বৃটেনে সরকারী ভাবে চালু হলো হিন্দু স্কুল - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Tuesday, December 25, 2018

demo-image

বৃটেনে সরকারী ভাবে চালু হলো হিন্দু স্কুল


Krishna_Avanti_school_Harrow%252C_005
কৃষ্ণ-অবন্তী প্রাইমারী স্কুল,লন্ডন !

উত্তর লন্ডনের  মিডলসেক্স এর কামরস এভিনিউতে ( Camrose Avenue, Edgware, Middlesex) সরকারি উদ্যেগে একটি হিন্দু স্কুল চালু করা হয়েছে। উল্লেখ্য যে লন্ডনের  মিডলসেক্স এর মোট জনসংখ্যার ২৫% হিন্দু। স্কুলটির নাম দেয়া হয়েছে কৃষ্ণ-অবন্তী প্রাইমারী স্কুল।স্কুলটি প্রথম উদ্ভোধন করা হয় ২০০৮ সালের ১লা সেপ্টেম্বর।
 ৫ একর জমির স্কুলটি করতে বৃটিশ সরকারের ব্যয় হয়েছে ১১ মিলিয়ন পাউন্ড যা বাংলা টাকায় দাড়ায় প্রায় ১০৭ কোটি টাকা।স্কুল চলছে সম্পূর্ণ হিন্দু তথা বৈদিক নিয়মে। বেদকে প্রাধান্য দিয়ে
স্কুলের সিলেবাস তৈরী করা হয়েছে।কৃষ্ণ-অবন্তী স্কুলের লাঞ্চে দেয়া হয় সম্পূর্ণ নিরামিষ খাবার।
methode_sundaytimes_prodmigration_web_bin_c4aaed2c-8a29-436c-b7cc-41f77134d996
লাঞ্চে দেয়া হয় সম্পূর্ণ নিরামিষ খাবার।


এই স্কুলে সংস্কৃত পড়ানো হয়। ৩ থেকে ১১ বছরের বাচ্চারা এই স্কুলে পড়ার সুযোগ পায়।সাধারণ শিক্ষার পাশাপাশি  এখানে মেডিটেশন এবং যোগ ব্যায়াম শিক্ষা দেয়া হয়ে থাকে।

কৃষ্ণ-অবন্তী স্কুল সম্পর্কে আরো বেশি জানতে জানতে তাদের ওয়েবসাইট দেখুন।

Krishna-Avanti-Primary-School

ইস্কন লন্ডনের এডুকেশন সার্ভিস এর প্রধান শ্রী রাসমণ্ডল দাশ (Rasamandala Das) বলেন, আমরা যতদূর সম্ভব হিন্দু  মূল্যবোধের উপর ভিত্তি করে সিলেবাস তৈরী করেছি। স্কুল তৈরিতে যে শ্বেতপাথর ব্যবহার করা হয়েছে তা ভারত থেকে আমদানি করা হয়েছে।

Rani
বৃটেনের রানী কৃষ্ণ-অবন্তী প্রাইমারী স্কুল পরিদর্শন করেন।

 বৃটিশ হিন্দু ফোরামের মুখপাত্র শ্রী ভারত পান্ডে বলেন, এটি ইংল্যান্ডে বসবাসকারী ৮ লক্ষ হিন্দুর জন্য একটি মাইল ফলক।পূর্ব লন্ডনের লেইচেস্টারে এই স্কুলের দ্বিতীয় শাখা রয়েছে।

আরো দেখুনঃ আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন।


jsR_250714_KRISHNA
 সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো  ভারতের মোট জনসংখ্যার ৮০ ভাগ হিন্দু হওয়া সত্ত্বেও বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ দাবিকারী  ভারতের স্কুলে  হিন্দু ধর্মের কোন বিষয়   পড়ানো নিষিদ্ধ।বৈদিক বা হিন্দু ধর্মকে প্রাধান্য দিয়ে কোন স্কুল খোলাও নিষিদ্ধ। কিন্তু মাদ্রাসায় ঠিকই ইসলাম পড়ানো হয়। ওদিকে গণতন্ত্রের সূতিকাগার ইংল্যান্ডে সরকারি উদ্যেগে খোলা হলো হিন্দু স্কুল - কৃষ্ণ-অবন্তী প্রাইমারী স্কুল।স্কুলটি প্রাইমারী হিসেবে যাত্রা শুরু করলেও পরে মাধ্যমিক ও কলেজে পরিণত করার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।

Video: Krishna-Avanti Primary School

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

  • image

    আমেরিকায় প্রতিষ্ঠিত হলো আধুনিক বিশ্বের প্রথম ইয়োগা ইউনিভার্সিটি

    নিউ ইয়র্ক: ৬ষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অংশ হিসাবে, লস অ্যাঞ্জেলেসে ভারতের বাইরে বিশ্বের প্রথম যোগ বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে, এমন কর্মসূচি... Readmore

  • noakhali-1946

    নোয়াখালী গণহত্যা- (৯)

    ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে নোয়াখালী গণহত্যা। আজ নবম পর্ব। উৎখাত পরিবারের জীবন-সমস্যাঃ ধ্বংস্তূপের পর নোয়াখালিপ্রসঙ্গের দ্বিতীয় বেদনাদায়ক স্... Readmore

  • noakhali-1946

    নোয়াখালী গণহত্যা- (৮)

    ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে নোয়াখালী গণহত্যা। আজ অষ্টম  পর্ব। নোয়াখালি ও ত্রিপুরার অংশবিশেষে উপদ্রবের অব্যবহিত পরে গত ১৯শে অক্টোবর বঙ্গীয় প্রে... Readmore

  • noakhali-1946

    নোয়াখালী গণহত্যা – (৭)

    ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে নোয়াখালী গণহত্যা। আজ সপ্তম  পর্ব। বাঙলায় ও বিহারেঃ বাঙলার দাবদাহ লাগিয়া বিহার প্রদেশে যে অশান্তির বহ্নি প্রধ... Readmore

  • %25E0%25A6%25A1%25E0%25A6%25BE%25E0%25A6%25B2-%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A6%25B0-%25E0%25A7%25A7%25E0%25A7%25A7-%25E0%25A6%25B0%25E0%25A7%2587%25E0%25A6%25B8%25E0%25A6%25BF%25E0%25A6%25AA%25E0%25A6%25BF

    ডাল রান্নার ১১টি রেসিপি

     আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি অনেক মজার খাবারের রেসিপিগুচ্ছ। এটি হলো হরেক রকমের ডাল বিভিন্নভাবে রান্নার রেসিপি। দেখে নিন ডাল রান্নার ১... Readmore

  • noakhali-1946

    নোয়াখালী গণহত্যা- (৬)

    ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে নোয়াখালী গণহত্যা। আজ ষষ্ঠ  পর্ব। বেসরকারী মহল হইতে এই সকল বিবৃতি যখন প্রকাশিত হইতেছিল তখন সরকারী কর্তৃপক্ষ বসিয়া ... Readmore

  • untitled-1-1591279035819

    Following George Floyd's Death, A Hindu Farmer Died In Police Custody In Bangladesh!

    Police say Nikhil's death was an accident and no complaints were lodged over his death  A farmer, who had his spinal cord broken in three places... Readmore

code-box

Contact Form

Name

Email *

Message *