বৃটেনে সরকারী ভাবে চালু হলো হিন্দু স্কুল - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Tuesday, December 25, 2018

বৃটেনে সরকারী ভাবে চালু হলো হিন্দু স্কুল


কৃষ্ণ-অবন্তী প্রাইমারী স্কুল,লন্ডন !

উত্তর লন্ডনের  মিডলসেক্স এর কামরস এভিনিউতে ( Camrose Avenue, Edgware, Middlesex) সরকারি উদ্যেগে একটি হিন্দু স্কুল চালু করা হয়েছে। উল্লেখ্য যে লন্ডনের  মিডলসেক্স এর মোট জনসংখ্যার ২৫% হিন্দু। স্কুলটির নাম দেয়া হয়েছে কৃষ্ণ-অবন্তী প্রাইমারী স্কুল।স্কুলটি প্রথম উদ্ভোধন করা হয় ২০০৮ সালের ১লা সেপ্টেম্বর।
 ৫ একর জমির স্কুলটি করতে বৃটিশ সরকারের ব্যয় হয়েছে ১১ মিলিয়ন পাউন্ড যা বাংলা টাকায় দাড়ায় প্রায় ১০৭ কোটি টাকা।স্কুল চলছে সম্পূর্ণ হিন্দু তথা বৈদিক নিয়মে। বেদকে প্রাধান্য দিয়ে
স্কুলের সিলেবাস তৈরী করা হয়েছে।কৃষ্ণ-অবন্তী স্কুলের লাঞ্চে দেয়া হয় সম্পূর্ণ নিরামিষ খাবার।
লাঞ্চে দেয়া হয় সম্পূর্ণ নিরামিষ খাবার।


এই স্কুলে সংস্কৃত পড়ানো হয়। ৩ থেকে ১১ বছরের বাচ্চারা এই স্কুলে পড়ার সুযোগ পায়।সাধারণ শিক্ষার পাশাপাশি  এখানে মেডিটেশন এবং যোগ ব্যায়াম শিক্ষা দেয়া হয়ে থাকে।

কৃষ্ণ-অবন্তী স্কুল সম্পর্কে আরো বেশি জানতে জানতে তাদের ওয়েবসাইট দেখুন।


ইস্কন লন্ডনের এডুকেশন সার্ভিস এর প্রধান শ্রী রাসমণ্ডল দাশ (Rasamandala Das) বলেন, আমরা যতদূর সম্ভব হিন্দু  মূল্যবোধের উপর ভিত্তি করে সিলেবাস তৈরী করেছি। স্কুল তৈরিতে যে শ্বেতপাথর ব্যবহার করা হয়েছে তা ভারত থেকে আমদানি করা হয়েছে।

বৃটেনের রানী কৃষ্ণ-অবন্তী প্রাইমারী স্কুল পরিদর্শন করেন।

 বৃটিশ হিন্দু ফোরামের মুখপাত্র শ্রী ভারত পান্ডে বলেন, এটি ইংল্যান্ডে বসবাসকারী ৮ লক্ষ হিন্দুর জন্য একটি মাইল ফলক।পূর্ব লন্ডনের লেইচেস্টারে এই স্কুলের দ্বিতীয় শাখা রয়েছে।

আরো দেখুনঃ আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন।


 সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো  ভারতের মোট জনসংখ্যার ৮০ ভাগ হিন্দু হওয়া সত্ত্বেও বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ দাবিকারী  ভারতের স্কুলে  হিন্দু ধর্মের কোন বিষয়   পড়ানো নিষিদ্ধ।বৈদিক বা হিন্দু ধর্মকে প্রাধান্য দিয়ে কোন স্কুল খোলাও নিষিদ্ধ। কিন্তু মাদ্রাসায় ঠিকই ইসলাম পড়ানো হয়। ওদিকে গণতন্ত্রের সূতিকাগার ইংল্যান্ডে সরকারি উদ্যেগে খোলা হলো হিন্দু স্কুল - কৃষ্ণ-অবন্তী প্রাইমারী স্কুল।স্কুলটি প্রাইমারী হিসেবে যাত্রা শুরু করলেও পরে মাধ্যমিক ও কলেজে পরিণত করার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।

Video: Krishna-Avanti Primary School

29 comments:

  1. লোকেশ সাহাDecember 25, 2018 at 12:14 PM

    জয় শ্রীকৃষ্ণ।

    ReplyDelete
  2. ধন্যবাদ সকল হিন্দুদের এবং ব্রিটেন সরকারকে

    ReplyDelete
    Replies
    1. আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।

      Delete
  3. অসংখ্য ধন্যবাদ জানাই।

    ReplyDelete
  4. Is their any art & craft teacher job ? I am interested to

    ReplyDelete
    Replies
    1. অনেক অনেক ধন্যবাদ ব্রিটিশ সরকারকে,,,একটা কলেজ ও নির্মাণ করা হউক এমন করে যা ভারত সরকার করা দরকার অামাদের মধ্যে নিজ ধর্ম সম্পর্ক নেই বলে অাজ হিদু সংক্ষায় কমে যাচ্ছে ধর্মান্তরিত হয়ে,,,,

      Delete
    2. Here is the chool's website. you can try:https://avanti.org.uk/kapsharrow/

      Delete
  5. Very very interesting news. But in the country of Hindus, this trend is quite absent. I am astonished by hypocratic behavior of Indian Hindus. How can a Party like Khangress(Congress) can come into the power of India who are vehemently against the interest of Hindus. Why Hindus are so hypocrats.

    ReplyDelete
    Replies
    1. I am surprised that this school opened in 2008. No Indian media covered it. All they publish is Muslim's news.

      Delete
  6. দুঃখজনক হলো স্কুলটি 2008 সালে চালু হলেও "আমাদের বাজারি পত্রিকা" এসব খবর দেয়না। কিন্তু কারো হিজাব খসে পড়লে এক সপ্তাহব্যাপী হেডলাইন থাকে। "বাজারি পত্রিকার" কাছে স্কুলের চেয়ে হিজাব বেশী গুরুত্বপূর্ণ ।

    ReplyDelete
  7. Very exciting news.

    ReplyDelete
    Replies
    1. আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।

      Delete
  8. ভালো উদ্যােগ,উদ্যাক্তাদের সাধুবাদ জানাই।এ যাত্রা অব্যহত থাকুক।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ।সাথে থাকুন।

      Delete
  9. জয় শ্রীকৃষ্ণ। জয় হিন্দ।
    Joy sri Krishn. Joy hind
    I love my lord sri Krishna

    ReplyDelete
    Replies
    1. আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।

      Delete
  10. আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।

    ReplyDelete
  11. ভালো উদ্দ্যেগ। তবে হচ্ছি যে ভারতে এরকম নেই তবু ব্রিটেনে হচ্ছে।

    ReplyDelete
  12. ব্রিটিশরা প্রমান করলো শিক্ষার কোন শেষ নাই।

    ReplyDelete
  13. যাক। লন্ডনে বসবাসরত ভারতীয়রা উপযুক্ত ধার্মিক শিক্ষা পাবে।

    ReplyDelete
  14. বিদেশের যেখানে ভারতীয় বা হিন্দুরা বসবাস করে সব জায়গায় এটা করা উচিত। নিজের শিকড়ের সাথে সংযুক্ত থাকা উত্তম।

    ReplyDelete
  15. জয় শ্রীরাম। লন্ডনে গেরুয়া পতাকা উড়ুক।

    ReplyDelete
  16. লন্ডনে কেউ সন্ত্রাসবাদিতা করে আবার কেউ শিক্ষার আলো জ্বালায়।

    ReplyDelete
  17. বিদ্যা বসাকNovember 30, 2019 at 9:50 PM

    নাম বেশ সুন্দর হয়েছে : কৃষ্ণ- অবন্তী প্রাইমারী স্কুল।

    ReplyDelete
  18. সুন্দরী রায়November 30, 2019 at 10:03 PM

    অবাক ব্যাপার ! তারা আবার নিরামিষ খাবার পরিবেশন করে।

    ReplyDelete
  19. সুন্দরী রায়November 30, 2019 at 10:05 PM

    স্কুল ড্রেসটা জোস।

    ReplyDelete

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box