এই ব্লগে কমেন্ট করবেন কিভাবে ?
ভালো প্রশ্ন। প্রত্যেক পোষ্টের নিচে সাধারণতঃ তিনটি কমেন্ট বাক্স থাকে। একটা ফেইসবুক কমেন্ট বাক্স, ব্লগ কমেন্ট বাক্স এবং Disqus কমেন্ট বাক্স। ফেসবুক কমেন্ট বক্সে আপনার ফেইসবুক ID সরাসরি কমেন্ট করতে পারবেন। আর ব্লগ কমেন্ট বক্সে কয়েকটা অপশন আছে। ১. ব্লগ ID ২. গুগল প্লাস ID (উভয় ক্ষেত্রে নিজ ID দিয়ে লগ ইন করতে হবে। ) এবং ৩. লগ ইন করে। - এক্ষেত্রে আপনার নাম এবং ইমেইল ID লাগবে। এখানে একটা সুবিধা হলো আপনি চাইলে আপনার নাম গোপন করে বা বেনামে কমেন্ট করতে পারেন।
তবে আপনার কোন ব্যক্তিগত তথ্য এই ব্লগে সংরক্ষণ বা প্রকাশ করা হয় না। যেমন ধরুন ইমেইল। আপনার ইমেইল ID কখনো ব্লগে প্রকাশ হবে না বা আমরা সংরক্ষণ করবো না।
ভালো প্রশ্ন। প্রত্যেক পোষ্টের নিচে সাধারণতঃ তিনটি কমেন্ট বাক্স থাকে। একটা ফেইসবুক কমেন্ট বাক্স, ব্লগ কমেন্ট বাক্স এবং Disqus কমেন্ট বাক্স। ফেসবুক কমেন্ট বক্সে আপনার ফেইসবুক ID সরাসরি কমেন্ট করতে পারবেন। আর ব্লগ কমেন্ট বক্সে কয়েকটা অপশন আছে। ১. ব্লগ ID ২. গুগল প্লাস ID (উভয় ক্ষেত্রে নিজ ID দিয়ে লগ ইন করতে হবে। ) এবং ৩. লগ ইন করে। - এক্ষেত্রে আপনার নাম এবং ইমেইল ID লাগবে। এখানে একটা সুবিধা হলো আপনি চাইলে আপনার নাম গোপন করে বা বেনামে কমেন্ট করতে পারেন।
তবে আপনার কোন ব্যক্তিগত তথ্য এই ব্লগে সংরক্ষণ বা প্রকাশ করা হয় না। যেমন ধরুন ইমেইল। আপনার ইমেইল ID কখনো ব্লগে প্রকাশ হবে না বা আমরা সংরক্ষণ করবো না।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।