৩য় লিংগের জন্য বিশ্ববিদ্যালয় খুলবেন যোগী আদিত্যানাথ, ক্লাস শুরু ২০২০ থেকে - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Sunday, December 29, 2019

demo-image

৩য় লিংগের জন্য বিশ্ববিদ্যালয় খুলবেন যোগী আদিত্যানাথ, ক্লাস শুরু ২০২০ থেকে

 ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ এই প্রথম খুলতে চলেছে বৃহন্নলা বা হিজড়া সম্প্রদায়ের জন্য এক বিশ্ববিদ্যালয়। যা হবে উত্তরপ্রদেশের কুশীনগর জেলার ফাজিলনগরে। ২০২০ সালের জানুয়ারী থেকেই পড়াশুনা শুরু হতে চলেছে।  ক্লাস ১ থেকে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত পড়ার সুযোগ থাকছে।  প্রথম দুই জন হিজড়া সম্প্রদায়ের সন্তান কে নিয়ে স্কুল শুরু হবে।  তারপর ফেব্রুয়ারী ও মার্চ থেকে ক্লাস আরো ভালো ভাবে চলবে। এই বিশ্ববিদ্যালয়ের কর্ণধার ডাক্তার কৃষ্ণ মোহন মিশ্র জানিয়েছে শুধু   পোস্ট গ্রাজুয়েট নয় তারা চাইলে ভবিষতে ডক্টরেট ডিগ্রি র পড়াশুনাও করতে পারে।
images%252834%2529




 বৃহন্নলা সমাজের গুড্ডি কিন্নর বলেছেন , বিদ্যা হলো সব।  এখন আমরা এই অধিকার পাবো। আর তা যদি আমাদের থাকে আমরা অন্যানদের মতোই সম্মানের সাথে বাঁচবো। ইতিমধ্যে উত্তরপ্রদেশের রাম মন্দিরের পুরোহিত দলিত কে করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর কালকে যে ৩০০০ জন দলিত হিন্দু  ইসলাম নেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল , তারা আজ তাদের মোট থেকে সরে এসেছে। তার বলেছে ধর্ম আমাদের মা , তাকে আমরা হারতে পারবো না। সত্যি এইভাবে হিন্দু সমাজ এগিয়ে যাক।  উচ্চ নিচ বর্ণের ভেদ ছাড়িয়ে উন্নত হোক।

জয় সনাতন

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *