কেমন আছেন ভুটানের হিন্দুরা? - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Monday, November 25, 2019

demo-image

কেমন আছেন ভুটানের হিন্দুরা?

ভূটান!!!!!একটি রাজতন্ত্রওয়ালা বৌদ্ধপ্রধান দেশ!!!! বৌদ্ধপ্রধান হলেও ভূটানে বহু হিন্দুও আছে! বৌদ্ধরা নিজেদের ধর্মকে শান্তির ধর্ম বললেও বৌদ্ধরা কখনো শান্তি প্রিয় নয়!! শ্রীলঙ্কান হিন্দুদের মত ভূটানেও চলে হিন্দুদের উপর নির্মমতা! ১৯৮০ সালেও ভূটানে লাখো হিন্দু ছিলো।ভূটানের হিন্দুরা লোটসসাম্পা গোত্রের।যেমন পাকিস্তানে রয়েছে সিন্ধি রাজপুত,বাগদি,মালহি গোত্র!! ভূটানের হিন্দুরা ছিলো জ্ঞান,গুন,শিক্ষা,দীক্ষায় ভূটানী বৌদ্ধদের থেকেও বহুগুণ এগিয়ে!! হিন্দুরা ভূটানে সবক্ষেত্রে এগিয়ে ছিলো!!!! কিন্তু এতে সহ্য হলো না উগ্রপন্থী বৌদ্ধ রাক্ষসদের!!!!!! 14650330_539168522874332_3633544975757184935_n ১৯৯০ সালে তারা ভূটানে হিন্দুদের কচুকাটা করা শুরু করে!!তাদের প্রশয় দেয় ভূটানের রাজাও!!ভূটান বৌদ্ধরাষ্ট্র তাই একমাত্র বৌদ্ধরাই অধিকার পাবে!! লাক্ষ লক্ষ হিন্দুরা প্রাণে বাঁচতে জড়ো হয় নেপাল ভূটান সীমান্তে!!!!বহু লোক আশ্রয় নেয় নেপালে!!!! সেসময় বৌদ্ধদের আসল রূপ দেখতে পায় ভূটানি হিন্দুরা!!!!একটি বেসরকারি এনজিওর হিসাব মতে ১লক্ষ ১৩ হাজার হিন্দু নেপাল ভূটান সীমান্তের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলো!!!! বহু ভূটানি হিন্দু নেপালের অভ্যন্তরে চলে যায়!! কিন্তু আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবন যাপন করতে থাকে ভূটানি হিন্দুরা!খাদ্য ও পানীয় জলের অভাবে অনেকে মারা যায়!! ভূটানী আশ্রয়হীন এই হিন্দুদের নিয়ে আরেক নতুন খেলায় মাতে খ্রিস্টান মিশনারি গুলো!!!!তাদেরকে আমেরিকা নিয়ে জোর করতে থাকে খ্রিস্টান ধর্ম গ্রহণের জন্য!!!!আশ্রয়কেন্দ্রে খ্রিস্টান হয়ে যাওয়ার আহবান জানায়,খ্রিস্টান হলে মিলবে আশ্রয়,খাদ্য!!!! মিশনারির এই নির্মমতা সইতে না পেরে তখন বহু হিন্দু আত্মহত্যা করে!!এত হিন্দু বোধহয় ভূটানের ইতিহাসে কখনো আত্মহত্যা করেনি!! আশ্রয়কেন্দ্রের অধিকাংশ হিন্দুই নেপালে চলে যায়,অনেককে জোর করে,লোভ দেখিয়ে খ্রিস্টান বানানো হয়!!!! htfeaturestoryspreadjan10 ভূটানে হিন্দুদের উপর নির্মমতা আজো কমে নি!! এখনো ভূটানে হিন্দুদের চাকুরি দেয়া হয়না!!হিন্দু হওয়ায় ন্যায়বিচার নেই!!হিন্দু হওয়ায় ভোটাধিকার,নাগরিক অধিকার কোনটাই নেই!!!! মন্দির বানাতে হলে রাজার অনুমতি নিতে হয়!!!!৯০% বারই রাজা হিন্দু মন্দির বানানোর অনুমতি দেয় না!১৯৯০ সালের পর থেকে ভূটানে কতগুলো মন্দির হয়েছে তার পরিসংখ্যান দেখলেই তা বুজা যায়!! হিন্দুদের বাধ্য করা হয় বৌদ্ধ ধর্ম পালন করতে!!ড্রেসকোড দেয়া হয় বৌদ্ধ নিয়মানুসারে!!হিন্দুদের ধুতি পড়তে দেয়া হয় না!! ভূটানের উল্লেখযোগ্য হিন্দু সংগঠন হলো ভূটান হিন্দু সমুদায়। এভাবেই কেবল মাত্র হিন্দু হওয়ায় ভূটানে মানবেতর জীবন কাটাতে হচ্ছে আমাদের হিন্দু সনাতনী ভাইদের!! লাখ লাখ হিন্দুকে মাতৃভূমি ছাড়তে হয়েছে!!!! Lotshampa_refugees_in_Beldangi_Camp1 ভূটানি হিন্দুদের এই দূঃখগাথা হয়তো ৯৯.৯৯% বাঙ্গালি হিন্দুই জানে না!! ও হিন্দু সমাজ আর কত আলাদা থাকবে এবার একসাথে আওয়াজ উঠাও। প্রচুর পরিমাণে শেয়ার করুন!!শেয়ার করে জানিয়ে দিন বিশ্ববাসীকে ভূটানি হিন্দুদের দূঃখগাথা!! তথ্যসূত্রঃ হিন্দু আমেরিকান ফাউন্ডেশন ওয়েবসাইট বিঃদ্রঃ শ্রীলঙ্কান হিন্দুদের দূঃখগাথা জানতে লাইক দিয়য়ে একটিভ থাকুন আমাদের পেজে।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *