বাউল শিল্পীর লাইব্রেরী ও বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে জঙ্গীরা ! - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Tuesday, May 19, 2020

demo-image

বাউল শিল্পীর লাইব্রেরী ও বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে জঙ্গীরা !

98174999_10223166726419280_3455077099713331200_n

র‌ণেশ ঠাকুর বাউল সম্রাট শাহ আবদুল ক‌রি‌মের শিষ্য।

দিরাই থানার এসআই জ‌হিরুল ইসলাম জানান, আগের গভীর রা‌তে এ আগুন জ্বালা‌নোর ঘটনা ঘটে। আগু‌নে বাউলের দোতরা, বেহালা, হার‌মো‌নিয়ামসহ গান গাওয়ার সব যন্ত্রপা‌তি পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে।

“ঘরের একপাশে দুটো ভেড়া ছিল। এগুলো বের করে দিয়ে আগুন ধরানো হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।”

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, রণেশ ঠাকুরের বসত ঘরের উল্টোদিকে তার বাউল গা‌নের ঘর। ওখানেই তার ও শিষ্যদের বাদ্যযন্ত্র  থাকত। রোববার রাত ১১টায় পরিবারের সবাই ঘুমোতে যান। রাত ১টার পর রণেশ ঠাকুরের বড় ভাইয়ের স্ত্রী চিৎকার করে সবাইকে ডাকতে থাকেন। অন্যরা ঘুম থেকে উঠে দেখেন গা‌নের ঘর পুড়ে যাচ্ছে। পরে আশপাশের লোকজন চেষ্টা করে আগুন নেভালেও পুরো ঘরই পুড়ে ছাই হয়ে যায়।

sunamganj-ranesh-180520-01


রণেশ ঠাকুর জানান, গ্রামের বা আশপাশের কারো সঙ্গেই তার কোন শত্রুতা নেই। কারা যে এমন ঘটনা ঘটিয়েছে তা তিনি বুঝতেই পারছেন না। 

বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ছেলে নূর জালাল জানান, আগু‌নে রণেশ ঠাকুরের প্রায় চল্লিশ বছরের সাধনার সব যন্ত্রপাতি, গানের বই-পত্র পুড়ে ছাই হয়ে গে‌ছে।

সূত্রঃ bdnews24.com

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *