প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ভারতীয় উপমহাদেশে সমালোচনার শেষ নেই। কিন্তু আরব বিশ্বে তিনি এতসব সম্মানী পুরস্কার পেয়েছেন তিনি সেখানে সম্রাট বনে গেছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে ফিলিস্থিন পর্যন্ত নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রদান করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহরাইন কর্তৃক “কিং হামাদ অর্ডার অফ রেনেসাঁসের পুরষ্কার” এবং সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য ‘অর্ডার অফ জায়েদ’ সম্মানে ভূষিত হয়েছেন।
আরব বিশ্বের ৬টি শক্তিশালী ইসলামী দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের অন্যতম সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার দিয়ে সম্মানিত করেছে।তিনিই হলেন উপমহাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি এই বিরল সম্মানের অধিকারী হলেন। পুরুস্কারগুলো হলো :
১. ২০১৬ সালের জুন মাসে ইসলামী প্রজাতন্ত আফগানিস্তান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে "দ্যা আমির আবদুল্লা" আওয়ার্ডে ভূষিত করে।
২. সৌদি আরব ২০১৬ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে "কিং আব্দুলাজিজ" পুরষ্কার দেয় ।
৩. "ফিলিস্তিনের রাজ্যের গ্র্যান্ড কলার" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফিলিস্তিনের মাধ্যমে ফেব্রুয়ারী 2018 এ ভূষিত করা হয়েছিল।
৪. সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য ‘অর্ডার অফ জায়েদ’ সম্মানে ভূষিত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 019 সালের আগস্টে।
৫. 2019 সালের আগস্টে বাহরাইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভূষিত "রেনেসাঁর কিং হামাদ অর্ডার" এ ভূষিত করেন।
৬. ২০১৮ সালের জুনে মালদ্বীপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে "রুল অব নিশান ইজুদুদ্দিন" প্রদান করে।
আরো দেখুনঃ 6 Islamic nations honoured Pm modi with highest civilian awards
Wow!
ReplyDelete