হিন্দুদের একতাবদ্ধ হওয়া জরুরী কেন ? - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Monday, December 3, 2018

demo-image

হিন্দুদের একতাবদ্ধ হওয়া জরুরী কেন ?


15940756_587148521409665_3402047760689334462_n

সংঘ শক্তির জোরে আমেরিকায় ১২ % কৃষ্ণাঙ্গ হয়েও বারাক ওবামা দুই দুই বার আমেরিকার প্রেসিডেন্ট ।
সংঘ শক্তির জোরে বিশাল আরব জাহানের মাঝখানে ছোট্ট একটি বিন্দুর মতো দেশ হয়েও ইসরাইল টিকে আছে এবং সামরিক ও অর্থনৈতিক ভাবে পুরা বিশ্ব শাসন করছে।
সংঘ শক্তির জোরে মাত্র ১.৮% হিন্দু হয়ে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাতীয় গ্রন্থ মহাভারত ! তাদের বিমানের নাম গারুদা যা ভগবান বিষ্ণুর বাহক।
সংঘ শক্তির জোরে  ভারত...ের  মুসলমানরা দুই দুই বার ভারতের প্রেসিডেন্ট। তাছাড়া ভারতের সব
রাজনৈতিক দলগুলো মুসলমানদের সুবিধা দিতে প্রতিযোগিতায় ব্যস্ত !
সংঘ শক্তির অভাবে পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু হয়েও

আমাদের দাদারা সংখ্যালঘুর হাতে নিপীড়িত। সংখ্যালঘুর দেয়া আগুনে পুড়ে যায় তাদের ঘর-বাড়ি-মন্দির । পুলিশ উন্টো গেরুয়া দাদাদের গ্রেপ্তার করে ! স্বামী বিবেকানন্দ সহ অনেক মহামনীষী হিন্দু একটার উপর জোর দিয়েছেন। কিন্তু সমাজে তার কোন বাস্তব প্রতিফলন দেখা যায় না। বরং উল্টো দেখা যায়।
30a78e2aaa68f1f6c55d1bf2d11551b3
ইন্দোনেশিয়ার  বিমানের নাম গারুদা যা ভগবান বিষ্ণুর বাহক।


সংঘ শক্তির অভাবে বাংলাদেশের হিন্দুরা একটা ফুটবল - যে যখন সুযোগ পায় দেয় লাথি ! আওয়ামীলীগকে ভোট দিবেন ? দিবে লাথি ! কারণ আপনারা তাদের ভোট ব্যাঙ্ক। এখন বিরোধী দল নেই, আছে বিদ্রোহী প্রার্থী।বিদ্রোহী প্রার্থীকে ভোট দিবেন ? আওয়ামী মনোনীত রাজাকার প্রার্থীর লোকজন এসে আপনাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিবে। আওয়ামীলীগকে ভোট দিবেন না ? তাদের বিদ্রোহী প্রার্থী ও মনোনীত প্রার্থীর লোকজন একসাথে এসে আপনাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিবে। বিএনপিকে ভোট দিবেন ?


আওয়ামীলীগের লোকজন বলবে, "মালায়ন ভোট দেয়নি। মালায়ন ভারতে তাড়িয়ে জমি দখল কর ।" বিএনপিকে ভোট দিবেন না ? বলবে শালা মালায়নের কারণে আওয়ামীলীগ জিতেছে। তাড়া মালায়ন ! আর জামাত বলে, "হয় ইসলাম গ্রহণ করো নয়তো ইন্ডিয়া যাও। ইসলামী দেশে কাফেরদের কোন স্থান নেই।" আর ভোট দানে বিরত থাকবেন ? আওয়ামীলীগের লোকজন এসে আপনাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিবে। কারণ আপনার নীরব প্রতিবাদের কারণে বিএনপি বা জামাত জিতে যাবে। তাই এই যুগে নীরব প্রতিবাদের কোন স্থান নেই ! তাই দরকার একতা- সততা - সহমর্মিতা এবং সহঅবস্থানে আত্মরক্ষা ! আর তার জন্য কোন বিদ্যা-বুদ্ধিও দরকার নেই। শুধু দরকার হিংসা-বিদ্বেষ ভুলে সহঅবস্থান করা ! 

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *