সম্প্রতি ধর্মান্তর অথবা সনাতনীয় ভাষায় হিন্দু ধর্মে ফিরে আসার আরেকটি ঘটনা সামনে এসেছে।ঘটনাটি ঘটেছে আসামের অন্তর্গত ধূবরি এলাকায়। ছেলের নাম সনাতন দাস ও মেয়ের নাম রিসিতা নাজমিন। দুজনেই ধূবরি এলাকার মুসলিম অধূষিত পাড়ার বাসান্দা। একি পাড়াতে থাকার কারনে বেশ চেনাজানা ছিল তারা একে অপরের যার কারনে তা ভালোবাসায় রূপান্তর হয় একসময় বিবাহ বন্ধন উব্দি গড়ায়। জানা যায় বিয়েতে রিসা নাজমিন নিজ ইচ্ছাতেই হিন্দু ধর্ম গ্রহন করার আগ্রহ প্রকাশ করে এবং স্থানীয় মন্দিরে তিনি নির্দিষ্ট নিয়ম মেনে হিন্দু ধর্ম গ্রহন করেন। ২ পক্ষের পরিবার ই তাদের এই ভালোবাসা মেনে নিয়েছিল,কিন্ত বাধসাধে এলাকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম রা। নানাভাবে হয়রানি করতে থাকে তাদের ,একসময় তাদের উপর শারীরিক হামলাও করা হয়!(সূত্রঃ NDTV)
বেশ নিরাপত্তাহীনতায় আছেন সনাতন দাস ও তাদের পরিবার। নিয়মিত খুনের হুমকি আসছে!, নিরুপায় এই পরিবার টি সকল হিন্দু সংগঠনের সাহায্য চেয়েছেন।
বেশ নিরাপত্তাহীনতায় আছেন সনাতন দাস ও তাদের পরিবার। নিয়মিত খুনের হুমকি আসছে!, নিরুপায় এই পরিবার টি সকল হিন্দু সংগঠনের সাহায্য চেয়েছেন।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।