অনুষ্ঠান শুরু হয় গত ৮ ই মার্চ।রাধাঘাট গ্রামের হরি মন্দির ও কালী মন্দির সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান চলছিল।অনিষ্ঠানের শেষ দিনে গত বুধবার সন্ধ্যায় গীতা পাঠ করছিলেন ভারতের শ্রীধাম বৃন্দাবন থেকে আগত অতিথি শ্রী হরিচাঁদ ব্রম্মচারী।গীতা পাঠ সাতক্ষীরার বিভিন্ন একলা থেকে প্রচুর ভক্তের আগমন ঘটেছিল প্রত্যেক দিন।শ্রী হরিচাঁদ ব্রম্মচারীর গীতা পাঠ চলাকালে এলাকার কিছু মুসলিম গীতা পাঠে বাধার সৃষ্টি করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী ভগবত অনুষ্ঠানে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি রণজিৎ বরকন্দাজ বাদী হয়ে মামলা করেছেন।
ফটো : জাগো হিন্দু বাংলাদেশ
ধীকখার জানাই সেই সব মুসলমানদের যারাসনাতন ধমের ওপর আঘাত করে
ReplyDeleteজংগীদের কাজ তো এমন ই।
ReplyDeleteভয় নয়।আরও সাহস নিয়ে বেশি বেশি গীতা পাঠ চালিয়ে যান।
ReplyDeleteআইনের শাসন না থাকায় এমন হবেই।
ReplyDelete