স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহন করলেন ফাতিমা,নতুন নাম প্রজ্ঞা রক্ষিত!! - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Wednesday, May 20, 2020

demo-image

স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহন করলেন ফাতিমা,নতুন নাম প্রজ্ঞা রক্ষিত!!

নকুলকে ভালোবেসেছিলেন ফাতিমা। কিন্ত ইসলামিক জিহাদিরা সেই ভালবাসাকে সম্মান দেয়নি,এমন কি ইন্টার কাস্ট ম্যারিজের ব্যাপারেও তাদের সম্মতি নেই।অবস্থা এতটাই বেগতিক হয়ে যায় যে নকুল কে তারা মেরে ফেলার হুমকিও দেয়।

EYc4Q2SXQAAQdZW



কিন্ত তা আর হয়নি,এগিয়ে আসে অগ্নিবীর।  গাজিয়াবাদের অগ্নিবীর ভিকশিত এবং পবন ওর তত্বাধানে তাদের বিবাহ সংগঠিত হয়। এদিকে নিজ ধর্ম,নিজ মানুষ সবার উপর ক্ষোভ জমে যায় ফাতিমার। তাই সে স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহন করতে ইচ্ছা প্রকাশ করে। তার ই সুবাদে অগ্নিবীরের যজ্ঞ এর মাধ্যমে ফাতিমা নিজের নাম পরিবর্তন করে। নতুন নাম হয়,প্রজ্ঞা রক্ষিত।


support Agniveer
1) UPI/GPay - agniveerupi@sbi 2) Online (Cards/UPI/PayTM/ GPay/Wallets/Net Banking/NEFT) (80G tax benefit) - http://janswabhiman.org/help 3) Outside India - http://agniveer.com/paypal Pls email payment details at agniveeryajna@gmail.com



অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *