প্রভুপাদ আমেরিকার নিউ ইয়র্ক শহরে ইস্কনের যাত্রা শুরু করেন। ইস্কনের মাধ্যমে তিনি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দেন। তার ডাকে সাড়া দেয় সারা বিশ্ব। আমেরিকানরা সবাই প্রায় কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছিলেন। এই দেখে মৌলবাদী ক্রিস্টিয়ানরা ইস্কনের বিরুদ্ধে "ব্রেনওয়াশ" মামলা করেন। তাদের অভিযোগ ছিল ইস্কন ব্রেনওয়াশ করে সকল আমেরিকানকে হিন্দু ধর্মে দীক্ষিত করছে।
(ছবিতে ১৯৭০ সালের দিকে আমেরিকায় ইস্কনের সমাবেশে আগত ভক্তবৃন্দ।)কিন্তু এই মামলা হলে জল পায়নি। ইস্কন এই মামলা জিতে যায়। এই মামলায় হারলে আমেরিকায় ইস্কন নিষিদ্ধ হতো ! শুধু আমেরিকায় নয় গত কয়েক বছর আগে রাশিয়ায় ইস্কন প্রচারিত ভগবত গীতার বিরুদ্ধে মামলা করা হয়।মামলাকারী রাশিয়ানদের অভিযোগ ভগবত গীতা সন্ত্রাসবাদে মদত দেয়। সুতরাং রাশিয়ায় ভগবত গীতা নিষিদ্ধ করা হোক। রাশিয়ান ইস্কন প্রানপনে লড়ে এই মামলায়। এই মামলায়ও ইস্কন জিতে যায়। এভাবেই অনেক পথ পাড়ি দিতে হয়েছে ইস্কনকে।
বাংলাদেশের অনেক ছাগু দেখছি ফেইসবুকে ইস্কনকে জামাতের সাথে তুলনা করে। তাদের বলছি পারলে ইস্কনের বিরুদ্ধে মামলা করুন। মিথ্যা অভিযোগ করবেন না। ইস্কন অনেক আগে থেকে সভ্য দেশে এসব মামলা লড়ে আসছে। ইস্কনের "ফুড ফর লাইফ" বা "হরে কৃষ্ণ ফুড ফর লাইফ" জাতিসংঘের অনুমোদিত।
বিশ্ব বিখ্যাত "the Beatles" মহান শিল্পী জর্জ হ্যারিসন ইস্কনের পূর্ণ সদস্য ছিলেন।
বিশ্ববিখ্যাত শিল্পী জর্জ হ্যারিসন যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য আমেরিকায় "বাংলাদেশ বাংলাদেশ" গান গেয়ে সারা জানিয়েছিলেন তিনি সারা জীবন ইস্কনে পূর্ণ সদস্য ছিলেন।
মৃত্যুর আগে তার অর্জিত সব সম্পত্তি ইস্কনের "হরে কৃষ্ণ ফুড ফর লাইফ" এর জন্য দান করে গেছেন। সেই ফান্ড থেকে বিশ্বের লক্ষ লক্ষ অনাহারী মানুষের মুখে খাবার পড়ে। ইস্কনের দিকে তীর ছুড়ার আগে একবার নিজেকে প্রশ্ন করুন : তাহলে কি মহান শিল্পী জর্জ হ্যারিসন ব্রেনওয়াশ হয়েছিলেন ? ইস্কন যদি ব্রেনওয়াশ করতো তবে জাকির নায়েকের মতো তারা উন্নত বিশ্বে নিষিদ্ধ হতো !
Good information. Thank you.
ReplyDeleteKeep in touch! We will update you. Thank you.
Deleteভাল লাগছে, হুম কিছু হিন্দুকে ইসকন ধরে রেখেছে। তবে ইসকন হিন্দুদের কি কাজ টা করছে ? একটা গিতা শিখতে যাবেন টাকা দিতে হবে কেন? একটা স্কুল করেছে? যেখানে হিন্দুদের ছেলে মেয়ে একটু সকালে কুরান তেলুয়াত না করে গিতা পাঠ করবে? মন্দির আর খাওয়া দিয়ে কি হবে? কি হবে মামলা জিতে?
ReplyDeleteআপনাকে বুঝতে হবে যে ইস্কন কোন সরকারি টাকায় চলে না। তাহলে তারা কিভাবে চলবে ? মুসলমানদের যেমন মিডল ইস্ট অনেক টাকা দেয় ইস্কনকে তো কেউ দেয় না। তাহলে এতো বড় সংঘঠন চলবে কি করে। তারা পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর মন্দির করেছে। ভারতে অনেক ধনী আছেন। তবে আমি কোন দিন শুনিনি কোন ধনী ভারতীয় ইস্কনের জন্য কিছু দেন করেছে। এরা যেসব করে তা সবই বিদেশী হিন্দুদের দানের টাকায়। আপনি যদি কোন স্কুলে পড়তে যান আপনি কি ফ্রি পড়তে পারেন ? তাহলে গীতা শিক্ষার জন্য কিছু টাকা দিতে বাধা কোথায় ? পূজা করাতে হলে পুরোহিত তো টাকা নেয়। তাহলে ইস্কন কি দশ করলো ?
DeleteHare Krishna,Right answer
DeleteJay srila Pravupada
@Unknown, আপনার জ্ঞানের পরিসর দেখে হাসি পায়। শুধু স্কুল নয় ইস্কনের অনেক বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল আছে বিশ্বে ( এবং ইন্ডিয়াতে )! আপনার সংকীর্ণ মনকে প্রসারিত করুন। কোরান পড়তে / শিখতে গেলে হুজুরকে কি পরিমান টাকা দিতে হয় জেনে দেখুন। ইস্কন যে মায়াপুরে বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান করছে তার প্রধান দাতা একজন আমেরিকান। আর যারা মনে করেন ইস্কন বেদ মানে না তারা শুনুন - আপনি যদি ঢাকায় গিয়ে বলেন আমি কলকাতা সম্পর্কে জানতে চাই তাহলে বিষয়টা কেমন দেখাবে ? ইস্কন মানে আন্তর্জাতিক কৃষ্ণ সচেতনতা। সুতরাং তারা কৃষ্ণকে ফোকাস করে। তাই কৃষ্ণ সম্পর্কে জানতে ইস্কনে যান। বেদ সম্পর্কে জানতে বেদান্ত সোসাইটির কাছে যান। ফালতু ঝামেলা করেন কেন না জেনে ?
Deleteনা জেনে কোন কিছুতে কমেন্ট করা হয় না। আপনি প্রতিটা লাইন গুগল করে দেখতে পারেন। ধন্যবাদ।
Deletei proud of iskcon
ReplyDeleteIskon is spresduin Serr krisna and through that Hinduism and sree madbhagabhat Gita is spreading throughout the world many Western people are accepting the concept and are ineterested to read Gita nd become non violent
Deleteআপনার গুরুত্ত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ।
DeleteHare Krishna
ReplyDeleteHare Krishna!
DeleteNice post....
ReplyDeleteHare Krishna!
Deleteএসব বিষয়ে অনেক অজানা তথ্য পাবেন এই ভিডিতে
ReplyDeletehttps://www.youtube.com/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A6%93%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%8B%E0%A6%B6
লিংক কাজ করে না। সঠিক লিংক দেন দাদা।
DeleteVery good to know. informative!
ReplyDeleteHare Krishna! Lord Krishna is great!
ReplyDeleteআমি একজন মুসলিম। ইস্কন সম্পর্কে আমার অনেক ভুল ধারণা ছিল। এই পোস্টটি পরে অনেক কিছু জানতে পারলাম। শেয়ার করলাম।
ReplyDeleteকিছু মানুষ অনলাইন ইস্কন সম্পর্কে ভুল তথ্য দিচ্ছে। আপনারা আরো বেশি করে সত্য তুলে ধরুন।
ReplyDeleteবাংলাদেশে ইসকন পরিচালিত মন্দিরসমূহ
ReplyDeleteঢাকা বিভাগ:
ইসকন স্বামীবাগ আশ্রম, ৭৯, ৭৯/১ স্বামীবাগ রোড, স্বামীবাগ, ঢাকা-১১০০
শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির, ৫ নং চন্দ্র বসাক স্ট্রিট, ওয়ারী (বনগ্রাম), ঢাকা-১২০৩
শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, সাবালিয়া, মধ্যপাড়া, টাঙ্গাইল।
শ্রীশ্রী জগন্নাথ মন্দির, বৌয়াপুর (নদীর পাড়), নরসিংদী।
শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, শোভারামপুর, ফরিদপুর।
শ্রীশ্রী রাধাকান্ত মন্দির, ২২২ লাল মোহন সাহা স্ট্রীট, দক্ষিণ মৈশন্ডী, ঢাকা।
শ্রীশ্রী কানাইলাল জিউ মন্দিরম কাতালপুর, সাভার, ঢাকা।
শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির (নামহট্ট), ইসকন মন্দির রোড, পাচুরিয়া, গোপালগঞ্জ।
ইসকন হরেকৃষ্ণ নামহট্ট কেন্দ্রীয় কার্যালয়, শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউ মন্দির, ৩৫, তনু গছুলেইন, সূত্রাপুর, ঢাকা-১১৮০
শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, দেওভোগ, নারায়ণগঞ্জ।
শ্রীশ্রী রাধা গোপীনাথ মন্দির, বিবেকানন্দ পল্লী, লৌকর রোড, বিনোদপুর, রাজবাড়ী।
শ্রীশ্রী রাধা গিরিধারী মন্দির, ডনোভান স্কুল সংলগ্ন, মাদারীপুর সদর।
সিলেট বিভাগ[সম্পাদনা]
শ্রীশ্রী রাধামাধব মন্দির, যুগলটিলা, কাজলশাহ্, সিলেট।
কালাচাঁদ গোপাল-জিউ ইসকন মন্দির, কাজীর পয়েন্ট, সুনামগঞ্জ।
শ্রীশ্রী রাধামাধব মন্দির, পাথারিয়া, সুনামগঞ্জ।
শ্রীশ্রী রাধা মদন গোপালজিউ মন্দির, পণতীর্থ, গড়কাঠি, তাহেরপুর, সুনামগঞ্জ।
রঙ্গীরকুল বিদ্যাশ্রম (ইসকন), ডাক: রঙ্গীরকুল, কুলাউড়া, মৌলভীবাজার।
শ্রী নৃসিংহ মন্দির, বগলা বাজার, হবিগঞ্জ।
শ্রী গৌর নিতাই জিউ মন্দির, সৈয়ারপুর, মৌলভীবাজার।
চট্রগ্রাম বিভাগ
চট্রগ্রামে ইসকনের আস্তানা নিম্নোক্ত, শ্রীশ্রী পুণ্ডরীক ধাম গ্রাম:মেখল, হাটহাজারী, চট্টগ্রাম।
ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির, ডাক: মেডিকেল, পাঁচলাইশ, চট্টগ্রাম।
শ্রীশ্রী নন্দনকানন ১নং গলি, চট্টগ্রাম।
শ্রীশ্রী রাধা-গোবিন্দ মন্দির, সেন্ট্রাল মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম।
গোলাপ সিং লেইন, নন্দনকানন ২নং গলি, চট্টগ্রাম।
শ্রীশ্রী রাধা গিরিধারী মন্দির, নতুন ব্রিজ সংলগ্ন, কালাঘাটা, বান্দরবান পার্বত্য
শ্রীশ্রী রাধা দামোদর মন্দির, কৃষ্ণানন্দ ধাম রোড, ঘোনারপাড়া, কক্সবাজার।
শ্রীশ্রী রাধা রাসবিহারী মন্দির, বনরূপা, হ্যাপির মোড়, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
শ্রীশ্রী রাধা বঙ্কুবিহারী মন্দির, আদালত সড়ক, খাগড়াছড়ি বাজার, খাগড়াছড়ি।
শ্রীশ্রী রাধা বংশীধারী মন্দির, দ.সহদেবপুর, ফেনী।
শ্রীশ্রী রাধাকৃষ্ণ গৌর-নিতাই মন্দির, গ্রাম: নরোত্তমপুর, ডাক: পণ্ডিতবাজার, চৌমুহনী, নোয়াখালী।
শ্রীশ্রী জগন্নাথ মন্দির, এনাম নাহার মোড়, সন্দীপ।
শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ মন্দির, উচ্চাঙ্গ, বাকিলা, হাজিগঞ্জ, চাঁদপুর।
শ্রী শ্রী জগন্নাথ মন্দির, জগন্নাথপুর, কুমিল্লা।
শ্রী শ্রী রাধামাধব মন্দির (নামহট্ট), মধ্যপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।
হরিসভা মন্দির, পুরাণবাজার, চাঁদপুর।
খুলনা বিভাগ
শ্রীশ্রী রাধামাধব মন্দির, জেলখানার চর, ময়মনসিংহ।
শ্রীশ্রী নৃসিংহ জিউ মন্দির (ইসকন)
গৃদ্দা নারায়ণ, শেরপুর সদর-২১০০,
শ্রীশ্রী জগন্নাথ মন্দির, গাড়া সাতপাই নেত্রকোনা।
শ্রীশ্রী রূপ সনাতন স্মৃতি তীর্থ (ইসকন), ডাক: মাগুরাহাট, থানা: অভয়নগর, গ্রাম: রামসরা, যশোর।
শ্রীশ্রী রাধামাধব মন্দির, গল্লামারি, সোনাডাঙ্গা, খুলনা।
শ্রীশ্রী গৌর-নিতাই মন্দির, কাটাখালি বাজার, পাকিজা, যশোর।
শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির, ফকরাবাদ, বড়দল, আশাশুনি, সাতক্ষীরা।
শ্রীশ্রী রাধা শ্যাম সুন্দর মন্দির, আরোয়াপাড়া, কুষ্টিয়া।
শ্রীশ্রী জগন্নাথ মন্দির, মাঝিয়ারা, তালা, সাতক্ষীরা।
রংপুর বিভাগ[সম্পাদনা]
শ্রীশ্রী রাধামদনমোহন মন্দির, ডাক+থানা: তারাগঞ্জ, রংপুর।
শ্রীশ্রী জগন্নাথ নামহট্ট মন্দির, পুরাতন পোস্ট অফিস পাড়া, কুড়িগ্রাম।
শ্রীশ্রী রাধা গোপীনাথ মন্দির, গোপালপুর আশ্রম, ডাক: গড়েয়া, ঠাকুরগাঁও।
শ্রীশ্রী রাধামাধব মন্দির ও ভক্তিবেদান্ত সংস্কৃত কলেজ, গড়েয়া, গোপালপুর, ডাক: গড়েয়া, ঠাকুরগাঁও।
শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির, কাহারুল, দিনাজপুর।
শ্রীশ্রী জগন্নাথ মন্দির (ইসকন), দহসী, জয়ানন্দহাট, দিনাজপুর।
শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, সেতাবগঞ্জ, নামহট্ট সংঘ (আশ্রম), বোচাগঞ্জ, দিনাজপুর।
শ্রীশ্রী রাধা-গিরিধারী জিউ মন্দির, বানিয়ার দিঘী, লালমনির হাট।
রাজশাহী
আনন্দ আশ্রম, সেউজগাড়ী, পালপাড়া, বগুড়া।
শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউ মন্দির, বগুড়া।
শ্রীশ্রী রাধামাধব মন্দির, রেশমপট্টি ঘোড়ামারা রাজশাহী।
শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির, উত্তর সাহা পাড়া সেরপুর, বগুড়া।
শ্রীশ্রী রাধা শ্যামসুন্দর মন্দির, শংকর মঠ, বি.এম. কলেজ রোড, বরিশাল।
ইসকন মন্দির, রায়েরকাঠি, পিরোজপুর- ৮৫০০
পটুয়াখালী ইসকন বৈদিক মন্দির, জুবিলী স্কুল রোড, পটুয়াখালী।
শ্রীশ্রী জগন্নাথ মন্দির, কিশোরগঞ্জ।
শ্রীশ্রী রাধা -শ্যামসুন্দর মন্দির, কর্মকার পাড়া, পুরাতন সাতক্ষীরা।
শ্রী গৌর নিতাই নামহট্র মন্দির দেওয়ানপুর জোরারগঞ্জ চট্রগ্রাম।
শ্রী শ্রী জগন্নাথ মন্দির কুমাই গাড়ী, শিবপুর।[১১]
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ হল গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান।[১] ১৯৬৬ সালে নিউ ইয়র্ক সিটিতে অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।[২] ইসকনের মূল ধর্মবিশ্বাসটি শ্রীমদ্ভাগবত ও ভগবদ্গীতা গ্রন্থদ্বয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
ReplyDeleteবাংলাদেশের মোল্লাদের জানা উচিত ইস্কন কোন রাজনৈতিক সংগঠন নয়।
ReplyDelete