অবৈধ বাংলাদেশি নাগরিক ভারতে থাকলে ফেরত নেয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Wednesday, December 25, 2019

demo-image

অবৈধ বাংলাদেশি নাগরিক ভারতে থাকলে ফেরত নেয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ

বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারতে অবস্থান করলে সরকার তাদের ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসিকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে আজ সিলেটে এই কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আগেও বলেছেন, এনআরসি নিয়ে উদ্বেগের কিছু নেই। এ ব্যাপারে ভারতের দেওয়া আশ্বাসে ভরসা রয়েছে বাংলাদেশের। এ ব্যাপারে বাংলাদেশের উদ্বিগ্ন না হওয়ার কথা আজও পুনর্ব্যক্ত করেন তিনি।
ak_abdul_momen-1_1

পররাষ্ট্রমন্ত্রী সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, “ভারতে অবৈধভাবে বাংলাদেশের কেউ থেকে থাকলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তাদের আমরা ফিরিয়ে আনব।”

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া মুসলিম ভিন্ন ছয় ধর্মের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সুযোগ রাখা হয়েছে। সেই সঙ্গে কথিত বিদেশিদের চিহ্নিত করতে দেশজুড়ে এনআরসি করারও ঘোষণা দিয়েছে নয়া দিল্লি। ইতিমধ্যে আসামে এনআরসি থেকে প্রায় ১৯ লাখ মানুষকে বাদ দেওয়া হয়েছে। আসামের রাজনৈতিক মহল থেকে এদের বাংলাদেশি হিসেবে দাবি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এনআরসি থেকে বাদ পড়াদের অনেককেই বন্দীশিবিরে রাখা হয়েছে বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। এমন প্রতিশ্রুতিই দিয়েছে নয়া দিল্লি।


The starreport

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *