ইসলাম গ্রহনের হুমকি দিয়েছিলাম সকলের দৃষ্টি আকর্ষন করতে,সনাতন ধর্ম তো আমাদের "মা" - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Sunday, December 29, 2019

demo-image

ইসলাম গ্রহনের হুমকি দিয়েছিলাম সকলের দৃষ্টি আকর্ষন করতে,সনাতন ধর্ম তো আমাদের "মা"

ঝড়ে মাটির দেওয়াল চাপা পড়ে ১৬ জনের মৃত্যুর পরে তামিলনাড়ুর ৩০০০ দলিত হিন্দু ইসলাম গ্রহণের হুমকি দিয়েছিলেন । কিন্তু তাঁরা জানিয়েছেন যে তাঁরা সনাতন হিন্দু ধর্মেই থাকতে চান।


জানা গিয়েছে, ইসলাম গ্রহণের হুমকির কথা জানতে পেরে তামিলনাড়ুর ‛অগ্নিবীর’ নামক হিন্দু সংগঠনের শীর্ষস্থানীয় নেতা হরিকৃষ্ণান এবং অমিত তিওয়ারি ওই গ্রামে যান। তাঁরা অবহেলিত এবং ক্ষতিপূরণ থেকে বঞ্চিত দলিত হিন্দুদের সঙ্গে কথা বলেন।কথা বলার সময় সব দলিত রাই শিকার করেন যে তারা ইসলাম গ্রহনের কথাটি হুমকি হিসেবে দিয়েছিল যাতে উপরমহলের দৃষ্টি আকর্ষন হয় আর তাদের সাথে ন্যায় বিচার করা হয়। এই বিষয়ে তাদের প্রশ্ন করলে তারা বলেন যে,সনাতন ধর্ম তাদের মা, মা কে ছাড়া সন্তান কিভাবে বাচবে?

FB_IMG_15775981800983935




অগ্নিবীরের প্রচেষ্টায় ও সরকারের আন্তরিকতায়  প্রত্যেক পরিবারকে ১০লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। সেইসঙ্গে গ্রামের মানুষদেরকে সনাতন ধর্মের গুরুত্বও বুঝানো হচ্ছে। সাথে সাথে এই বর্নবাদের ত্রাসের জন্য সকল দোষীদের সর্বোচ্চ শাস্তির বিধান করা হচ্ছে।


অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *