আসুন জেনে নেয় কুম্ভমেলা সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট।
সেই মোহিনী রূপ দেখতে লাগলো।সুযোগ বুঝে গরুড় এসে অমৃতের কলসী নিয়ে পালাল। যাবার পথে কলসি থেকে চার ফোঁটা অমৃত পৃথিবীতে পড়ে যায়। সেই চার জায়গাতে এখন কুম্ভ মেলা হয়।
দেখে নিন ২০১৯ সালের কুম্ভমেলার সময়সূচী।
২. জ্যোতির্বিদরা কুম্ভমেলার স্থান, তারিখ ও স্থায়িত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেন। এই সিন্ধান্ত নেয়া হয় বৃহস্পতি( Jupiter), সূর্য্য ও পৃথিবীর অবস্থানের উওপর ভিত্তি করে। বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিকের ত্র্যম্বকেশ্বরে; সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে; বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগে; এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে মেলা আয়োজিত হয়।
৩. কুম্ভমেলা গঙ্গা নদীর তীরে হাজার হাজার বছরে ধরে অনুষ্ঠিত হচ্ছে।
৪. কুম্ভমেলা দুই ধরণের :১. অর্ধ (হাফ) মেলা যা প্রতি ছয় বছর অন্তর দুটি ভিন্ন লোকেশনে অনুষ্ঠিত হয়।২. পূর্ণ বা ফুল মেলা যা প্রতি বারো বছর অন্তর প্রয়োগরাজে (পূর্বনাম এলাহাবাদ) অনুষ্ঠিত হয়।বলা হয় যেখানে এই মেলা অনুষ্ঠিত হয় সেই নদীর জল অমৃতে রূপান্তরিত হয়।
৫. প্রতি ১৪৪ বছর অন্তর একটি মহাকুম্ভ মেলা অনুষ্ঠটিও হয়।
৬. প্রয়োগরাজের কুম্ভমেলার ১০ লাখের বেশি মানুষ অংশ নেয়।
৭. ২০১৩ সালের কুম্ভমেলার ১০ কোটির উপর মানুষ অংশ নিয়েছিল।
৭. ২০১৩ সালের কুম্ভমেলার ১০ কোটির উপর মানুষ অংশ নিয়েছিল।
৮. এই বিশাল মানুষের ভিড় সামলাতে সেখানে ৩৫,০০০ টয়লেট ও ১৪টি হাসপাতাল নির্মাণ করা হয়। সেখানে ২৩৫ অস্থায়ী ডাক্তার এবং নিরাপত্তা নিশ্চিত করতে ৩০,০০০ পুলিশ নিয়োগ দেয়া হয়।
৯. কুম্ভমেলা প্রয়োগরাজের যে স্থানে অনুষ্ঠিত হয় তার নাম সংগ্রাম। এটি গঙ্গা যমুনা ও স্বরসতী নদীর মিলনস্থল।
১০. কুম্ভমেলার স্থানগুলো হলো : ১. প্রয়োগরাজ (সংগ্রাম) ২. হরিদ্বার (গঙ্গা নদীর তীরে) ৩. উজ্জান (ক্ষিপ্র নদীর তীরে) ও নাসিক (গোদাবরী নদীর তীরে )!
১০. কুম্ভমেলার স্থানগুলো হলো : ১. প্রয়োগরাজ (সংগ্রাম) ২. হরিদ্বার (গঙ্গা নদীর তীরে) ৩. উজ্জান (ক্ষিপ্র নদীর তীরে) ও নাসিক (গোদাবরী নদীর তীরে )!
বলিউড সুপারষ্টার ইমরান হাশমীকে স্ত্রীর সাথে কুম্ভমেলার স্নানে অংশ নিতে দেখা যায়। |
১১। কুম্ভ শব্দের অর্থ অমৃত নয়, কলস বা কলসি। অমৃত কুম্ভ মানে অমৃত ভর্তি কলসি।
ReplyDeleteRight
Deleteআপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি না। কিন্তু এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে কিনা সেটাও ভাবার বিষয়।
DeleteGreatest
ReplyDeletePlease mention the place of Kumvo Mela.
ReplyDeleteLook at # 15. It says the location.
DeleteAwesome post
ReplyDeleteদেবতারা ছলে বলে কলে কৌশলে অসুরদের ঠকিয়েছে। ভগবান নারয়ন কেন ছলনা করলেন?
ReplyDeleteদুষ্টের দমন করতে হবে , তা সে যে ভাবেই হোক,
Deletetime to time update চাই। thanks.
ReplyDeleteছিটারি বাটপারি কি প্রথম থেকে হয়ে আসছে? দেব দেবতারা করতে পারলে আমার ছিটারি করলে কিছু হবে না।
ReplyDeleteGreat
ReplyDeleteআমি ধর্ম নিয়ে কোন কথা বলতে চাইনা।
ReplyDeleteআমি এটাই বলবো কোন খারাপ মন্তব্য কেও
করিবেন না, ধর্মীয় ব্যপার নিয়ে।
The glory of Hindus. Jay Sri Krishna.
ReplyDeleteমুসলমানদের আরো বেশী করে হজ্বে যেতে হবে। হিন্দুরা আমাদের ছাড়িয়ে গেল। এটা মেনে নেয়া যায় না।
ReplyDeleteজয় শ্রীরামকৃষ্ণ
Deleteশব্দের তিন রকম অর্থশক্তি থাকতে পারে- যথা অভিধা,লক্ষণা,ব্যঞ্জনা।
ReplyDeleteযেমন- 'লক্ষী ছেলে' বললে ছেলেটি 'মেয়ে' বা 'নারী' হয়ে যায় না। সেক্ষেত্রে 'লক্ষী'শব্দের মানে দাঁড়ায় - 'সদর্থক গুণ বিশিষ্ট' বা 'শ্রীযুক্ত'।
'কুম্ভ' শব্দটির একটি বাংলা আভিধানিক অর্থ 'কলস'(অন্য অর্থ থাকার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। বিভিন্ন ভারতীয় ভাষাতেও একটি শব্দের নানার্থ দেখা যায়। যেমন 'মাগুর মাছ'- বলতে বাংলাতে 'মৎস বিশেষ' কিন্তু হিন্দিতে 'কুমির' বোঝানো হয়।
'কুম্ভমেলা' শব্দটির অর্থ এক্ষেত্রে পৌরাণিক কাহিনির সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে এক্ষেত্রে 'কুম্ভ হইতে নির্গত অমৃতের জন্যে আয়োজিত মেলা'বা সংক্ষেপে 'অমৃতের মেলা'বলা অসংগত নয়।
ঠিক
Deleteসহমত। ধন্যবাদ।
Deleteপড়ে খুব ভালো লাগলো৷ কুম্ভ মেলা সম্পর্কে অনেক কিছু জানলাম। ধন্যবাদ।
ReplyDeleteআপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।
Deleteইউনেস্ক কুম্ভমেলা কে "বিশ্বের সবচেয়ে বড় শান্তি সমবেশ" হিসেবে স্বীকৃতি দিয়েছে ২০১৭ সালে। অথচ আজ অবধি কেউ এটি বাংলা মিডিয়াতে তুলে ধরেনি। এতো গুরুত্বপূর্ণ একটি ইস্যু ফোকাস করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।
ReplyDeleteআপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।
DeleteGreat
ReplyDeleteএকথা ঠিক কুম্ভ মানে কলস বা কলসি। কিন্তু এখানে কলসি উজ্য হিসেবে ব্যবহৃরিত হয়েছে। পুরাণে কলসি ভরা অমৃতের কথা বলা হয়েছে। এখানে সবাই পাপ মোচন বা অমৃত লাভের জন্য যায়। তাই কুম্ভ মেলা মানে কলসির মেলা হতে পারে না। এই নামকরণটি ভাবার্থে ব্যবহৃরিত হয়েছে। এজন্য হয়তো এর নামকরণ হয়েছে কুম্ভমেলা বা অমৃতের মেলা।
ReplyDeleteFantastic job done. I just loved your work here. Lovely. I visited your blog for the first time.
ReplyDeleteRecent all jobs circular
Thank you for your inspiration. You are always welcome here.
Delete