প্রশ্ন ও উত্তর - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Wednesday, December 26, 2018

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ও উত্তরঃ
আমাদের বন্ধুরা আমাদের ইনবক্সে অনেক প্রশ্ন করে থাকেন। তার মধ্যে কিছু দরকারি প্রশ্ন উত্তরসহ দেয়া হলো।
১. ইউনাইটেড হিন্দু কনসার্ন ফেসবুক পেজ ও ব্লগ কি এক ?
উত্তর : হ্যা। উভয়ই কমবেশি একই নীতি অনুসরণ করে একই কতৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয়। তবে পেইজের চেয়ে ব্লগ আরো বেশি মডারেড। চাইলে ব্লগে যে কেউ তার লেখা প্রকাশ করতে পারে। ব্লগে লেখার স্বাধীনতা বেশি দেয়া হয়েছে।এটি একটি ব্যতিক্রমধর্মী নিউজ পেপার স্টাইল ব্লগ। সচেতনতা সৃষ্টি করতে সঠিক সত্য ও নির্ভরযোগ্য ইনফরমেশন প্রকাশে বদ্ধপরিকর। কিন্তু পেইজে একটি নিদিষ্ট নিয়ম মেনে লিখতে হয়।
২.  ইউনাইটেড হিন্দু কনসার্ন কি কোন রাজনৈতিক সংঘটন ?
উত্তরঃ না।  এটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী।এর কোন বাস্তব শাখা নেই। সম্পূর্ণ অনলাইনে। সম্পূর্ণ নিজ খরচে কতৃপক্ষ এটা চালায়। 
৩.  ইউনাইটেড হিন্দু কনসার্ন কথা থেকে প্রকাশিত হয় ?
উত্তরঃ বাংলাদেশ, ভারত ও আমেরিকা।
৪.  ইউনাইটেড হিন্দু কনসার্ন কি কোন ডোনেশন গ্রহণ করে ?
উত্তরঃ না। কয়েকবার ডোনেশনের অফার পেলেও তা ফিরিয়ে দেয়া হয়েছে।
৫.  ইউনাইটেড হিন্দু কনসার্ন এর উদ্দেশ্য কি ?
উত্তরঃ লেখনীর মাধ্যমে মানুষকে সচেতন করা।এটি একটি ব্যতিক্রমধর্মী নিউজ পেপার স্টাইল ব্লগ। সচেতনতা সৃষ্টি করতে সঠিক সত্য ও নির্ভরযোগ্য ইনফরমেশন প্রকাশে বদ্ধপরিকর।
৬. ব্লগ ও ফেইসবুক পেইজের মধ্যে পার্থক্য কি ?
উত্তরঃ ব্লগে লেখার স্বাধীনতা বেশি। পেইজ ফেইসবুক নিয়ন্ত্রণ করে।আর ব্লগ সম্পূর্ণ নিজে নিয়ন্ত্রণ করা যায়। কেউ রিপোর্ট করলে ফেইসবুক পেইজ বন্ধ হয়ে যায়। ব্লগ রিপোর্টে বন্ধ হবে না বলা যায়। আপনার লেখা আমাদের ব্লগ থেকে কেউ কপি-পেস্ট করতে পারবে না।
৭. আমি কি  ইউনাইটেড হিন্দু কনসার্ন  ব্লগে লিখতে পারি ?
উত্তরঃ অবশ্যই। যে কেউ যে কোন বিষয়ে মনের মতো লিখতে পারে।  মনে রাখবেন ব্লগ আমাদের পেইজের মতো ধর্মীয় গন্ডির মধ্যে সীমাবদ্ধ নয়।
৮. আপনাদের ব্লগে লেখার শর্ত কি ?
উত্তরঃ লেখাটি সম্পূর্ণ নিজের হতে হবে। এখানে কপি-পেস্ট লেখা প্রকাশ করা হয়না।
৯. আমি কি  ইউনাইটেড হিন্দু কনসার্ন ফেইসবুক পেইজে লিখতে পারি ?
উত্তরঃ পারেন। তবে এডমিনদের অনুমতি সপক্ষে এপ্প্রুভ হতে হবে।
১০.  ইউনাইটেড হিন্দু কনসার্ন ব্লগে কিভাবে কমেন্ট করতে হয় ?
উত্তরঃ প্রত্যেক পোস্টের নিচে কমেন্ট বাক্স থাকে। সেখানে লগইন করুন। চাইলে আপনি নাম গোপন করেও কমেন্ট করতে পারেন।  ফেইসবুক আইডি, ব্লগার আইডিDisqus আইডি দিয়ে কমেন্ট করা যায়।প্রত্যেক পোস্টার শেষে যে তিনটি কমেন্ট বাক্স আছে তার যে কোন একটিতে ক্লিক করুন। যেমন আপনি ফেইসবুক এ ক্লিক করলে সরাসরি আপনার ফেইসবুক আইডি দিয়ে কমেন্ট করতে পারবেন।
১১. আমি কিভাবে  ইউনাইটেড হিন্দু কনসার্ন ব্লগে লিখতে পারি ?
উত্তরঃ নিচের লিংক ফলো করুন।
 লিখতে হলে
 সেন্ড করার পর সেটা ব্লগ এডিটরের কাছে যাবে। তিনি সেটি প্রকাশ করবেন।
১২. আমি কিভাবে  ইউনাইটেড হিন্দু কনসার্ন ব্লগের নিয়মিত লেখক হতে পারি ?
উত্তরঃ লেখার লিংকটি [  লিখতে হলে  ] ফলো করে কিছু লেখা পাঠান। লেখাগুলো ভালো হলে এডিটর আপনার মতামতের ভিত্তিতে আপনাকে একজন নিয়মিত লেখক হিসেবে অ্যাড করবেন।
১৩. আমি একজন মুসলিম। আমি কি আপনাদের ব্লগে লিখতে পারি ?
উত্তরঃ অবশ্যই। আপনি যে কোন বিষয়ে লেখার জন্য আমন্ত্রিত।
১৪.আপনাদের ব্লগ থেকে কেউ লেখা কপি-পেষ্ট বা সোজা বাংলায় চুরি করতে পারবে ?
উত্তরঃব্লগে প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর ! UHC Blog ( ইউনাইটেড হিন্দু কনসার্ন ) কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন ! লেখকের এবং মন্তব্যকারীর স্ব-স্ব লেখার এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখকের বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে। লেখকের বা মন্তব্যকারীর অনুমতি ব্যতিরেকে লেখার বা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না।তবে আপনি এখান থেকে যে কোন পোস্ট শেয়ার করতে পারবেন।তাছাড়া এখানে এমন একটি App ব্যবহার করা হয়েছে যে কেউ এখান থেকে লেখা কপি-পেষ্ট করতে পারবে না।সুতরাং একজন লেখক হিসেবে আপনার লেখা সম্পূর্ণ নিরাপদ।
১৫. আমার পিসি নেই। মোবাইল দিয়ে কি ব্লগ করা যায় ?
উত্তরঃ হ্যা যায়।আপনি মোবাইল দিয়েও লিখতে পারেন।  লিংকটি  [  লিখতে হলে  ] ফলো করে দেখুন বুঝতে পারবেন।
১৬. আমি কি নাম গোপন করে  বা ছদ্মনামে  ব্লগে লিখতে পারি ?
১৬. অবশ্যই পারেন।
১৭. আমি কিভাবে UHC বাংলা ব্লগ ফলো করতে পারি ?
উত্তরঃ দেন পাশের সাইড বারে Follow অপশন আছে।  জাস্ট Follow এর উপর ক্লিক করুন।
১৮. কিভাবে UHC বাংলা ব্লগ সাবস্ক্রাইব করবো ?
নিচের বক্সে আপনার ইমেইল এড্রেস লিখে সাবমিট করুন। নিয়মিত আপডেট পৌঁছে যাবে আপনার মেইল বক্সে। তাছাড়া আমাদের হোম পেইজ থেকেও ঠিক একই ভাবে সাবস্ক্রাইব করতে পারেন।
Enter your email address:


Delivered by FeedBurner

Any Questions? Please contact:

2 comments:

  1. সুদীপ্তDecember 27, 2018 at 3:10 AM

    এই ব্লগে কবিতা বা গল্প লেখা যাবে ?

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই। কবিতা গল্প এবং সাহিত্যের জন্য আলাদা সেকশন রয়েছে।

      Delete

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box