রমজান মাসেই ইসলাম ছেড়ে সনাতন ধর্ম গ্রহন করলেন ৫ সদস্যর পুরো পরিবার। - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Wednesday, May 6, 2020

demo-image

রমজান মাসেই ইসলাম ছেড়ে সনাতন ধর্ম গ্রহন করলেন ৫ সদস্যর পুরো পরিবার।

পশ্চিমবংগের এক মুসলিম পরিবার সম্প্রতি সনাতন ধর্ম গ্রহন করেছে। তাদের আগের ধর্ম ইসলাম ছেড়ে তারা সবাই সনাতন ধর্ম গ্রহন করতে কিছুদিন আগেই WB hindu samhati এর কাছে সাহায্য চান।

IMG_20200506_144718



তার ই পরিপ্রেক্ষিতে হিন্দু সংহতির টোটন ওঝার সাহায্য দ্বারা গত ৫ ই মে ২০২০ -এ তারা ৫ জন একত্রে তারাপীঠের মন্দিরে সনাতন ধর্ম গ্রহন করেন। টোটন ওঝা তার টুইটার একাউন্ট এর মাধ্যমে সেই খবর টি নিশ্চিত করেছেন। যদিও হিন্দু হবার পর তাদের নতুন নাম কি হবে এই বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। ইসলাম ধর্মে থাকাকালে  জান্নাতুল ইরা  হিসেবে পরিচিত ছিলেন, তার স্বামী জাহেদ একজন দোকানদার হিসেবে তার জীবিকা নির্বাহ করতেন।তাদের ২ সন্তান স্থানীয় এক স্কুলে পড়ালেখা করে। সেই ২ মেয়ে সন্তান ও সনাতন ধর্ম গ্রহন করেছে বলা জানা গিয়েছে। সাথে তাদের শ্বাশুড়িও ইসলাম ছেড়ে সনাতন ধর্ম গ্রহন করেন।

IMG_20200506_144756



→হিন্দু  সংহতি পশ্চিমবঙ্গ
united hindu concern

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *