আওয়ামীলীগের অন্দরে একজন নারী লিপ্সু দুর্ধর্ষ শিবির ক্যাডার - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Tuesday, May 19, 2020

demo-image

আওয়ামীলীগের অন্দরে একজন নারী লিপ্সু দুর্ধর্ষ শিবির ক্যাডার

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চেড়াঘাট গ্রামের দরিদ্র কৃষকের মাদ্রাসা পড়ুয়া সন্তান লিটন। জন্ম ১৯৮৭ সাল। দারিদ্রের কষাঘাতে জর্জরিত কৃষক বাবা তাকে ভর্তি করান মাদ্রাসায়। উল্লেখ্য জামাত অধ্যষিত এই চেড়াঘাট গ্রামের ৯০% মানুষই জন্মসূত্রে জামাত সমর্থক। অত্যন্ত ধূর্ত প্রকৃতির লিটন নাম মাদ্রাসায় পড়াকালীন শিবিরের দুর্ধর্ষ ক্যাডার হয়ে যান।
thumbnail

 ২০১৩-১৪ সালের নাশকতার সময় এই লিটনের অত্যাচার ছিল সীমাহীন। ১৩-১৪ সালে নাশকতার সময় কলারোয়া বাজার, দমদম বাজার, সোনাবাড়ীয়া বাজার, যুগীবাড়ি মোড় এবং ব্রজবাকসা মোড়ে সে ত্রাশের রাজ্য কায়েম করেছিল। তৎকালীন কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বর্তমানে কলারোয়া থানার ৩ নং কয়লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ ইমরানের নেতৃত্বে ছাত্রলীগ / আওয়ামীলীগের সাথে নুর মোহাম্মাদ সিরাজী ওরফে লিটনের নেতৃত্বে শিবিরের সাথে কলারোয়া হাসপাতাল রোড সহ বিভিন্ন জায়গায় মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। ৫ই জানুয়ারীর নির্বাচনের পর সে আতœ গোপনে যায়।
97991823_3175879509101441_3003259493795495936_n

 ৩৩ বছরের এই যুবক কয়েকটি বিয়েও করে। বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে বহু টাকা লোটপাট করে। তার নামে একাধিক চেক জালিয়াতির মামলা সহ বিভিন্ন মামলা আছে। তারপর সে ঢাকায় এসে আতœগোপন করে।
97141185_3175879429101449_1171955090265735168_n

 সে সময় পার্বত্য সন্ত্রাসী রকি বড়ুয়া, হেফাজত ইসলাম, ও ইসলামী ঐক্যজোটের সাথে সংখ্যতা গড়ে তোলে। তাদের মদদে এবং কোন কূট কৌশল বাস্তব্য়নে নতুন করে পরিচিত হয় মওলানা নূর মোহাম্মাদ সিরাজী নামে। প্রয়াত শওকত হোসেন নিলুর এনপিপিতে যোগ দিয়ে বড় নেতা হয়ে যান। তারপর এক সময় ওলামা লীগের নেতাদের সাথে মিশতে থাকে। 
97406813_3175880205768038_5190864123524546560_n

এভাবে আওয়ামী ঘরোনায় ঢুকে যায়। এক পর্যায়ে বিভিন্ন নেতাদের মাধ্যমে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মিশতে থাকে। এসবির একজন দায়িত্বশীল উদ্ধর্তন কর্মকর্তার সাথে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলে। অত্যন্ত সজ্জন অফিসার এই শিবির নেতার চালাকি বুঝতে না পেরে গভীরভাবে মিশতে থাকে। 
97516077_3175880265768032_5257127377183440896_n

তার সুবাদে শুরু একে একে সব উদ্ধর্তন পুলিশ কর্মকর্তাদের সাথে সেলফি আর যাতায়াত। তারপর শুরু করে মন্ত্রী আর এমপিদের সাথে ঘনিষ্ঠতা। এভাবেই সে রকি বড়ুয়াকে প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত পৌঁছে দেয়। উল্লেখ্য রকি বড়ুয়ার ডেরা বান্দরবনে সে প্রায় নারী সহ যাতায়াত করে। 
97773939_3175880039101388_6103960018736906240_n

এবং সারা দেশে ট্যুর করতে থাকে। রংপুরের জয় সদন থেকে শুরু করে গণভবন! আর ওসি থেকে শুরু করে এডিশনাল আইজি পর্যন্ত! সমস্ত জায়গায় তার পদচারণা আর সেলফিবাজী। মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সচিব বিপুল বিক্রমে তার পদচারণা আর সেলফিবাজী। সাঈদীর ছেলে, রকি বড়ুয়া, হেফাজত ইসলাম, ইসলামী ঐক্যজোট, সহ জামাত শিবির! সব জায়গায় তার অবাধ পদচারণা। মূলত এদের স্পাই হিসাবেই সে নিয়োজিত।

97410131_3175880702434655_1671589297234378752_n

কয়লা ইউনিয়ন চেয়ারম্যান শেখ ইমরান হোসেন বলেন, এই সিরাজী ওরফে লিটনের নেতৃত্বে শিবির ১৩/১৪ সালে ছাত্রলীগের উপর যে অত্যাচার করেছে তা কখনো ভুলবার নয়। এরকম একজন দুর্র্ধষ শিবির ক্যাডার কিভাবে গণভবন পর্যন্ত পৌঁছালো সেটা আমার বোধগম্য নয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার দৃষ্টিআকর্ষণ করছি।
97009224_3175880615767997_6203508414241308672_n

97471704_3175880425768016_5886946346451075072_n

96947119_3175880335768025_6726521476821811200_n

97516077_3175880265768032_5257127377183440896_n

97406813_3175880205768038_5190864123524546560_n

97202254_3175880105768048_543131183316205568_n

97773939_3175880039101388_6103960018736906240_n

97951598_3175879972434728_2374855587402874880_n

98002899_3175879645768094_5492410431597182976_n

98323376_3175879559101436_7251360308525006848_n

97991823_3175879509101441_3003259493795495936_n

97141185_3175879429101449_1171955090265735168_n

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *