নিজ স্ত্রীর সম্ভ্রম বাচাঁতে গিয়ে অর্ধমৃত স্বামী !! - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Wednesday, February 20, 2019

demo-image

নিজ স্ত্রীর সম্ভ্রম বাচাঁতে গিয়ে অর্ধমৃত স্বামী !!


নিজ স্ত্রীর সম্ভ্রম বাচাঁতে গিয়ে অর্ধমৃত স্বামী

স্ত্রীর স্নানের দৃশ্য গোপনে ভিডিও করছে মোঃ কালু নামের এক বখাটে যুবক...!!!

তা দেখে স্বামী বাঁধা দেয় এবং মোবাইল ফোনটি কেড়ে নেয়। আর বাকিটা ছবিতে দেখতে পাচ্ছেন!
52344213_2283657251887291_6176726552961613824_n

স্বামী পিপলু শীল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন!!! হিন্দুদের সাথে যেকোনো অন্যায় করা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে!!!

কতোটা নির্লজ্জ হলে এই কাজটি করা যায়..! আমি বাকরুদ্ধ! প্রতিবাদের ঝড় তুলুন, নরপশু কালুকে প্রশাসনের হাতে তুলে দিতে সহায়তা করেন

উল্লেখ্য, চট্টগ্রাম রাঙ্গুনীয়া উপজেলার উত্তর পোমরা হাজী পাড়া শীল বাড়িতে গৃহবধু স্নান করতে ঢুকলে সময় এলাকার কালু-সহ কিছু নারী লোভী বখাটে ছেলে হাতের মুঠো ফোন দিয়ে গোপনে ভিডিও করতে থাকে এবং তা দেখতে পেয়ে মহিলাটি চিৎকার করতে থাকে
আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *