বড়দিনে সুখবর এলো আসাম থেকে। আসামের কাছাড় জেলার লক্ষীপুর বিধানসভার অন্তর্গত নাইদলে ঘটনা। বেশ কয়েক বছর আগে সেখানে খ্রিষ্টানরা মিশনারীরা চার্চ তৈরি করেছে। তারা বিভিন্ন লোভ দেখিয়ে অধিবাসী হিন্দু পরিবারকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত করছে বলে অভিযোগ। তেমনি খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত এক অধিবাসী হিন্দু পরিবারকে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনলো হিন্দু সংহতি।
বেশ কিছুদিন আগে ওই এলাকায় কাজ শুরু হয়েছে হিন্দু সংহতির। ওই পরিবারের সদস্যরা এফিডেভিট করে হিন্দু ধর্ম গ্রহণের স্বঘোষণাও দেয়। পরে এক অনুষ্ঠানে মাধ্যমে তাদের হিন্দু ধর্মে স্বাগত জানায় হিন্দু সংহতির যুবকরা। হিন্দু সংহতির সম্রাট দত্ত বলেন “কিছুদিন আগে এক শবদেহ কে মিশনারীরা কবর দিতে আটকিয়ে হিন্দু ধর্ম মতে অন্তেষ্টি করেছিলাম। নাইদলে মিশনারীরা চার্চ বানিয়েছে, বিভিন্ন লোভ দেখিয়ে ধর্ম পরিবর্তন করাচ্ছে আদিবাসী হিন্দু পরিবারকে। হিন্দু সংহতি নাইদলে কাজ শুরু করেছে। এক মাসে রেজাল্ট সামনে। সমস্যা যেখানে হিন্দু সংহতি সেখানে।”
HINDU SAMHATI
Wednesday, December 25, 2019
বড়দিনে সুখবর! সনাতন ধর্ম গ্রহন করলেন এক খ্রিষ্টান পরিবার
Tags
# UHC নিউজ
# খ্রিষ্টান
Share This
About শিবশম্ভু
খ্রিষ্টান
Subscribe to:
Post Comments (Atom)
অন্যান্য
Post Bottom Ad
Author Details
সত্য ও সঠিক ইনফর্মেশনে সম্মৃদ্ধ একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম।বিশ্বব্যাপী হিন্দুর গৌরব তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।