আফগান শিখ সম্প্রদায়কে
 প্রবাসী বাঙালী হিন্দু সন্তানরা হলেন জয়দীপ চৌধুরী, বঙ্গতনয় যুধাজিৎ সেন মজুমদার এবং সচীন চিটলাঙ্গিয়া।
সারা বিশ্বের মানুষের কাছ থেকে সাহায্য সংগ্রহ করে তারা তা পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তানের দূর্গত হিন্দুদের সাহায্যার্থে।
Screenshot+%25285%2529
আরো দেখুনঃ লোকডাউনের সময়ে বাংলাদেশে হিন্দুদের ত্রাণ দিতে নিষেধাজ্ঞা !

তাদের সেই অনুদান পাথেয় করে, করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা তুচ্ছ করে, শত বাধাবিপত্তি মাথায় করে আমাদের পাকিস্তানি বীর হিন্দু ক্ষত্রিয়ের দল আজ পৌঁছে যাচ্ছেন দক্ষিণ পাঞ্জাব এবং সিন্ধের উত্তরাঞ্চলের দূরদূরান্তের দীন-হীন অংশের অসংখ্য অভাগা মানুষের কাছে। এখনও পর্যন্ত তারা সেখানকার ২০০০টি পরিবারের অন্তত ১১০০০ অভুক্ত সদস্যের মুখে অন্ন তুলে দিতে সমর্থ হয়েছেন।
Screenshot+%25284%2529

আরো দেখুনঃ  "মুসলিম হয়ে যা, নয়তো প্রানে মেরে ফেলব", পাক হিন্দুদের হুমকি দিল মসজিদের ইমাম।
সারা দিন-রাত এক করে তারা পরিশ্রম করে চলেছেন, - সেই সব নিরন্ন হিন্দুদের মুখে দুটো খাবার তুলে দিতে; যারা শুধুমাত্র হিন্দু হবার কারণে এই লকডাউনের বাজারেও দুটি সরকারি রেশন পাওয়া থেকে বঞ্চিত! এমনকি কোথাও কোথাও রাত জেগে খাবারের বস্তা তৈরি করে, তা সরবরাহ করতে তাদের ছুটে যেতে হচ্ছে দৈনিক ১৩০ মাইল বা ২০০ কিলোমিটারেরও বেশি রাস্তা!!
Screenshot+%25286%2529

আরো দেখুনঃ  আফগানিস্তানে সনাতনীর সংখ্যা যেভাবে ৭ লাখ থেকে ৩ হাজারে নেমে এলো: আল জাজিরা প্রতিবেদন
বিশ্বজুড়ে এই মানবিক ও মহান ধর্মীয় কাজে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে গভীর শ্রদ্ধা্র সঙ্গে জানাই শতকোটি প্রণাম ও সাদর অভিনন্দন।🕉🙏🏽
চাইলে নিচের লিঙ্কে গিয়ে আপনিও এই মহান কর্মযজ্ঞের অংশীদার হতে পারেন।
আপনিও দান করুন 

Screenshot+%25288%2529


অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *