কিন্ত তা আর হয়নি,এগিয়ে আসে অগ্নিবীর। গাজিয়াবাদের অগ্নিবীর ভিকশিত এবং পবন ওর তত্বাধানে তাদের বিবাহ সংগঠিত হয়। এদিকে নিজ ধর্ম,নিজ মানুষ সবার উপর ক্ষোভ জমে যায় ফাতিমার। তাই সে স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহন করতে ইচ্ছা প্রকাশ করে। তার ই সুবাদে অগ্নিবীরের যজ্ঞ এর মাধ্যমে ফাতিমা নিজের নাম পরিবর্তন করে। নতুন নাম হয়,প্রজ্ঞা রক্ষিত।
support Agniveer
1) UPI/GPay - agniveerupi@sbi 2) Online (Cards/UPI/PayTM/ GPay/Wallets/Net Banking/NEFT) (80G tax benefit) - http://janswabhiman.org/help 3) Outside India - http://agniveer.com/paypal Pls email payment details at agniveeryajna@gmail.com
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।