ইস্কন সম্পর্কে কিছু অজানা তথ্য ! - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Wednesday, February 27, 2019

demo-image

ইস্কন সম্পর্কে কিছু অজানা তথ্য !


প্রভুপাদ আমেরিকার নিউ ইয়র্ক শহরে ইস্কনের যাত্রা শুরু করেন। ইস্কনের মাধ্যমে তিনি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বিশ্ববাসীকে জানার সুযোগ করে দেন। তার ডাকে সাড়া দেয় সারা বিশ্ব। আমেরিকানরা সবাই প্রায় কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছিলেন। এই দেখে মৌলবাদী ক্রিস্টিয়ানরা ইস্কনের বিরুদ্ধে "ব্রেনওয়াশ" মামলা করেন। তাদের অভিযোগ ছিল ইস্কন ব্রেনওয়াশ করে সকল আমেরিকানকে হিন্দু ধর্মে দীক্ষিত করছে।

12377801_458916750899510_6332218190624706750_o
 (ছবিতে ১৯৭০ সালের দিকে আমেরিকায় ইস্কনের সমাবেশে আগত ভক্তবৃন্দ।)


কিন্তু এই মামলা হলে জল পায়নি। ইস্কন এই মামলা জিতে যায়। এই মামলায় হারলে আমেরিকায় ইস্কন নিষিদ্ধ হতো ! শুধু আমেরিকায় নয় গত কয়েক বছর আগে রাশিয়ায় ইস্কন প্রচারিত ভগবত গীতার বিরুদ্ধে মামলা করা হয়।মামলাকারী রাশিয়ানদের অভিযোগ ভগবত গীতা সন্ত্রাসবাদে মদত দেয়। সুতরাং রাশিয়ায় ভগবত গীতা নিষিদ্ধ করা হোক। রাশিয়ান ইস্কন প্রানপনে লড়ে এই মামলায়। এই মামলায়ও ইস্কন জিতে যায়। এভাবেই অনেক পথ পাড়ি দিতে হয়েছে ইস্কনকে।


13465976_485674984890353_3453635092497251626_n
বাংলাদেশের অনেক ছাগু দেখছি ফেইসবুকে ইস্কনকে জামাতের সাথে তুলনা করে। তাদের বলছি পারলে ইস্কনের বিরুদ্ধে মামলা করুন। মিথ্যা অভিযোগ করবেন না। ইস্কন অনেক আগে থেকে সভ্য দেশে এসব মামলা লড়ে আসছে। ইস্কনের "ফুড ফর লাইফ" বা "হরে কৃষ্ণ ফুড ফর লাইফ" জাতিসংঘের অনুমোদিত।







জাতিসংঘের আওয়তায় ইস্কনের হরে কৃষ্ণ ফুড ফর লাইফ সারা বিশ্বে প্রতিদিন লক্ষ লক্ষ দরিদ্র মানুষকে ফ্রি ভেজিটেরিয়ান খাবার সরবরাহ করে।
বিস্তারিত জানতে ক্লিক করুন।

বিশ্ব বিখ্যাত "the Beatles" মহান শিল্পী জর্জ হ্যারিসন ইস্কনের পূর্ণ সদস্য ছিলেন। 
 বিশ্ববিখ্যাত শিল্পী জর্জ হ্যারিসন যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য আমেরিকায় "বাংলাদেশ বাংলাদেশ" গান গেয়ে সারা জানিয়েছিলেন তিনি সারা জীবন ইস্কনে পূর্ণ সদস্য ছিলেন।
methode_times_prodmigration_web_bin_76d3bfd6-83d8-3ab1-ac5d-e2247e3b5947


মৃত্যুর আগে তার অর্জিত সব সম্পত্তি ইস্কনের "হরে কৃষ্ণ ফুড ফর লাইফ" এর জন্য দান করে গেছেন। সেই ফান্ড থেকে বিশ্বের লক্ষ লক্ষ অনাহারী মানুষের মুখে খাবার পড়ে। ইস্কনের দিকে তীর ছুড়ার আগে একবার নিজেকে প্রশ্ন করুন : তাহলে কি মহান শিল্পী জর্জ হ্যারিসন ব্রেনওয়াশ হয়েছিলেন ? ইস্কন যদি ব্রেনওয়াশ করতো তবে জাকির নায়েকের মতো তারা উন্নত বিশ্বে নিষিদ্ধ হতো !

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *