বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হোক, ভারত হিন্দু রাষ্ট্র হওয়া যাবে না : আল্লামা শফী - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Wednesday, December 25, 2019

বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হোক, ভারত হিন্দু রাষ্ট্র হওয়া যাবে না : আল্লামা শফী

আল্লামা শাহ আহমদ শফী বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড  এর চেয়ারম্যান, দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক এবং চট্টগ্রামের হাটহাজারী থেকে পরিচালিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর।


প্রায়শই তিনি তার বিভিন্ন বিতর্কিত বয়ানের জন্য হেডলাইনে আসেন। তবে সম্পপ্রতি তার আরেকটি বয়ান বেশ আলোচনায় ছিল।
সম্প্রতি ভারত nrc শুরু করছে যার মাধ্যমে তারা পার্শবর্তী দেশের সংখ্যালঘুদের জায়গা দিবে এবং ভারতের বহিরাগত মুসলিম দের তাড়িয়ে দিবে। সামগ্রিকভাবে দেখলে এটা বোঝাই যায় যে ভারত নিজেদের হিন্দু রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার চাল চালছে যা অবশ্যিই হিন্দুদের জন্য সুখবর। কিন্ত আল্লামা শফী হুজুর তার বয়ানে বলেছেন


,"ভারতের নাগরিকত্ব আইন হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরির ঘৃন্য প্রয়াস"


এবার চলুন একটু পিছনে যাওয়া যাক,১৯৭১ সালে বাংলাদেশ যখন স্বাধীন ছিল তা তখন রাষ্ট্রীয় ভাবে নিরপেক্ষ ছিল। কিন্ত এরশাদ এসে দেশ কে ইসলামিক রাষ্টে হিসেবে ঘোষনা দেয় যার সমর্থক ছিল এই হেফাজতে ইসলাম দল। বিশ্বে এত গুলো ইসলামিক দেশ থাকা স্বত্তেও ভারত যখন একটি মাত্র হিন্দু দেশ হতে চাচ্ছে তখন কেন এত শফী সাহেব দের এত চুলকানি?নিজেদের বেলায় ষোল আনা,অন্যর বেলায় শুন্য,,, তা ত হতে পারে না শফী সাহেব৷

সর্বশেষভাবে বলা যায়,আল্লামা শফীর মত লোকের অভাব নেই। তারা ভারত কে গালি দেয়, মালাউন বলে আবার সেই দেশেই চিকিৎসার জন্য যায়। এরা মুখোশ পড়া জংগি,তাই এতে বিচলিত হবার কিছু নেই। বিজেপি ও ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের উপর ভরসা রাখুন,জিত হিন্দুদের হবেই। মনে রাখবেন এরা সেই মুমিন যারা ফেসবুকেই কাশ্মীর স্বাধীন করে ফেলেছিল,অথচ বাস্তবে সেখানে হিন্দু পন্ডিত দের ফেরানো হচ্ছে।

We support cab
We support nrc
We are always with hindu and hinduism


United hindu concern family

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box