কার্ল যেভাবে হলেন কৃষ্ণ! - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Wednesday, February 26, 2020

demo-image

কার্ল যেভাবে হলেন কৃষ্ণ!

হায়দ্রাবাদে সনাতন (হিন্দু) ধর্ম গ্রহন করেছেন এক খ্রিষ্টান ব্যাক্তি। সম্প্রতি এমনই একটি চাঞ্চল্যকর খবর প্রকাশ্য এসেছে।মধ্যবয়সী এই ব্যক্তি হিন্দু ধর্ম সম্পর্কে অনেক পড়াশুনা করে সনাতন ধর্মে আসার সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে জানা যাচ্ছে।


FB_IMG_15827235035027403


এমনিতেই বর্তমানে ভারতের দিল্লীর পরিস্থিতি ভয়াবহ,হিন্দু মুসলিম দাংগা যদিও খানিকটা থেমেছে তবু সেখানে অরাজকতার পরিস্থিতি এখনো ঠিক হয় নি। কিন্ত এসবের মধ্য ভারতের অগ্নিবীর হায়দ্রাবাদ শাখার হাত ধরে এক খ্রিষ্টান ব্যাক্তি সনাতন হিন্দু ধর্ম গ্রহন করেছেন।





হায়দ্রাবাদ অগ্নিবীর দের দেয়া তথ্যমতে  ব্যাক্তিটির আগের নাম ছিল কার্ল।তবে হিন্দু ধর্মে ফিরে আসার পর তার নতুন নাম হয়েছে কৃষ্ণ।হোম যজ্ঞ করার মাধ্যমে তিনি হিন্দু ধর্মে এসেছেন। নতুন কৃষ্ণকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *