তার ই পরিপ্রেক্ষিতে হিন্দু সংহতির টোটন ওঝার সাহায্য দ্বারা গত ৫ ই মে ২০২০ -এ তারা ৫ জন একত্রে তারাপীঠের মন্দিরে সনাতন ধর্ম গ্রহন করেন। টোটন ওঝা তার টুইটার একাউন্ট এর মাধ্যমে সেই খবর টি নিশ্চিত করেছেন। যদিও হিন্দু হবার পর তাদের নতুন নাম কি হবে এই বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। ইসলাম ধর্মে থাকাকালে জান্নাতুল ইরা হিসেবে পরিচিত ছিলেন, তার স্বামী জাহেদ একজন দোকানদার হিসেবে তার জীবিকা নির্বাহ করতেন।তাদের ২ সন্তান স্থানীয় এক স্কুলে পড়ালেখা করে। সেই ২ মেয়ে সন্তান ও সনাতন ধর্ম গ্রহন করেছে বলা জানা গিয়েছে। সাথে তাদের শ্বাশুড়িও ইসলাম ছেড়ে সনাতন ধর্ম গ্রহন করেন।
→হিন্দু সংহতি পশ্চিমবঙ্গ
united hindu concern
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।