সংঘ শক্তির জোরে মাত্র ১.৮% হিন্দু হয়ে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাতীয় গ্রন্থ মহাভারত ! তাদের বিমানের নাম গারুদা যা ভগবান বিষ্ণুর বাহক।
সংঘ শক্তির জোরে ভারত...ের মুসলমানরা দুই দুই বার ভারতের প্রেসিডেন্ট। তাছাড়া ভারতের সব
রাজনৈতিক দলগুলো মুসলমানদের সুবিধা দিতে প্রতিযোগিতায় ব্যস্ত !
সংঘ শক্তির অভাবে পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু হয়েও
আমাদের দাদারা সংখ্যালঘুর হাতে নিপীড়িত। সংখ্যালঘুর দেয়া আগুনে পুড়ে যায় তাদের ঘর-বাড়ি-মন্দির । পুলিশ উন্টো গেরুয়া দাদাদের গ্রেপ্তার করে ! স্বামী বিবেকানন্দ সহ অনেক মহামনীষী হিন্দু একটার উপর জোর দিয়েছেন। কিন্তু সমাজে তার কোন বাস্তব প্রতিফলন দেখা যায় না। বরং উল্টো দেখা যায়।
![]() |
ইন্দোনেশিয়ার বিমানের নাম গারুদা যা ভগবান বিষ্ণুর বাহক। |
সংঘ শক্তির অভাবে বাংলাদেশের হিন্দুরা একটা ফুটবল - যে যখন সুযোগ পায় দেয় লাথি ! আওয়ামীলীগকে ভোট দিবেন ? দিবে লাথি ! কারণ আপনারা তাদের ভোট ব্যাঙ্ক। এখন বিরোধী দল নেই, আছে বিদ্রোহী প্রার্থী।বিদ্রোহী প্রার্থীকে ভোট দিবেন ? আওয়ামী মনোনীত রাজাকার প্রার্থীর লোকজন এসে আপনাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিবে। আওয়ামীলীগকে ভোট দিবেন না ? তাদের বিদ্রোহী প্রার্থী ও মনোনীত প্রার্থীর লোকজন একসাথে এসে আপনাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিবে। বিএনপিকে ভোট দিবেন ?
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।