বৃহন্নলা সমাজের গুড্ডি কিন্নর বলেছেন , বিদ্যা হলো সব। এখন আমরা এই অধিকার পাবো। আর তা যদি আমাদের থাকে আমরা অন্যানদের মতোই সম্মানের সাথে বাঁচবো। ইতিমধ্যে উত্তরপ্রদেশের রাম মন্দিরের পুরোহিত দলিত কে করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর কালকে যে ৩০০০ জন দলিত হিন্দু ইসলাম নেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল , তারা আজ তাদের মোট থেকে সরে এসেছে। তার বলেছে ধর্ম আমাদের মা , তাকে আমরা হারতে পারবো না। সত্যি এইভাবে হিন্দু সমাজ এগিয়ে যাক। উচ্চ নিচ বর্ণের ভেদ ছাড়িয়ে উন্নত হোক।
জয় সনাতন
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।