১৯৭৮ সালের এক ১৪ বছরের এক ভারতীয় বালক সর্বপ্রথম ইমেইল আবিষ্কার করেন। তার নাম শিবা আয়াদুরাই
![]() |
১৯৭৮ সালে তাঁর তৈরি করা ইলেকট্রনিক মেল ব্যবস্থার জন্য তাঁকে কপিরাইট দেওয়া হয়। |
কিন্তু দুঃখের বিষয় ১৯১২ সালে কিছু মার্কিন সাংবাদিক শ্রী আয়াদুরাই এর বিরুদ্ধে প্রোপোগান্ডা শুরু করেন। তারা হাফ পোস্ট, ওয়াশিন্টন পোষ্টসহ বিভিন্ন নামকরা পত্রিকায় রায় টমলিসন নামক একজন আমেরিকানকে ইমেলের আবিষ্কারক হিসেবে উপস্থান করতে শুরু করেন। কাজ ঠিক তেমনই যেমন স্যার জগদীশ চন্দ্র বসু প্রথম রেডিওর আবিষ্কারক হলেও স্বীকৃতি দেয়া হয় একজন ইংরেজকে। শ্রী আয়াদুরাই এর কেস মার্কিন কোর্ট পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত মার্কিন কোর্ট শিবা আয়াদুরাই কেই ইমেলের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেয়।২০১৬ সালে শিবা আয়াদুরাই গাউকের মিডিয়া ( Gawker Media ) নামক একটি মার্কিন মিডিয়ার নামে তার ইমেইল সিস্টেম নকল করা এবং মানহানিকর মামলা করেন। সেই মামলায় কোর্ট ঐ মিডিয়াকে ক্ষতিপূরণ বাবদ শিবা আয়াদুরাই কে $৭৫০,০০০ ( সাড়ে সাথে লক্ষ মার্কিন ডলার) দেয়ার নির্দেশ দেয়। ২০১৪ সালে তিনি আমেরিকান এক্ট্রেস, কমেডিয়ান ফ্রান ড্রেসচের ( Fran Drescher) কে বিয়ে করেন। ২০১৬ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
শিবা আয়াদুরাই সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য উইকিপিডিয়া দেখুন
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।