সৌদি আরবে ভারতীয় নাগরিককে অপহরণের দায়ে তিন বাংলাদেশির হাত-পা কর্তনের নির্দেশ - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Sunday, January 20, 2019

demo-image

সৌদি আরবে ভারতীয় নাগরিককে অপহরণের দায়ে তিন বাংলাদেশির হাত-পা কর্তনের নির্দেশ

সৌদি আরবের শরিয়া আদালত তিন জন বাংলাদেশীর হাত ও পা কাটার নির্দেশ দিয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন বাংলাদেশের কুমিল্লা জেলার তিতাস থানার কাশীপুর গ্রামের কাউসার মাহমুদ, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ঝরছার গ্রামের শাহিনুর ও মাদারীপুরের রাজৈর থানার দুর্গাবার্দি গ্রামের রুবেল খালাসী। এই তিন বাংলাদেশী ২০১৬ সালের ২৭ শে সেপ্টেম্বর সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর জুবাইল থেকে একজন ভারতীয় নাগরিককে অপহরণ করে। অপহরণের পর তার কাছ থেকে বিপুল পরিমান অর্থ ছিনতাই করে। এ সময় এই তিন বাংলাদেশী সৌদি গোয়েন্দা পুলিশের পোষাকে ছিল। এই তিন বাংলাদেশী সৌদি আরবে শ্রমিকের কাজ করে বলে জানা যায়।
36663972_401



অভিযোগ প্রমাণিত হওয়ায়  দেশটির শরিয়া আদালত প্রত্যেকের ডান হাত ও বাম পা কাটার নির্দেশ দিয়েছে।রায় কার্য্যকরের পর তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়ার নির্দেশও দিয়েছে আদালত। বাংলাদেশের জাতীয় পত্রিকা - দৈনিক যুগান্তর জানায়, সাজাপ্রাপ্তদের স্বজনরা বাংলাদেশে দূতাবাসের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু এসব সাজায় ক্ষমা হওয়ার সম্ভবনা খুবই ক্ষীণ। আসামি  কাউসার মাহমুদের পাসপোর্ট নাম্বার এফ-১১৫২৫২০।তিনি কুমিল্লার তিতাস থানার কাশীপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। শাহিনুরের পাসপোর্ট নাম্বার এ-০৯৭৭৭৬২। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ঝরছার গ্রামের আবদুল মালেকের ছেলে। রুবেল খালাসীর পাসপোর্ট  নাম্বার  এবি-১৪৭২৪৭২। তিনি মাদারীপুরের রাজৈর থানার দুর্গাবার্দি গ্রামের মোহাম্মদ সৈয়দ আলীর ছেলে।অনেক বাংলাদেশী মিডল ইস্টে চুরিসহ অনেক অবৈধ্য কাজে জড়িত থাকার অপবাদ রয়েছে। সৌদি আরব সাধারণত এসব রায় প্রকাশ্যে জনগণের সামনে কার্যকর করে থাকে। এ নিয়ে মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘ দিন ধরে প্রতিবাদ করে আসছে।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *