আরো দেখুনঃ বেশি উদ্বিগ্ন হলে পাকিস্তান সীমানা খুলে দিক: আদনান সামি
কট্টরপন্থীদের জেহাদী তান্ডবে প্রায় ৫ জন নাগরিক ও ১ জন পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। ধার্মিক উন্মাদী শ্লোগান দিয়ে দিল্লীতে ব্যাপকহারে লুটপাট শুরু হয়েছে। এর মধ্যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে এক শিখ ব্যাক্তি বলছেন- দিল্লীতে কট্টরপন্থীরা হিন্দু ও শিখদের উপর আক্রমন করছে তাই অবিলম্বে ফোর্স নামানো হোক। যারা এক সময় দিল্লীতে লঙ্গরখান খুলে কট্টরপন্থীদের ভোজন প্রদান করছিল তারাই এখন অমিত শাহের কাছে সাহায্যে জন্য আবেদন করতে নেমে পড়েছে। শিখ ব্যাক্তি বলেছেন উত্তর পূর্ব দিল্লীতে হিন্দু ও শিখ সম্প্রদায় সুরক্ষিত নয় তাই সেনা নামানো হোক।
প্রসঙ্গত জানিয়ে দি, দিল্লীতে যে ৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল রাম লাল। কট্টরপন্থীদের আক্রমণে আরো একজন মৃত ব্যাক্তির নাম জানা গেছে। দিল্লীর ব্রহ্মপুরিতে বিনোদ নামের এক ব্যাক্তির হত্যা করা হয়েছে। আল্লা হু আকবর শ্লোগান দিয়ে এক বড়ো ভিড় বিনোদের উপর আক্রমন করে তাকে হত্যা করে।
আরো দেখুনঃ ভারতে আবার সক্রিয় আল কায়েদা: দিল্লিসহ সারা ভারতে দাঙ্গায় ইন্দন !
এর আগে CAA এর বিরোধিতার নামে উপদ্রব করা কট্টরপন্থীরা এই হামলা চালিয়ে কনস্টেবল রতন লালকে হত্যা করেছিল। রতন লালের দুটি সন্তান রয়েছে এবং তিনি তাঁর পরিবারের একমাত্র ব্যক্তি যিনি উপার্জন করতেন।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।