প্রাপ্ত খবর অনুযায়ী, ১৯ ই মার্চ নাঈম তার বিবি ও বাচ্চাদের বাপের বাড়ি পৌঁছে দিয়েছিল। যারপর দেশজুড়ে লকডাউন লাগু হয়ে যায়। তৎপর নাঈম তার নিজের মাসতুতো বোনকে বিয়ে করে ফেলে। এরপর নাসিম খবর পেয়ে যখন বাপের বাড়ি থেকে ফিরে আসে তখন কান্ড দেখে হতবাক হয়ে যায়। নাসিম দেখে যে নাঈম যাকে এতদিন বোন বলতো তাকে বিবি বানিয়ে বসে আছে। শুরু হয় তুমুল ঝগড়া, নাঈম বলে আমি দুই বিবিকে নিয়ে থাকতে রাজি
নাসিম বলেন, আমি এর বিচার চাই এবং প্রশাসনের হস্তক্ষেপ চাই। যারপর উনি ‘মেরা হক’ নামক এক ফাউন্ডেশনে দ্বারস্থ হন। মেরা হক ফাউন্ডেশনের সভাপতি পদে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির বোন। যিনি এই বিষয়ে নাসিমকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার পন নিয়েছেন।
সূত্র : India rag
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।