১. ১৬৪৫ সালে যখন তোরণগড় দুর্গ দখল করেন, শিবাজির বয়স তখন মাত্র ১৫ বছর।
২. উত্তরাধিকার সূত্রে মাত্র ২০০০ সেনা পেয়েছিলেন পিতা শাহজির কাছ থেকে। কিন্তু আগামী কয়েক বছরে তাঁর নেতৃত্বের গুণে আকৃষ্ট হয়ে তাঁর বাহিনীতে ১০ হাজারেরও বেশি সেনা যোগ দেন।
৩. শিবাজি একজন সুদক্ষ কূটনীতিবিদ ও গেরিলা-যুদ্ধ বিশেষজ্ঞ ছিলেন।
৪. শিবাজির নেতৃত্বে মারাঠা সাম্রাজ্য তৎকালীন ভারতের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য হয়ে ওঠে। মুঘলদের কাছে আতঙ্কের আরেক নাম হয়ে দাঁড়িয়েছিল ‘শিবাজি’।
৫. শিবাজি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ হিন্দু, কিন্তু তিনি ভিন্ন ধর্মাবলম্বীদেরও প্রাপ্য সম্মান দিতেন।
৬. পুতলাবাঈ, কাশীবাঈ, সগুনাবাঈ, মঞ্জুলাবাঈ-রা ছিলেন শিবাজির স্ত্রী।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।