ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ ... - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Thursday, December 17, 2020

ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ ...



সম্প্রতি কিছু পশ্চিমবঙ্গীয় সেক্যুলার তৃণমূলী ও বামদের দেখা যাচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতনকে ফেক বা ভুয়া প্রমান করতে ব্যস্ত। বামের ছাত্র শাখা সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে বাংলাদেশের সংখ্যালঘু নেতাদের উপর হামলা চালিয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করে বের করে দিয়েছে। তাদের দাবি তারা মোটামুটি সারা বাংলাদেশ ঘুরে গেছেন কিন্তু তারা বাংলাদেশে
হিন্দু নির্যাতনের কোন চিহ্ন পায়নি। বরং তারা বলত...ে চান বাংলাদেশের হিন্দুরা অনেক ভালো আছে। প্রশাসন ও সরকারও হিন্দুদের প্রতি সহনশীল। তাদেরকে বলতে চাই আসুন আমাদের পেইজ ঘুরে যান আপনারা যদি একটি ঘটনা মিথ্যা প্রমান করতে পারেন

তবে আপনাদের সব দাবি মেনে নেব। যশোরের মালো পাড়ার হামলা কি মিথ্যা? সেদিন আওয়ামীলীগের হামলায় মালোপাড়ার হিন্দুরা নারী-শিশুসহ জীবন বাঁচাতে সারা রাত নদীতে গলা জলে দাঁড়িয়ে ছিল। পাবনা সাঁথিয়া, বিশ্বজিৎকে দিনের আলোয় কুপিয়ে হত্যা, রামুতে বৌদ্ধ পল্লীতে হামলা- যেখানে হাজার বছরের বৌদ্ধ প্রতিমা মাটির সাথে গুড়িয়ে দেয়া হয়েছে। এসবই হয়েছে সরাসরি সরকারি দল লীগ দ্বারা। এছাড়া দিনাজপুর, সাতক্ষীরা, ২৪ দিনে ৩২৯টি মন্দির-বাড়ি-দোকানে হামলা, হিন্দু পুরোহিত গলা কেটে হত্যা, ক্রিস্টিয়ান যাজক গলা কেটে হত্যা,সিলেটে দিনে-দুপুরে ইস্কন মন্দিরে হামলা, দিনাজপুরে ইস্কন মন্দিরে বোমা সর্বশেষ নাসিরনগর এরকম বলে শেষ করা যাবে না। সব কিছুই জাতীয় ও আন্তর্জাতিক নিউজে এসেছে। প্রতিটি হামলার সময় পুলিশ হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে অথবা হামলায় মুসলমানদের সাহায্য করেছে। আর নিরীহ সাঁওতাল পল্লীতে স্বয়ং পুলিশ জ্বালিয়ে দিয়েছে।শেখ হাসিনার বেয়াই মন্ত্রী মোশারফ তো প্রকাশ্যে হিন্দু নেতার চোখ তুলে নেয়া হুমকি দিয়েছে।একজন প্রধান শিক্ষককে তার নিজ স্কুলের ছাত্রদের সামনে হিন্দু হওয়ার কারণে কান ধরে ওঠবস যে কতটা অপমানের তা কি আপনাদের বোধে আসে না ? আর এইসব আপনাদের কাছে প্রশাসনের সহনশীলতা? হ্যা, এসব তো আপনাদের কাছে সহনশীলতা মনে হবে। কারণ আপনারাই তো দেশভাগ ও '৭১ এ তপ্লি-তপলা নিয়ে আগে ভেগে গিয়ে ছিলেন।ঢাকায় জন্মগ্রহণকারী নোবেল বিজয়ী অমর্ত্য সেন একবস্তে বাবার সাথে সীমানা পাড়ি দিয়েছিলেন।আজ তিনি জন্মভূমিতে আসেন অতিথি হিসেবে!আর ওপারে বড় বড় বক্তৃতা ছাড়েন। লজ্জা করা উচিত। ভুক্তভুগি এদেশের হিন্দুরাই।সর্বশেষ, আপনাদের কাছে যদি এদেশের হিন্দুদের অবস্থা এতো ভালো মনে হয় তবে ওদেশে "ঘটি" হিসেবে থাকার কি দরকার? গলাবাজি না করে ফিরে আসুন, আমরা আপনাদের ওয়েলকাম জানাতে সম্পূর্ণ প্রস্তুত!

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box