সম্প্রতি মরিয়ম সিদ্দিকী নামের একজন মুসলিম মেয়ে ভগবত গীতা পাঠ প্রতিযোগীতায় ১ম স্থান লাভ করে বেশ সাড়া ফেলে দিয়েছেন। এর আগেও অনেক ভিন্ন ধর্মের লোকের গীতা পাঠ প্রতিযোগীতায় অংশগ্রহনের খবর পাওয়া গিয়েছে , কিন্ত এই ১ম কেও সেই প্রতিযোগীতায় ১ম স্থান লাভ করার যোগ্যতা অর্জন করেছে। (সূত্রঃ NDTV)
আরো দেখুনঃ বেদ পড়ে মসজিদের ইমাম এখন হিন্দু পন্ডিত !
মরিয়ম সিদ্দিকী ভারতের উত্তর প্রদেশের লাকনো তে জন্মগ্রহণ করেন।তার এই গীতা প্রতিযোগিতায় অংশগ্রহনে ব্যাপারে জিজ্ঞাসা
করা হলে তিনি বলেনঃ- আমি গীতা পাঠ করি সেটা কোন ধর্মের গ্রন্থ সেটা বিবেচনা করে না। আমি পাঠ করি জ্ঞ্যান লাভের জন্য।
বর্তমান ধর্মীয় সহিংসতার যে প্রভাব সারাবিশ্বে দেখা যায় সেখানে এই ঘটনা একটি উজ্জ্বল দৃ ষ্টান্ত হয়ে থাকবে সম্প্রীতির ও সম্মানের।


ভগবান তাকে দীর্ঘায়ু দান করুক।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।