জগন্নাথ হলে কি ঘটেছিল ২৫শে মার্চ রাতে ? - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Friday, March 22, 2019

demo-image

জগন্নাথ হলে কি ঘটেছিল ২৫শে মার্চ রাতে ?

১৯৭১ সালের সেই ভয়াল কালো রাতের কথা আমরা সবাই জানি। সেই রাতে বাহিনী ঢাকায় অপারেশন সার্চলাইট পরিচালনা করে হাজার হাজার বাঙালিকে হত্যা করে। সেই রাতে পাক আর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র হিন্দু হল - জগন্নাথ হলে প্রবেশ করে ৭০০ ছাত্রকে ব্রাশ ফায়ার করে হত্যা করে। যার ভিডিও করেন তৎকালীন ইস্ট পাকিস্তান ইঞ্জিনারিং উনিভার্সিটির ( বর্তমানে বুয়েট )প্রফেসর নুরুল উল্লা। উলেখ্য যে প্রফেসর নুরুল উল্লার বাসভবন ছিল জগন্নাথ হলের বিপরীত পাশে। পাক আর্মি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোন হলে হামলা চালায়নি। তারা বেছে নিয়েছিল একমাত্র হিন্দু হল জগন্নাথ হল। হামিদুর রহমান কমিশনের রিপোর্ট অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক শক্তি প্রয়োগ করেছিলো।যার প্রধান টার্গেট ছিল একমাত্র হিন্দু আবাসিক হল জগন্নাথ হল।  এর পর পাক আর্মি যায় রমনা কালী মন্দিরে।মন্দিরটি তারা বুডোজার দিয়ে গুড়িয়ে দেয়। 


15493391_579286345529216_4419403565979398404_o

এবং মন্দিরে আশ্রয় নেওয়া ৫০০ ভক্তকে জীবন্ত পুড়িয়ে মারে!পরে মন্দিরটি সরকার দখল করে রমনা পার্কে রূপান্তরিত করে।দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশ আজো মূল মন্দিরের জায়গায় পূজা করা বা মন্দির পুনঃনির্মাণের অনুমতি দেয়নি।প্রথম অস্থায়ী ভাবে পূজা করার অনুমতি মেলে ২০০০ সালে।তাও মূল মন্দির থেকে বেশ দূরে সরওয়ার্দী উদ্যানে !পুরো বাংলাদেশেই হিন্দু এলাকাগুলো বিশেষ ক্ষতির সম্মুখীন হয়। মধ্যরাতের আগেই ঢাকা পুরোপুরি জ্বলছিল, বিশেষভাবে পূর্ব দিকের হিন্দুপ্রধান এলাকাগুলো। ২ আগস্ট, ১৯৭১ টাইম সাময়িকীর প্রতিবেদন অনুযায়ী, "হিন্দুরা, যারা মোট শরণার্থীদের তিন-চতুর্থাংশ, পাকিস্তানি সামরিক বাহিনীর ক্রোধ ও আক্রোশ বহন করছিল"।  কিন্তু এসব ইতিহাস বাংলাদেশের দলিল থেকে মুছে ফেলা হয়েছে। ঠিক এভাবে বাংলাদেশ থেকে হিন্দুদের ইতিহাস মুছে ফেলা হয়েছে। 
বিস্তারিত   দেখতে ক্লিক করুন :  মার্চে জগন্নাথ হলে পাক আর্মির তান্ডব।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

  • noakhali-1946

    নোয়াখালী গণহত্যা- (১১)

    ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে নোয়াখালী গণহত্যা। আজ এগারোতম   পর্ব। পুনৰ্বসতি ও জেনারেল বুসারঃ– অক্টোবর মাসে নোয়াখালি-ত্রিপুরায় আমাদের... Readmore

  • noakhali-1946

    নোয়াখালী গণহত্যা- (১০)

    ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে নোয়াখালী গণহত্যা। আজ দশম  পর্ব। উৎখাত জনমণ্ডলীর পুনঃপ্রতিষ্ঠাঃ নোয়াখালি-ত্রিপুরার উৎখাত পরিবারসমূহকে আশ্রয়ে... Readmore

  • maxresdefault

    ভারতে এসে মন্দিরে পুজা দিলেন আমিরাতের রাজকন্যা !

    সংযুক্ত আরব আমিরাতের রাজকন্যা হেন্ড আল কাসিমি ভারতের এসে চেন্নাইয়ের স্বর্ণ মন্দিরে পূজা অর্চনা করলেন, এবং বললেন মন্দিরের ভিতর অদ্ভুত দেবী শক্তি উর্জার... Readmore

  • image

    আমেরিকায় প্রতিষ্ঠিত হলো আধুনিক বিশ্বের প্রথম ইয়োগা ইউনিভার্সিটি

    নিউ ইয়র্ক: ৬ষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অংশ হিসাবে, লস অ্যাঞ্জেলেসে ভারতের বাইরে বিশ্বের প্রথম যোগ বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে, এমন কর্মসূচি... Readmore

  • noakhali-1946

    নোয়াখালী গণহত্যা- (৯)

    ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে নোয়াখালী গণহত্যা। আজ নবম পর্ব। উৎখাত পরিবারের জীবন-সমস্যাঃ ধ্বংস্তূপের পর নোয়াখালিপ্রসঙ্গের দ্বিতীয় বেদনাদায়ক স্... Readmore

  • noakhali-1946

    নোয়াখালী গণহত্যা- (৮)

    ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে নোয়াখালী গণহত্যা। আজ অষ্টম  পর্ব। নোয়াখালি ও ত্রিপুরার অংশবিশেষে উপদ্রবের অব্যবহিত পরে গত ১৯শে অক্টোবর বঙ্গীয় প্রে... Readmore

  • noakhali-1946

    নোয়াখালী গণহত্যা – (৭)

    ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে নোয়াখালী গণহত্যা। আজ সপ্তম  পর্ব। বাঙলায় ও বিহারেঃ বাঙলার দাবদাহ লাগিয়া বিহার প্রদেশে যে অশান্তির বহ্নি প্রধ... Readmore

code-box

Contact Form

Name

Email *

Message *