আমেরিকার নির্বাচন : প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা তুলসী গাব্বার্ডের - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Saturday, January 12, 2019

demo-image

আমেরিকার নির্বাচন : প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা তুলসী গাব্বার্ডের


আগেই গুঞ্জন শোনা যাচ্ছিলো তুলসী গাব্বার্ড লড়বেন আমেরিকার প্রেসিডেন্ট পদে।  সেটিই সত্য হলো। স্থানীয় সময় শুক্রবার তিনি CNN এর সাথে সাক্ষাৎকারে এই ঘোষণা দিলেন। তিনি ওবামার দল ডেমোক্র্যাট হতে লড়বেন। তিনি সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন।আমেরিকার প্রেসিডেন্ট  নির্বাচন ২০২০ সালে।  তার আগে তাকে নিজ দলের মধ্যে জয়লাভ করতে হবে।


Screenshot+%252821%2529

তার এই ঘোষণার ফলে তার টুইটার ও ফেইসবুক একাউন্টে আনন্দের বন্যা দেয়া যায়। তিনি প্রেসিডেন্ট হলে তিনিই হবেন আমেরিকার প্রথম হিন্দু প্রেসিডেন্ট। তুলসী গাব্বার্ড হাওয়াই থেকে নির্বাচিত ডেমোক্রাট পার্টির  কংগ্রেসওম্যান। তিনি এর আগে আমেরিকার সামরিক বাহিনীতে কাজ করেছেন। তিনি একজন ধর্মপ্রাণ হিন্দু। বিশ্বের বিভিন্ন হিন্দু সম্মেলনে তাকে কীর্তন করতে দেখা যায়। তিনিই প্রথম ব্যক্তি যিনি আমেরিকার সংসদে প্রথম গীতা হাতে শপত  নিয়েছিলেন।বিশ্বের বিভিন্ন অঞ্চলে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে তাকে সোচ্চার হতে দেখা যায়। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে তিনি শেখ হাসিনাকে করা ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন।তিনি প্রেসিডেন্ট হলে তিনিই হবেন আমেরিকার প্রথম মহিলা এবং প্রথম নন-ক্রিস্টিয়ান প্রেসিডেন্ট।
Rep. Tulsi Gabbard said Friday she will run for president in 2020



অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *