বেশ কিছুদিন আগে ওই এলাকায় কাজ শুরু হয়েছে হিন্দু সংহতির। ওই পরিবারের সদস্যরা এফিডেভিট করে হিন্দু ধর্ম গ্রহণের স্বঘোষণাও দেয়। পরে এক অনুষ্ঠানে মাধ্যমে তাদের হিন্দু ধর্মে স্বাগত জানায় হিন্দু সংহতির যুবকরা। হিন্দু সংহতির সম্রাট দত্ত বলেন “কিছুদিন আগে এক শবদেহ কে মিশনারীরা কবর দিতে আটকিয়ে হিন্দু ধর্ম মতে অন্তেষ্টি করেছিলাম। নাইদলে মিশনারীরা চার্চ বানিয়েছে, বিভিন্ন লোভ দেখিয়ে ধর্ম পরিবর্তন করাচ্ছে আদিবাসী হিন্দু পরিবারকে। হিন্দু সংহতি নাইদলে কাজ শুরু করেছে। এক মাসে রেজাল্ট সামনে। সমস্যা যেখানে হিন্দু সংহতি সেখানে।”
HINDU SAMHATI
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।