ইসলামী সন্ত্রাসবাদ মাত্র এক বছরে ৮৪ হাজার মানুষ হত্যা করেছে : রিপোর্ট - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Thursday, March 21, 2019

ইসলামী সন্ত্রাসবাদ মাত্র এক বছরে ৮৪ হাজার মানুষ হত্যা করেছে : রিপোর্ট

সন্ত্রাস বা হত্যা কারো কাম্য নয়। সন্ত্রাস মুক্ত একটি সুন্দর পৃথিবী আমাদের সবার জন্য অপরিহার্য। ক্রিস্টচার্চ মসজিদের হামলায় ৫০ জনের মৃত্যুতে আমরা হয়তো অবাক হয়েছি। কিন্তু এটাই কি বিশ্বের প্রথম মসজিদে হামলা ? মসজিদে হামলা ও হত্যা মুসলমান দেশেগুলোতে বিশেষ করে পাকিস্থান, আফগানিস্থান, ইরাক, সিরিয়া, ইয়েমেনে একটি নিত্যদিনের ব্যাপার। আসুন আজ আপনাদের সামনে ২০১৭ সালের ইসলামী সন্ত্রাসের একটি প্রতিবেদন তুলে ধরছি।   
নতুন একটি রিপোর্ট প্রকাশিত  হয়েছে  আমেরিকার বিখ্যাত CBS নিউজে। সেই রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী ১২১টি ইসলামী সন্ত্রাসবাদী গ্রুপ সক্রিয় রয়েছে। এরা একই ইসলামী মৌলবাদে বিশ্বাস করে। তাদের নির্মম সন্ত্রাসের স্বীকার চুরাশি হাজার নিরাপরাধ মানুষ। ২০১৭ সালে তারা ৮৪ হাজার মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ওয়াশিন্টন ডিসিতে ফরিন রিলেশন এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, "ইসলামী সন্ত্রাসবাদ বিশ্বব্যাপী বিস্তৃত এবং ব্যাপক হারে বাড়ছে"। তিনি আরো বলেন, "এই ইসলামী সন্ত্রাসবাদ আল কায়েদা দিয়ে শুরু হয়নি এবং আইসিস দিয়ে শেষ হবে না"।
২০১৭ সালে একটি নন-প্রফিট সংস্থা গ্লোবাল এক্সট্রিমিস্ট মনিটর বিশ্বের ৪৮ দেশে এক সমীক্ষা চালায় । সেখানে সোর্স হিসেবে ঐসব দেশের ১০০টি ইংরেজী সংবাদপত্র থেকে ইনফরমেশন সংগ্রহ করা হয়। ইসলামী সন্ত্রাসী গ্রুপগুলি এভারেজ ২১ দিনে ৭,৮৪১টি হামলা চালিয়েছে। ঐসব হামলার সবচেয়ে বড় স্বীকার সিরিয়া। আরো উল্লেখ্য করা হয় সিরিয়ার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় মুসলমানরা। ২০১৭ সালে সিরিয়ায় ২৯টি ইসলামী সন্ত্রাসী গ্রুপ ছিল। সিরিয়ার হামলা গুলোর মধ্যে ৪৪% হামলার জন্য আইসিস দায়ী। বিশ্বের সন্ত্রাসী হামলায় যত মানুষের মৃত্যু হয়েছে তার অর্ধেক মৃত্যু হয়েছে সিরিয়ায়।
জাতিসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদী গ্রুপ আইসিস এর ২০,০০০ থেকে ৩০,০০০ যোদ্ধা সক্রিয় ছিল সেখানে খলিফা প্রতিষ্ঠা করার জন্য। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ার হামলার সময় মিস্টার ব্লেয়ার বৃটেনের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি যৌথবাহিনীর সাথে ইরাক হামলায় যোগ দিয়েছিলেন।তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে সন্ত্রাস মোকাবেলায় আরো বেশি সক্রিয় হতে হবে। তিনি আরো উল্লেখ্য করেন কঠোর নিরাপত্তা ব্যবস্থাই একমাত্র সন্ত্রাসবাদকে রুখে বা কমিয়ে দিতে পারে। রিপোর্টটি CBS নিউজ অনুসারে লেখা।

1 comment:

  1. ইসলাম মানব সমাজের জন্য একটি ক্যান্সার।

    ReplyDelete

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box